২৫ | লিখেছেন ঝরাপাতা (তারিখ: শুক্র, ১৩/০৭/২০০৭ - ৪:৪৩পূর্বাহ্ন)
শুনছিলাম তো দইয়ের কারখানা করছে। জিদান আইসা উদ্বোধন করছে।
তখন চাচা কইছিলো, বাংলাদেশের মানুষ শারীরিকভাবে বেশ দুর্বল। এই দই তাদেরকে পুষ্টি ও শক্তি যোগাবে। তাই এর নাম শক্তি দই।
_______________________________________
রোদ্দুরেই শুধু জন্মাবে বিদ্রোহ, যুক্তিতে নির্মিত হবে সমকাল।
বিকিয়ে যাওয়া মানুষ তুমি, আসল মানুষ চিনে নাও
আসল মানুষ ধরবে সে হাত, যদি হাত বাড়িয়ে দাও।
'দইওয়ালা ও দইওয়ালা' বলে কাতরস্বরে আহাজারী করছে এক রুগ্ন কিশোরী,পরনে তার লাল সবুজ জামা । দইওয়ালা এসে হাজির হলেন অবশেষে তার 'শক্তি দই' এর ভান্ড নিয়ে, মুখে তার হাসি-দাঁতে মুক্তোর ঝিলিক- হুম গ্রামীন পেষ্টের কল্যানে!
-----------------------------------
'পড়ে রইলাম বিধির বামে,ভুল হলো মোর মুল সাধনে'
হ তা যা কইছেন।
চাটগাঁর এতবড় বিপদ গেল দেশের মাইনষে ঝাপাইলো সাহায্য করার লাইগা আর চাটগাঁর সোনার পূতরে দেি বিদেশ গিয়া মেডেলের ঢেকুড় তোলে।
____________________________
লাল গানে নীল সুর হাসি হাসি গন্ধ......
@ বলাই
সবকটাই ভদ্রলোকের নিজের একশান।
রিকয়েকশানের লাইনে এখনও যাই নাই আমি এখন তাঁর খুব ক্রুশিয়াল টাইম যাইতেছে -- গভীরভাবে পর্যবেক্ষন করতেছি--- চিঠির পানি কই গড়ায় দেখার জন্য।
____________________________
লাল গানে নীল সুর হাসি হাসি গন্ধ......
মন্তব্য
সেরম হইছে!
বিপ্লব!
তোমার সুরে সুরে সুর মেলাতে
খলবলাইয়া কথা বাইরইতে চায়।
আপনার মতোই আপাতত চুপ থাকি। একটা বোকা প্রশ্ন : 'দাদৈতিহাসিক' বিষয়টা কি?
-----------------------------------------------
ছি ছি এত্তা জঞ্জাল!
মুহম্মদ জুবায়ের ভাই হিমুর কমিক স্ট্রীপ সংক্রান্ত পোস্টে বিস্তারিত পাবেন। আপনিও অংশগ্রহণ করেন। খুব খুশি হবো।
____________________________
লাল গানে নীল সুর হাসি হাসি গন্ধ......
লাল গানে নীল সুর, হাসি হাসি গন্ধ
জুবায়ের ভাই, আগে বলেন আপনি "প্রভাবশালী মহল" এর কেউ নাকি ?
_______ ____________________
suspended animation...
"প্রভাবশালী মহল" বস্তুটা কি? আবারও বোকা প্রশ্ন মনে হয়। "প্রভাবশালী" কোনোকালে কোথাও ছিলাম না, হবোও না।
-----------------------------------------------
ছি ছি এত্তা জঞ্জাল!
মৌলিক প্রশ্ন।
____________________________
লাল গানে নীল সুর হাসি হাসি গন্ধ......
লাল গানে নীল সুর, হাসি হাসি গন্ধ
গ্রামীন টুথপেস্টের এ্যাড হিসেবে চালানো যায়।
হাহাহ!!
জটিল কইছেন হযবরল।
____________________________
লাল গানে নীল সুর হাসি হাসি গন্ধ......
লাল গানে নীল সুর, হাসি হাসি গন্ধ
ওরে !!! এটা সেরম হইসে।
_____ ____________________
suspended animation...
পুরা সেরম !
