আয় তোর মুণ্ডুটা দেখি ফুটোস্কোপ দিয়ে-৩

সুজন চৌধুরী এর ছবি
লিখেছেন সুজন চৌধুরী (তারিখ: বিষ্যুদ, ০৫/০৭/২০০৭ - ১১:০৩পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

রহস্য পুরুষ

বাংলাদেশের রাজনীতির রহস্য পুরুষ- দাদা ভাই।
১টি দাদৈতিহাসিক চরিত্র।
তাঁর স্ব-রূপ মানে শশ্রুমণ্ডিত রূপের বহুরূপ উপাখ্যান প্রচলিত।
জনশ্রুতি আছে আগরতলা মামলার সময় তাঁর শশ্রুর উৎপত্তি ঘটে এবং উন্মত্ত জলধারার ন্যায় এখনও প্রবহমান। শুধুমাত্র জলপাই মামার আবির্ভাবেই এই নির্বিবাদী নিভৃতচারী রহস্য পুরুষ শশ্রুসমেত আবির্ভূত হন।


মন্তব্য

দৃশা এর ছবি

এজউজুয়াল ভাল...তয় মামু আপনে ছবির লগেই মজার মজার বুলি ছাড়েন না কেন?

দৃশা

মুহম্মদ জুবায়ের এর ছবি

কার্টুনটি অতি চমৎকার। এই শিরোনামে আগের দুটির চেয়ে এটি বেশি ভালো লাগলো। অবশ্যই ব্যক্তগত অভিমত।

আগাম জানিয়ে রাখি, আমার ধারাবাহিক "চুপকথা"-য় এই দাদা চরিত্রটির সাক্ষাতও মিলবে অচিরে।

-----------------------------------------------
ছি ছি এত্তা জঞ্জাল!

সুজন চৌধুরী এর ছবি

বলেন কী ?
চোখ রাখতেছি।
____________________________
লাল গানে নীল সুর হাসি হাসি গন্ধ......

আনোয়ার সাদাত শিমুল এর ছবি

দূর্দান্ত।

সৌরভ এর ছবি

লা-জওয়াব আবারো।


আবার লিখবো হয়তো কোন দিন

কর্ণজয় এর ছবি

.>< !~

সুজন চৌধুরী এর ছবি

ঐ মিয়া কী কও?!
____________________________
লাল গানে নীল সুর হাসি হাসি গন্ধ......

কর্ণজয় এর ছবি

tomar ekhonkar kaj ... koi

সুজন চৌধুরী এর ছবি

দিবো আসলে সময় পাই না।
____________________________
লাল গানে নীল সুর হাসি হাসি গন্ধ......

ঝরাপাতা এর ছবি

ফাটাফাটি।
_______________________________________
রোদ্দুরেই শুধু জন্মাবে বিদ্রোহ, যুক্তিতে নির্মিত হবে সমকাল।


বিকিয়ে যাওয়া মানুষ তুমি, আসল মানুষ চিনে নাও
আসল মানুষ ধরবে সে হাত, যদি হাত বাড়িয়ে দাও।

নজমুল আলবাব এর ছবি

হ, ফাডায়া লাইতাছে দাদায় হাসি

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি

আসলেই!
====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির

তারেক এর ছবি

পাংখা!
_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে

_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে

আরশাদ রহমান এর ছবি

এই সরকার ক্ষমতা নেয়ার প্রথম দিক থেকেই তাহার কথা শুনা যাইতেছিলো মাঝ খানে কিছুদিন কোন আওয়াজ ছিলোনা এখন আবারও তাহার কথা পত্রিকায় আসিতেছে।

সুজন চৌধুরী এর ছবি

জলপাই মামারাই ওনার রাজনৈতিক অনুপ্রেরণা--- কাজেই
যেথায় জলপাই সেথাই শশ্রুসমেত দাদা ভাই।
____________________________
লাল গানে নীল সুর হাসি হাসি গন্ধ......

হিমু এর ছবি

শশ্রু না শ্মশ্রু? প্যাঁচ লেগে গেলো তো?


হাঁটুপানির জলদস্যু

হিমু এর ছবি

আচ্ছা ঐ যে উনি আসবেন না? যিনি চিঠি দিয়ে জনগণকে ডাকাডাকি করেন?


হাঁটুপানির জলদস্যু

সুজন চৌধুরী এর ছবি

চিঠি দিয়াছেন দয়াল আমারে-----
ধীরে।
____________________________
লাল গানে নীল সুর হাসি হাসি গন্ধ......

সুজন চৌধুরী এর ছবি

শ্মশ্রু -- আসলে শ আর ম জোড়া দেয়ার পথ পাইতেছিলাম না।
____________________________
লাল গানে নীল সুর হাসি হাসি গন্ধ......

আরশাদ রহমান এর ছবি

যিনি চিঠি দিয়া ডাকাডাকি করে তাহার কাজে আমি খুবি মর্মহত হইয়াছিলাম। কহার বুদ্ধিতে সে চিঠি দিয়াছিলো কে জানে। আবার চিঠি লেখা শুরু করিলে আরো পঁচিবে।

হযবরল এর ছবি

তিনি কি শ্মশ্রু ছাড়া কখনো আবির্ভূত হয়েছিলেন?

কখনো ?

অন্তত জন্মদিনে নিশ্চয়ই।

সুজন চৌধুরী এর ছবি

দাদা সেই কাহিনী কইতে গেলে আলাদা পোস্টাইতে হবে।
____________________________
লাল গানে নীল সুর হাসি হাসি গন্ধ......

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।