আয় তোর মুণ্ডুটা দেখি ফুটোস্কোপ দিয়ে-১০
ওয়েস্ট ইন্ডিয়ান ইয়াং বার্ড কার্টলি এ্যামব্রস,
যেদিন অবসর নিল সারাদিনই মন খারাপ ছিল আমার।
ইংল্যান্ড আর অস্ট্রেলিয়ারে ওর মতো প্যাদানি আর কেউ দেয় নাই।
ওর খেলা শেষ ওয়ার্ল্ড কাপের সময় পাবলিশ করছিল ডেইলী স্টার পত্রিকা।
মন্তব্য
দাদৈতিহাসিক আর আলোর মুখ দেখলো না![মন খারাপ মন খারাপ](http://www.sachalayatan.com/files/smileys/2.gif)
-------------------------------------
রামছাগলের সামনে, খচ্চরের পেছনে আর নিবোর্ধের ধারেকাছে না থাকাই শ্রেয়!
দেখবে কাজ চলছে ---- তারপর আলোই আলো।
____________________________
লাল গানে নীল সুর হাসি হাসি গন্ধ......
লাল গানে নীল সুর, হাসি হাসি গন্ধ
আসলে দৌড়ের উপর আছি ২ হপ্তা ধইরা কয়েকটা ক্যারাক্টার রাফলি করছি শীঘ্রই ছাড়বো,চেস্টা করবো
স্ট্রীপ অপশানটা কাজে লাগানোর। দেরি হওয়ার জন্য
লজ্জিত।
____________________________
লাল গানে নীল সুর হাসি হাসি গন্ধ......
লাল গানে নীল সুর, হাসি হাসি গন্ধ
কি যে সব দিন ছিলো ... শেষ দিনগুলো একটা মেয়ে মাঠে যাইতো .... হাতে থাকতো একটা প্লাকার্ড যাতে লেখা এ্যাম্ব্রাওমিটার আর ওয়ালশোমিটার .... নামের নিচে উইকেট .... একটা একটা উইকেট পড়তো আর মেয়েটা সংখ্যাগুলাও চেঞ্জ করতো ... এ্যামব্রোসের শেষ খেলার দিন ওর মা আইছিলো খেলা দেখতে ..
আমি এক গভীরভাবে অচল মানুষ
হয়তো এই নবীন শতাব্দীতে
নীড়পাতা.কম ব্লগকুঠি
হুম মনে আছে ।
____________________________
লাল গানে নীল সুর হাসি হাসি গন্ধ......
লাল গানে নীল সুর, হাসি হাসি গন্ধ
সেই পাগলা ওয়েস্ট ইন্ডিয়ানগুলা যে কই চলে গেল !!
_____ ____________________
suspended animation...
যেই অবস্থা হইছে কয়দিন পরতো কাউরে বিশ্বাসই করানো যাইবো না যে ওয়েস্ট ইন্ডিজ একসময় ভালো খেলতো...
.......................................
ঋণম্ কৃত্বাহ ঘৃতম্ পীবেৎ যাবৎ জীবেৎ সুখম্ জীবেৎ
অজ্ঞাতবাস
হ্যা! ভাবতেই আশ্চর্য লাগে যে একসময় মার্শাল,ওয়ালশ,এ্যামব্রস,প্যাটারসন একসঙ্গে বল করতো।
____________________________
লাল গানে নীল সুর হাসি হাসি গন্ধ......
লাল গানে নীল সুর, হাসি হাসি গন্ধ
এমন দিন আসুক যে কাউকে বিশ্বাস করানো যাবে না যে বাংলাদেশ একসময় খারাপ খেলতো ... হাবলাবুলের মতো লোক কাপ্তান ছিলো ... মেয়েরা মাঠে মাশুমিটার আর আশুমিটার নিয়ে নাচবে ...
হাঁটুপানির জলদস্যু
আমেন।
====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির
হাহহাহাহ হহাহঃহহঃঃঃঃঃঃ
'মেয়েরা মাঠে মাশুমিটার আর আশুমিটার নিয়ে নাচবে ...'
ভালো বলছো। জিনিসগুলা কেমন হৈলে ভালো হয় কওতো?
____________________________
লাল গানে নীল সুর হাসি হাসি গন্ধ......
লাল গানে নীল সুর, হাসি হাসি গন্ধ
এ্যামব্রোসের ক্যারিকেচার নিয়ে আলোচনা হবে না?
গাইস,ওয়েক আপ!
-----------------------------------------------
সচল থাকুন ---- সচল রাখুন
-----------------------------------------------
মানুষ যদি উভলিঙ্গ প্রাণী হতো, তবে তার কবিতা লেখবার দরকার হতো না
ইয়াপ! ওয়েক আপ গাইস !!!
____________________________
লাল গানে নীল সুর হাসি হাসি গন্ধ......
লাল গানে নীল সুর, হাসি হাসি গন্ধ
এইটা অনেক অল্প বয়স্ক ছবি থেইকা নেয়া হইছে এমব্রসের - ১। চিরযৌবন প্রাপ্ত দেখানোর জন্য ২। বেশী বয়সের কোন ছবি ছিল না বইলা। আসল কারনটা কি?
