আসছে সপ্তাহে দাদৈতিহাসিকের ঐতিহাসিক মুক্তি ঘটছে।
তার আগে যথারীতি হিমু আর আমি তুমুল খামছা-খামছি করে বেশ কিছু
চরিত্র তৈরী করেছি। সেগুলোকে এইখানে তুলে দিলাম আপনাদের পরামর্শের জন্য।
প্রভাবশালী মহল
প্রভাবশালী মহল কি কোন ব্যক্তি, নাকি একটা গুহার নাম, তা নিয়ে দ্বিমত আছে। গোষ্ঠী থেকে একটু দূরে, একটা পাহাড়ের এক অন্ধকার গুহা, সেখানে কেউ একজন থাকে। অন্ধকারে তার চোখ আর দাঁত ছাড়া আর কিছু চোখে পড়ে না। বাইরে গুহার গায়ে নামফলকে লেখা, প্রভাবশালী মহল। অনেকেই সেখানে যাতায়াত করে।
লুচু
লুচু বুড়ো। বয়েস আশির কাছাকাছি হলেও চট করে দেখে বোঝা যায় না। চেহারাটা ঘোড়ার মতো, স্বভাবে লুইস। লুচুর যন্ত্রণায় পরস্ত্রীগণ অস্থির। লুচুর বউ রশুনি লুচুকে কড়া টাইটের ওপর রাখে। এমনকি লুচুর গুহার মালিকানাও সে দাবি করে বসে আছে। লুচু যদিও লোকজনের কাছে বলে বেড়ায় যে গুহার মালিক নাকি একমাত্র সে-ই হতে পারে।
হাবু
হাবু এক গুহাকুণো চরিত্র। গুহা থেকে বেরিয়ে সে ভুলে যায় তার কী করার কথা। মিনিট দশেকের মধ্যেই সে গুহায় ফেরার জন্য অস্থির হয়ে ওঠে। তাকে বেশির ভাগ দৃশ্যে দেখা যাবে বিফল মনোরথে গুহার প্যাভিলিয়নে ফিরতে।
ব্যর্থ শিকারী সাক্কু
বাস রে বাস, সাবাস বীর, ধনুকখানি ধ'রে
পায়রা দেখে মারলে তীর, কাগটা গেলো মরে।
সাক্কু নানারকম পাথুরে অস্ত্রশস্ত্র নিয়ে শিকার করতে যায়, কিন্তু কখনোই লক্ষভেদ করতে পারে না, উল্টে সঙ্গীসাথীকেই ফুঁড়ে দেয়। সাক্কুকে তাই সবাই একটু সন্দেহের চোখে দেখে। সাক্কু মোটামুটি স্বাস্থ্যবান, চুলগুলি লম্বা, বাহুতে পুরোহিত ষুষুর দেয়া অব্যর্থ লক্ষভেদের তাবিজ বাঁধা। সাক্কু মাঝে মাঝে কী একটা বুনো গাছের পাতা পুড়িয়ে ধোঁয়া টানে, আর নানা রকম রহস্যময় কথাবার্তা বলে। তবে সে-ও রামগরুড়ের ছানা, হাসে না মোটেও।
গোষ্ঠী-নেত্রী ফুটুল ও তার পুত্রদ্বয়
অত্যন্ত প্রভাবশালী এই নেত্রী হস্তিনী-গতর।
তা হলে কী হবে, তিনি রত্ন-গর্ভা জননী, তাঁর দুই সন্তান তারু এবং খূখূ ক্ষণজন্মা মহাপুরুষ।তাদের কীর্তি এখনও প্রত্নতাত্বিক গবেষনায় আবিস্কৃত হচ্ছে।
কামু
সং-পাথর বিশেষজ্ঞ। দাদুদের প্রাচীনতম সং-পাথর তাঁরই রচিত।
ইনু
সংস্কারপন্থী কাক-তারুয়া।
মিষ্ট-ভাষী ও শান্তি-প্রিয় ইনু বরাবরই পাথরের গায়ে ফুটনোট লিখে জনসমর্থন চান।
বাকী চরিত্রগুলো আমার পেন্সিলে আটকে গেছে,বের হলেই ছেড়ে দিবো।
মন্তব্য
জটিল জটিল। বাংলা কমিকসে নতুন ধারার উত্তরন ঘটতে যাচ্ছে!
ছবি গুলান বড় কইরা দিমু?
