আয় তোর মুণ্ডুটা দেখি ফুটোস্কোপ দিয়ে-৮
জাহাঙ্গীর সাহেব। আমার জন্মদিনের শুভেচ্ছা নিবেন। ছোটবেলায় আমার স্বপ্ন ছিল বড় হয়ে আপনার মত সম্মানিত ব্যক্তি হবো। আজকে বড়বেলায় এসে দেখি সে গুড়েবালি, তবুও
বিপ্লব স্পন্দিত বুকে মনে হয় আমিই কালা জাহাঙ্গীর।
আপনে প্রশংসা করার ভাষাও আমার নেই। সে অর্থে আপনি আমাদের বাকরুদ্ধ করে স্বাধীনতা হরন করেছেন। (হুদাই পেঁচাইলাম)
==== চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির
আরে করসে কী???
ডবল বিপ্লব, বেশি পাত্তি চিনি কম!!
আমিই কালা জাহাঙ্গীর। ডড়াইছি! ----------------------- এই বেশ ভাল আছি
কালা ভাই বালা আছুইন? সালাম
------------------------ ভুল সময়ের মর্মাহত বাউল
সেলাম ওস্তাদ । শুদু একবার কন কোনটারে সিস্টেম করতে ঐবো ..
নীড়পাতা.কম ব্লগকুঠি
"সাদা পোশাকে কালা জাহাঙ্গীর" একটা নামায় ফালান বস! সাদা জামার ফাঁক ফোঁকর দিয়া খালি কালা দেখা যাইবো।
আরে না, কালো ব্যাকগ্রাউন্ডে একটা খালি সাদা পোশাক। ঐটাই হল সাদা পোশাকে কালা জাঙ্গিয়া। _______ ____________________ suspended animation...
ফটুকটা বালা হইছে তয় আফনে কত নম্বর 'কালা জাহাঙীর' হইলাইন?
×××××××××××××××××××××××××××××××××××× পৃথিবী কথা বলছে আপনি কি শুনছেন?
পৃথিবী কথা বলছে আপনি কি শুনছেন?
সারছে, পুরা জোসিলা
ওই! ----------------------------------- 'পড়ে রইলাম বিধির বামে,ভুল হলো মোর মুল সাধনে'
------------------------------------- জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক, বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।
আসল কালা জাহাঙ্গীর? ড়্যাব তো আপনারে সাইজ কইরা ফেলবে। _________________________________ ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে
_________________________________ ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে
_________________________ 'আজকে না হয় ভালোবাসো, আর কোন দিন নয়'
ওরে! কি মাঝি? ডরাইলা?
জন্মদিনের শুভেচ্ছা ।
মন্তব্য
আপনে প্রশংসা করার ভাষাও আমার নেই। সে অর্থে আপনি আমাদের বাকরুদ্ধ করে স্বাধীনতা হরন করেছেন। (হুদাই পেঁচাইলাম)
====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির
আরে করসে কী???
ডবল বিপ্লব, বেশি পাত্তি চিনি কম!!
হাঁটুপানির জলদস্যু
আমিই কালা জাহাঙ্গীর।
ডড়াইছি!
-----------------------
এই বেশ ভাল আছি
কালা ভাই বালা আছুইন? সালাম
------------------------
ভুল সময়ের মর্মাহত বাউল
সেলাম ওস্তাদ । শুদু একবার কন কোনটারে সিস্টেম করতে ঐবো ..
আমি এক গভীরভাবে অচল মানুষ
হয়তো এই নবীন শতাব্দীতে
নীড়পাতা.কম ব্লগকুঠি
"সাদা পোশাকে কালা জাহাঙ্গীর" একটা নামায় ফালান বস! সাদা জামার ফাঁক ফোঁকর দিয়া খালি কালা দেখা যাইবো।
হাঁটুপানির জলদস্যু
আরে না, কালো ব্যাকগ্রাউন্ডে একটা খালি সাদা পোশাক। ঐটাই হল সাদা পোশাকে কালা জাঙ্গিয়া।
_______ ____________________
suspended animation...
ফটুকটা বালা হইছে তয় আফনে কত নম্বর 'কালা জাহাঙীর' হইলাইন?
××××××××××××××××××××××××××××××××××××
পৃথিবী কথা বলছে আপনি কি শুনছেন?
পৃথিবী কথা বলছে আপনি কি শুনছেন?
সারছে, পুরা জোসিলা
ওই!
-----------------------------------
'পড়ে রইলাম বিধির বামে,ভুল হলো মোর মুল সাধনে'
-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।
আসল কালা জাহাঙ্গীর? ড়্যাব তো আপনারে সাইজ কইরা ফেলবে।
_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে
_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে
_________________________
'আজকে না হয় ভালোবাসো, আর কোন দিন নয়'
ওরে!
কি মাঝি? ডরাইলা?
জন্মদিনের শুভেচ্ছা ।
নতুন মন্তব্য করুন