জুবায়ের ভাই, দাদৈতিহাসিক সম্পর্কে জানতে এটা পড়ুন।
আবার লিখবো হয়তো কোন দিন
এই ব্লগ পিছিয়ে থাকতে পারে না! এই ব্লগের সব মন্তব্যকারীর উচ্চতা আজ দশ ফুট হয়ে গেলো!
হাঁটুপানির জলদস্যু
ঠিক এই কথাটাই মাথায় আসছিলো। মুক্তিযুদ্ধের পরে এত বড় খুশির দিন আর আসেনি আমাদের!
ঠিক হিমু।
আমরা সব ব্লগকে জাদুঘরে পাঠিয়ে দেব। জাতি আজ আর পিছিয়ে নেই---১টা মেডেলেরই কমতি ছিল তাও পূরণ হয়ে গেল।
এখন শুধু আমরা আর জাদুঘর।
____________________________
লাল গানে নীল সুর হাসি হাসি গন্ধ......
লাল গানে নীল সুর, হাসি হাসি গন্ধ
ব্লগের সাথে জাতিকেও জাদুঘরে পাঠিয়ে তাঁর নেতৃত্বে নুতন জাতি গড়ে উঠবে -------
যাদের জাতীয় সংগীত হবে --
ভালো আছি--ভালো থাকবো--আকাশের ঠিকানায় চিঠি লিখবো।
____________________________
লাল গানে নীল সুর হাসি হাসি গন্ধ......
লাল গানে নীল সুর, হাসি হাসি গন্ধ
কঠঠিন ছবি!
হযুদা'র কমেন্টও জোশ!
জাতীয় সঙ্গীতটাও পছন্দ হইসে।
ভাল আছি, ভাল থেকো।
ভাল আছি, ভাল থেকো।
ঝাক্কাস!
====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির
ছবিটা ফাটাফাটি।
হু, খাসাধারণ ছবি।
-যা দেখি তা-ই বলি...
-----------------------------------
বই,আর্ট, নানা কিছু এবং বইদ্বীপ ।
খাসাধারণ শব্দটা ভালো। পকেটস্থ করলাম ভবিষ্যতে অভিধানে যোগ করে দিবো।
____________________________
লাল গানে নীল সুর হাসি হাসি গন্ধ......
লাল গানে নীল সুর, হাসি হাসি গন্ধ
পুরা সেইরম ।
আমি এক গভীরভাবে অচল মানুষ
হয়তো এই নবীন শতাব্দীতে
নীড়পাতা.কম ব্লগকুঠি
জট্টিল হয়েছে। আমার মনে অনেক দিন ধরেই প্রশ্ন, উনার কয়টা দাঁত? মাত্র ৩২ টা হতেই পারে না!
--তিথি
----------------------------------------------------
আমার এই পথ চাওয়াতেই আনন্দ
বেড়ালের নখ থাবার নিচে লুকানো থাকে। তাঁর কিছু দাঁত হয়তো মাড়ির ভেতরে লুকানো থাকে, ফ্লিকনাইফের মতো। সময় বুঝে বেরিয়ে আসে।
হাঁটুপানির জলদস্যু
ব্যাটারে এক হাড়ি শক্তি দই দেয়া হোক। দই খাইয়া আবার চিল্লাপাল্লা শুরু করুক।
জটিলস্য হয়েছে।
_______________________________________
রোদ্দুরেই শুধু জন্মাবে বিদ্রোহ, যুক্তিতে নির্মিত হবে সমকাল।
বিকিয়ে যাওয়া মানুষ তুমি, আসল মানুষ চিনে নাও
আসল মানুষ ধরবে সে হাত, যদি হাত বাড়িয়ে দাও।
আইচ্ছা তাঁর কী দইও আছে নাকি?
____________________________
লাল গানে নীল সুর হাসি হাসি গন্ধ......
লাল গানে নীল সুর, হাসি হাসি গন্ধ
শুনছিলাম তো দইয়ের কারখানা করছে। জিদান আইসা উদ্বোধন করছে।
তখন চাচা কইছিলো, বাংলাদেশের মানুষ শারীরিকভাবে বেশ দুর্বল। এই দই তাদেরকে পুষ্টি ও শক্তি যোগাবে। তাই এর নাম শক্তি দই।
_______________________________________
রোদ্দুরেই শুধু জন্মাবে বিদ্রোহ, যুক্তিতে নির্মিত হবে সমকাল।
বিকিয়ে যাওয়া মানুষ তুমি, আসল মানুষ চিনে নাও
আসল মানুষ ধরবে সে হাত, যদি হাত বাড়িয়ে দাও।
তাই কইছিল বুঝি?
