দাঁতকপাটি লেগে যাবার মতো জিনিস মনে হচ্ছে। ঠিক দাঁত ক্যালানোর মতো না মনে হয়।
মাত্র বিসমিল্লাহ হলো। ধর্মগ্রন্থ তেলাওয়াত হচ্ছে মনে হয়। মূল অনুষ্ঠানে বক্তৃতা পর্ব থাকবে। তারপর মনে হয় বিচিত্রা-অনুষ্ঠান। তখন হাসাহাসির সুযোগ পাওয়া যাবে নিশ্চয়ই।
----------------------------------------------- খড়বিচালি জোগাড় করি, ঘর বানাবো আসমানে
----------------------------------------------- মানুষ যদি উভলিঙ্গ প্রাণী হতো, তবে তার কবিতা লেখবার দরকার হতো না
মন্তব্য
সুজনদা, আকাশের অবস্থা কি? বিষ্টিবাদল শুরু হইব নি?
_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে
_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে
বুঝেশুনেই যাত্রারাম্ভ হইলো।
নাইলে ঠাডা পড়বো !!ঠাডা !!!
____________________________
লাল গানে নীল সুর হাসি হাসি গন্ধ......
লাল গানে নীল সুর, হাসি হাসি গন্ধ
বুঝে শুনে, শুনে বুঝে কইতে হইবে কইলাম- নইলে ঠাডা পড়বো, ঠাডা।
সুজনদা, লেখার আকার আরেকটু বড় দিতে হবে ভবিষ্যতে - নইলে ঠাডা পড়বো, ঠাডা।
কি মাঝি? ডরাইলা?
ঠিক!
___________________________
লাল গানে নীল সুর হাসি হাসি গন্ধ......
লাল গানে নীল সুর, হাসি হাসি গন্ধ
ওরে !!!
______ ____________________
suspended animation...
ঠিক মতো না চললে কিন্তু ঝাটা পড়বো ঝাটা।
====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির
আচ্ছা.... এই দাদৈতিহাসিক জিনিসটা কি? দেখলে তো হাসি আসে না!
.............................................................
শুশুকের ভয়ে কাঁপতে কাঁপতে সাঁতরে এসেছি কুমীরে-ভরা নদী!
দাঁতকপাটি লেগে যাবার মতো জিনিস মনে হচ্ছে। ঠিক দাঁত ক্যালানোর মতো না মনে হয়।
মাত্র বিসমিল্লাহ হলো। ধর্মগ্রন্থ তেলাওয়াত হচ্ছে মনে হয়। মূল অনুষ্ঠানে বক্তৃতা পর্ব থাকবে। তারপর মনে হয় বিচিত্রা-অনুষ্ঠান। তখন হাসাহাসির সুযোগ পাওয়া যাবে নিশ্চয়ই।
-----------------------------------------------
খড়বিচালি জোগাড় করি, ঘর বানাবো আসমানে
-----------------------------------------------
মানুষ যদি উভলিঙ্গ প্রাণী হতো, তবে তার কবিতা লেখবার দরকার হতো না
দাদা ধৈরিযং রহু ধৈরিযং।
____________________________
লাল গানে নীল সুর হাসি হাসি গন্ধ......
লাল গানে নীল সুর, হাসি হাসি গন্ধ
দৈর্ঘ প্রস্থে ছবি আরেকটু স্ফীত করে দিন দাদা
-----------------------------------
মানুষ এখনো বালক,এখনো কেবলি সম্ভাবনা
ফুরোয়নি তার আয়ু
-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।
হুম, আকৃতি বিভ্রাট ঘুচিত হইলো।
____________________________
লাল গানে নীল সুর হাসি হাসি গন্ধ......
লাল গানে নীল সুর, হাসি হাসি গন্ধ
কুইক মাল ছাড়েন নাইলে নীচের মামুরে ডাক দিমু। দিবে ঢুঁশ!
নতুন মন্তব্য করুন