আয় তোর মুণ্ডুটা দেখি ফুটোস্কোপ দিয়ে-১১

সুজন চৌধুরী এর ছবি
লিখেছেন সুজন চৌধুরী (তারিখ: শুক্র, ১৪/০৯/২০০৭ - ৩:২৩পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

আয় তোর মুণ্ডুটা দেখি ফুটোস্কোপ দিয়ে-১১আয় তোর মুণ্ডুটা দেখি ফুটোস্কোপ দিয়ে-১১

হাসরাফুল

বেটা আজকে হাসে। দেখি কয়দিন হাসে।
বেটা জিত্তা হাসলে ভাল, নাইলে খবর আসে।


মন্তব্য

কিংকর্তব্যবিমূঢ় এর ছবি

জটিল দেঁতো হাসি

ইশতিয়াক রউফ এর ছবি

অপূর্ব!

সুজন চৌধুরী এর ছবি

জয় বাংলা -- জয় বাংলা

____________________________
লাল গানে নীল সুর হাসি হাসি গন্ধ......

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি

জটিলস্য জটিলস্য। বাঁকা দাঁতটা পর্যন্ত ঠিকঠাক আঁকছেন। থাম্বস আপ।

====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি

স্টিকি করা হইল।

====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির

সুজন চৌধুরী এর ছবি

মামু দা ধন্যবাদ।
____________________________
লাল গানে নীল সুর হাসি হাসি গন্ধ......

দ্রোহী এর ছবি

ওরে রে!!! ফাটাফাটি গুরু!!!


কি মাঝি? ডরাইলা?

আনোয়ার সাদাত শিমুল এর ছবি

হাততালি

অমিত আহমেদ এর ছবি

সেই রকম!


একটা ঝলসে যাওয়া বিকেল বেলা, একটা লালচে সাগরের জলে
যায় ভেসে যায় স্বপ্ন বোঝাই, নৌকা আমার কাগজের...

তারেক এর ছবি

আপনারে না আবার একটা বাঁশরাফুলও আঁকতে হয়।
_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে

_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে

সুজন চৌধুরী এর ছবি

বাঁশরাফুল

ভালো বলছেন ।
খারান ঐটাও ১টা আইক্কা রাখুম।
ধন্যবাদ
____________________________
লাল গানে নীল সুর হাসি হাসি গন্ধ......

জ্বিনের বাদশা এর ছবি

পাংখা
এই পোস্টের রেটিং নাই ক্যান?

========================
যার ঘড়ি সে তৈয়ার করে,ঘড়ির ভিতর লুকাইছে

========================
যার ঘড়ি সে তৈয়ার করে,ঘড়ির ভিতর লুকাইছে

আপন এর ছবি

দুর্দান্ত! নিখুঁত ফিনিশিং ...
সুজন দ্যা ব্যাক্তিগত একটা প্রশ্ন, শুধু আগ্রহ থেকে করা - আপনি কি কোন দৈনিক অথবা সাপ্তাহিক পত্রিকায় কার্টুন দিচ্ছেন? ( উত্তর না দিলেও সমস্যা নাই)

নীলের সঙ্গে পথ চলা,ভুল পথে
অথবা তারপরও ভালো আছি ...

সুজন চৌধুরী এর ছবি

হ তা করতাম বেশ আগে ডেইলি স্টারে।
____________________________
লাল গানে নীল সুর হাসি হাসি গন্ধ......

বিপ্লব রহমান এর ছবি

ব্রেভো! ব্রেভো!!...


একটা ঘাড় ভাঙা ঘোড়া, উঠে দাঁড়ালো
একটা পাখ ভাঙা পাখি, উড়াল দিলো...

হাসিব এর ছবি

অরে কয়া দিয়েন জিতসোস ভালা । মাগার নেক্সট টাইম আর বল হাতে নিস না ।

সুমন চৌধুরী এর ছবি

হ, এইটা যেইসব ক্যাপ্টেনের অভ্যাস ছিল তাগো সবার করুণ পরিণতি হইছে...
.......................................
ঋণম্ কৃত্বাহ ঘৃতম্ পীবেৎ যাবৎ জীবেৎ সুখম্ জীবেৎ

আরিফ জেবতিক এর ছবি

রাপু খাংপা

মুহম্মদ জুবায়ের এর ছবি

অতি উত্তম। হাসি

-----------------------------------------------
ছি ছি এত্তা জঞ্জাল!

সৌরভ এর ছবি

হে হে, জব্বরালি হইসে।



আমি ও আমার স্বপ্নেরা লুকোচুরি খেলি


আবার লিখবো হয়তো কোন দিন

আরশাদ রহমান এর ছবি

অসাধারন!

সুজন চৌধুরী এর ছবি

সবাইকে ধন্যবাদ।
চিল্লায়া বাংলাদেশরে জিতান,
তারপর কন জয় বাংলা !!!!!

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।