====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির
হা খুব ভালো হয়, কী করতে কি জানি করছি।
____________________________
লাল গানে নীল সুর হাসি হাসি গন্ধ......
লাল গানে নীল সুর, হাসি হাসি গন্ধ
ছবিগুলান বড়ো কইরা দিন।
দেখতে ভালো লাগবো।
আর একটা কমিক ইবুক কইরা ফালাইলে তো জোশ হয়।
ইলেক্ট্রিক জেবতিক ভাই
আইডিয়াটা চমৎকার।
আপনার কথায় টিনটিনের ১টা চরিত্রের কথা মনে পড়লো
নামটা মনে নাই তার ১টা ইন্সিয়োরেন্স কোম্পানী ছিল
সব কিছুরেই ইন্সিয়র করতো।
____________________________
লাল গানে নীল সুর হাসি হাসি গন্ধ......
লাল গানে নীল সুর, হাসি হাসি গন্ধ
Jolyon Wagg. আমার কাছে Tintin আর Asterix এর সবকটা আছে ডিজিটাইজ করা। আপনার কথায় মনে পড়লো, কত্তদিন পড়ি না! লাগলে বলেন।
ধন্যবাদ ভুইলা গেছিলাম।
আমার কাছেও আছে সবকটা।
এ্যানিমেশানও আছে সবকটা, দেখা হয় না বহুকাল
____________________________
লাল গানে নীল সুর হাসি হাসি গন্ধ......
লাল গানে নীল সুর, হাসি হাসি গন্ধ
খাড়ান, ভাইজান আইতাছে !!!
কি মাঝি? ডরাইলা?
লক্ষনে মনে হচ্ছে আগামী সপ্তাহ সচলায়তনের জন্য বেশ উর্বরা ।
-----------------------------------
মানুষ এখনো বালক,এখনো কেবলি সম্ভাবনা
ফুরোয়নি তার আয়ু
-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।
ফুটুল, খুখু ও তারু... হাহাহা। ইনুটাও বেশ।
______ ____________________
suspended animation...
ছবি তো ক্লিক করলে বড় হচ্ছে।
হাঁটুপানির জলদস্যু
হুম টিপ দিলেই ফুইল্লা উঠে।
____________________________
লাল গানে নীল সুর হাসি হাসি গন্ধ......
লাল গানে নীল সুর, হাসি হাসি গন্ধ
ফাটাফাটি টাইপের বর্ণনা। অবশ্য হিমু আছে বলে কথা। আর কার্টুনের কথা নাহয় নাই বা বলি। অসাধারণ। দুইটা অবশ্য বুঝলাম না।
কোন ২টা?
____________________________
লাল গানে নীল সুর হাসি হাসি গন্ধ......
লাল গানে নীল সুর, হাসি হাসি গন্ধ
চাচার কার্টুনটা লোড হতে কয়েক মিলি সেকেন্ড বেশি সময় লাগে। মনে হয় কর্মকান্ড ওখানে বেশী হয়েছে। কিন্তু চার আঙ্গুলের মাজেজা কী?
আপনে মনে হয় পুংলিঙ্গ,
লিঙ্গান্তরে পরিষ্কার হবে মাজেজা।
____________________________
লাল গানে নীল সুর হাসি হাসি গন্ধ......
লাল গানে নীল সুর, হাসি হাসি গন্ধ
জটিলজ্ হইসে।
সেরম হইতেসে।
সাতসক্কালে উঠে হাসতে হাসতে পেট ব্যথা হয়ে যাওয়ার যোগাড়।
আমি ও আমার স্বপ্নেরা লুকোচুরি খেলি
আবার লিখবো হয়তো কোন দিন
১ ও পড়লাম আজকে। কঠিন মানে কঠিন! হাহাহা
_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে
_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে
সব ঠিকাছে। কিন্তুক হাবিবুলের সাথে আশরাফুলকেও চাই। দেতে হবে, দেতে হবে।
---------
চাবি থাকনই শেষ কথা নয়; তালার হদিস রাখতে হইবো
দীমু, আশু ও মাশু ২টাই দীমু।
____________________________
লাল গানে নীল সুর হাসি হাসি গন্ধ......
লাল গানে নীল সুর, হাসি হাসি গন্ধ
দারুণ!--তিথি
----------------------------------------------------
আমার এই পথ চাওয়াতেই আনন্দ
নতুন মন্তব্য করুন