আয় তোর মুণ্ডুটা দেখি ফুটোস্কোপ দিয়ে-৭

সুজন চৌধুরী এর ছবি
লিখেছেন সুজন চৌধুরী (তারিখ: বিষ্যুদ, ১৯/০৭/২০০৭ - ৯:৪৭পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

আয় তোর মুণ্ডুটা দেখি ফুটোস্কোপ দিয়ে-৭আয় তোর মুণ্ডুটা দেখি ফুটোস্কোপ দিয়ে-৭

ল্যাজে হোমো

সালেকা, মালেকা আর ফুলবানুকে নিয়া ল্যাজে হোমো আছেন পরম তৃপ্তিতে।

" ল্যাজে হোমো " শব্দটা যিনি তৈরী করেছেন তাঁরে আমার বিপ্লবী সেলাম।


মন্তব্য

কেমিকেল আলী এর ছবি

সেইরম হইছে!!

আনোয়ার সাদাত শিমুল এর ছবি

বিপ্লবী সেলাম।
_________________________
'আজকে না হয় ভালোবাসো, আর কোন দিন নয়'

তারেক এর ছবি

ল্যাজে হোমোরেও আমার বিপ্লবী সালাম। দেঁতো হাসি
_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে

_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি

সাত সকালে এ কি দেখাইলেন। দেঁতো হাসি

====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির

ইশতিয়াক রউফ এর ছবি

ফাটাফাটি!!

দ্রোহী এর ছবি

হাঃ হাঃ হাঃ হাঃ অসাধারণ!!


কি মাঝি? ডরাইলা?

কনফুসিয়াস এর ছবি

মাঝে সাঝে দু-একটা সংলাপ যোগ করে দিলে কেমন হয়?
-যা দেখি তা-ই বলি...

-----------------------------------
বই,আর্ট, নানা কিছু এবং বইদ্বীপ

সুজন চৌধুরী এর ছবি

আসলে ইচ্ছা যে করে না তা না সময়টা ঝামেলা পাকায়। এগুলা প্রায় সবই পুরাণা কাজ--- দেখি পরের গুলায় পারি কিনা।
____________________________
লাল গানে নীল সুর হাসি হাসি গন্ধ......

দ্রোহী এর ছবি

কনফুর আইডিয়াটা খুব ভালো। সুজনদা, মাঝে মাঝে বিখ্যাত ব্যক্তিদের বিখ্যাত উক্তি যোগ করে দেয়া যেতে পারে।


কি মাঝি? ডরাইলা?

সুজন চৌধুরী এর ছবি

হুম
____________________________
লাল গানে নীল সুর হাসি হাসি গন্ধ......

অমিত এর ছবি

আমি কবি মানুষ, মনটা কোমল চোখ টিপি

______ ____________________
suspended animation...

অমিত আহমেদ এর ছবি
আরিফ জেবতিক এর ছবি

বিপ্লব দিলাম দুইটা।

-----------------------------------
কিস্তিমাতের যুদ্ধ শেষে,সাদাকালো ঘুটিগুলো এক বাক্সেই ফেরত যাবে...

হাসিব এর ছবি

বিপ্লব দিলাম আমিও । ছবিগুলার হাইরেজুলেশন ভার্সন দেয়া হউক ।


আমি এক গভীরভাবে অচল মানুষ
হয়তো এই নবীন শতাব্দীতে

সুজন চৌধুরী এর ছবি

দেখি পরেরগুলারে চেষ্টা করবো নে।

নজমুল আলবাব এর ছবি

আইচ্ছা এই শব্দখান কে বানাইছিল? বড় কায়দার শব্দ। ব্যপক মজাদার।

আর সুজনদারটা? উরে কত মজা করেরে হাসি

হাসিব এর ছবি

যদ্দুর মনে পড়ে যাযাদি এই লেজেহুমো এরশাদ নামটি প্রথম ব্যবহার করে । পরে আলপিনও এটারে যথেচ্ছ ব্যবহার করেছে ।


আমি এক গভীরভাবে অচল মানুষ
হয়তো এই নবীন শতাব্দীতে

নজমুল আলবাব এর ছবি

আপনেই ঠিক। আমারো ছাখারাখা মনে পড়ে।

অছ্যুৎ বলাই এর ছবি

বোরখাওয়ালী কোনটা কে?

যথারীতি বিপ্লব।

---------
চাবি থাকনই শেষ কথা নয়; তালার হদিস রাখতে হইবো

হিমু এর ছবি
অপালা এর ছবি

হা হা হা

সুজন চৌধুরী এর ছবি

আসলে ল্যাজে-হোমোর নারীভাগ্য অক্ষম-সক্ষম সবাইরেই কাতর কইরা ফালায় --আহারে
____________________________
লাল গানে নীল সুর হাসি হাসি গন্ধ......

উৎস এর ছবি

আমারও যতদুর মনে পড়ে যায়যায়দিন এই নামটা পপুলার করেছে। শফিক রেহমান সে আমলে এরশাদের উপর খুব ক্ষ্যাপা ছিল, ওনার বাবা মারা যাওয়ার পর ঢুকতে দেয় নাই বলে। পত্রিকাটা পড়ে খুব মজা লাগতো স্কুল কলেজে থাকতে।

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।