আমার কাছে চেহারাটা এট্টু জেনেরিক আফ্রিকান মনে হইছে। চেহারার সব গুলা ফীচারই যে কোন কাল্লুর থাকবে। ডান দিকে একটা ফোলা অংশটা ইউনিক এমব্রসের। বাম দিকের একটা দাঁতা বাঁকা - এইটা ইউনিক কিনা কইতে পারুম না।
উল্লেখযোগ্য বিষয় হইল এমব্রস হাসত না তেমন একটা। হাসি মুখে ভুরু কোঁচকানো - গম্ভীর ভাবটাকেই কি প্রকাশ করে?
====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির
ভাইরে!
এমনে কৈরা দেখলে তো পোলাইতে হৈবো কয়দিন পর।
তয় কৈছেন ভালো -- অনেক খুইজা বাইর করা হৈছিলো ফটোটা ডেইলী স্টারের ফটো ফাইল থেকে,ঢাকায় মিনি ওয়ার্ল্ড কাপের সময় তোলা, কে তুলছিলো ভুইলা গেছি।
আসলেই ব্যাটা হাসে না খুব ১টা।
____________________________
লাল গানে নীল সুর হাসি হাসি গন্ধ......
লাল গানে নীল সুর, হাসি হাসি গন্ধ
বসে কি যে কন!! আপনে পলাইলে আমরা যামু কই?
====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির
দেশের গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে কিছু কেরিকেচার চাই। ধন্যবাদ।
অন্ধকারের উতস হতে উতসারিত আলো
এ ব্যাপারে আমি আর হিমু কিছু আলোচনা করছিলাম ইন ফ্যাক্ট হিমু কিছু ভালো আইডিয়াও দিয়েছে সময় পেলেই হাত দিবো।
____________________________
লাল গানে নীল সুর হাসি হাসি গন্ধ......
লাল গানে নীল সুর, হাসি হাসি গন্ধ
আমি যেই থিউরী দিয়া নোবেল প্রাইজ পাইসিলাম সেইটা হইল ......
এই ঘোর কলি যুগে আর্দশ একটা মনু র বাচ্চার (পড়ুন মানুষ) হাইট কত ?
উঃ (এম্ব্রোস এর হাইট+ খালেদ মাহমুদ সুজন এর হাইট) / ২
তাতেও দেখবেন খামা-সুজনের চেয়ে লাম্বা হবে।
____________________________
লাল গানে নীল সুর হাসি হাসি গন্ধ......
লাল গানে নীল সুর, হাসি হাসি গন্ধ
কার্টলির ছবিটাই উপরে রাখলাম। এসএম৩ এর আলোচনা-সমালোচনাটা তাহলে ভালো বুঝা যায়।
এখন ক্যারিকেচারে সুজন চৌধুরী কার্টলির কোন বৈশিষ্টের উপর জোর দিছেন তা নিয়া আলোচনা করা যায়।
এই পর্বে আমি নাই।
গতবার আমি অনেক কইছি।
পরে সুজন চৌধুরী পোলাইলেও পোলাইতে পারে।
-----------------------------------------------
সচল থাকুন ---- সচল রাখুন
-----------------------------------------------
মানুষ যদি উভলিঙ্গ প্রাণী হতো, তবে তার কবিতা লেখবার দরকার হতো না
বাহ!দারুন তো !
ভালো করছেন বিগ সি ।
চিত্তাকর্ষক!!!
দেখা যাক লুকে কী কয়?
____________________________
লাল গানে নীল সুর হাসি হাসি গন্ধ......
লাল গানে নীল সুর, হাসি হাসি গন্ধ
বস আগের মুন্ডুটার (৯ নম্বর) আলোচনাটা দেখছেন কি?
====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির
দেখছি মজা পাইছি । সময় পাইলেই বিগ সি উইল বি ড্রন।
____________________________
লাল গানে নীল সুর হাসি হাসি গন্ধ......
লাল গানে নীল সুর, হাসি হাসি গন্ধ
হ বিগসি চোপাটা একটু বড় আইকেন। ওইটার ব্যবহার বেশী হয় কিনা।![চোখ টিপি চোখ টিপি](http://www.sachalayatan.com/files/smileys/3.gif)
====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির
অথবা লাল লাল গালদুটো এত বড় যেন যে কোন মুর্হুতে পপ করবে।![খাইছে খাইছে](http://www.sachalayatan.com/files/smileys/10.gif)
====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির
হাহ হা। মজা হইসে।
বাহৃ!!!
কি সোন্দর!!!
কি মাঝি? ডরাইলা?
দাদৈ-এর মূলো কি এখনো ঝুলন্ত অবস্থায় দাদা? লেট করলে যে দেরী হয়ে যাচ্ছে।
রোদ্দুরেই শুধু জন্মাবে বিদ্রোহ, যুক্তিতে নির্মিত হবে সমকাল।
বিকিয়ে যাওয়া মানুষ তুমি, আসল মানুষ চিনে নাও
আসল মানুষ ধরবে সে হাত, যদি হাত বাড়িয়ে দাও।
- হিমুর এট্টা ফটুক আঁইকা দিছেন, মা.মু রেও দিছেন একটা। আমারে একটা ফটুক আইকা দিবেন না সুজন্দা?![মন খারাপ মন খারাপ](http://www.sachalayatan.com/files/smileys/2.gif)
_________________________________
<সযতনে বেখেয়াল>
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কর্মকাণ্ড । বিএসএফ ক্রনিক্যালস ব্লগ
ধুসর গোধূলি
আপনার ই-মেইলটা দেন।
____________________________
লাল গানে নীল সুর হাসি হাসি গন্ধ......
লাল গানে নীল সুর, হাসি হাসি গন্ধ
নতুন মন্তব্য করুন