তাইলে তো হেঁ দাদৈতিহাসিকে পূর্ণতা পাইবো।
____________________________
লাল গানে নীল সুর হাসি হাসি গন্ধ......
লাল গানে নীল সুর, হাসি হাসি গন্ধ
শক্তি দই,গেলো কই?
-----------------------------------
'পড়ে রইলাম বিধির বামে,ভুল হলো মোর মুল সাধনে'
-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।
সেতো আমারও প্রশ্ন?
____________________________
লাল গানে নীল সুর হাসি হাসি গন্ধ......
লাল গানে নীল সুর, হাসি হাসি গন্ধ
'দইওয়ালা ও দইওয়ালা' বলে কাতরস্বরে আহাজারী করছে এক রুগ্ন কিশোরী,পরনে তার লাল সবুজ জামা । দইওয়ালা এসে হাজির হলেন অবশেষে তার 'শক্তি দই' এর ভান্ড নিয়ে, মুখে তার হাসি-দাঁতে মুক্তোর ঝিলিক- হুম গ্রামীন পেষ্টের কল্যানে!
-----------------------------------
'পড়ে রইলাম বিধির বামে,ভুল হলো মোর মুল সাধনে'
-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।
দইওলা পলাইছে দইয়ের ভাণ্ড লইয়া শক্তিতো হেঁরও দরকার ।
____________________________
লাল গানে নীল সুর হাসি হাসি গন্ধ......
লাল গানে নীল সুর, হাসি হাসি গন্ধ
আহা বেচারা। নো বেইল পাইয়াও স্বস্তিতে নাই। চাচা কিন্তু আমাদের স্কুল মেট
_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে
_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে
বাহ !
কার স্কুলমেট আপনার না আপনার চাচার?
____________________________
লাল গানে নীল সুর হাসি হাসি গন্ধ......
লাল গানে নীল সুর, হাসি হাসি গন্ধ
আমার। আমগো স্কুলেই পড়ছিল চাচায়,কিন্তু আমার চাচার আমলে। আমার চাচা তো আর আমার স্কুলে পড়ে নাই। চাচার স্কুলমেট কেমনে কই?
_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে
_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে
তাও ভালো ঘাবড়ায় গেছিলাম।
আমি তো আপনারে আপনার চাচার সমান ভাইবা মন্তব্য পড়তাছিলাম।
____________________________
লাল গানে নীল সুর হাসি হাসি গন্ধ......
লাল গানে নীল সুর, হাসি হাসি গন্ধ
ডাগদর সাব গরীব মানুষ, তেনারে নিয়া হুজ্জতি করা আর গরীবের ইজ্জত মারা সমান কথা।
__________
কি মাঝি? ডরাইলা?
হ তা যা কইছেন।
চাটগাঁর এতবড় বিপদ গেল দেশের মাইনষে ঝাপাইলো সাহায্য করার লাইগা আর চাটগাঁর সোনার পূতরে দেি বিদেশ গিয়া মেডেলের ঢেকুড় তোলে।
____________________________
লাল গানে নীল সুর হাসি হাসি গন্ধ......
লাল গানে নীল সুর, হাসি হাসি গন্ধ
তিনখান চিঠির শানে নুযূল কি?
১। ইনুচের প্রস্তাব
২। ভক্তদের রিঅ্যাকশন
৩। নো মোর ভালোবাসা, গুড বাই পলিটিক্স
?
---------
চাবি থাকনই শেষ কথা নয়; তালার হদিস রাখতে হইবো
@ বলাই
সবকটাই ভদ্রলোকের নিজের একশান।
রিকয়েকশানের লাইনে এখনও যাই নাই আমি এখন তাঁর খুব ক্রুশিয়াল টাইম যাইতেছে -- গভীরভাবে পর্যবেক্ষন করতেছি--- চিঠির পানি কই গড়ায় দেখার জন্য।
____________________________
লাল গানে নীল সুর হাসি হাসি গন্ধ......
লাল গানে নীল সুর, হাসি হাসি গন্ধ
নতুন মন্তব্য করুন