আয় তোর মুণ্ডুটা দেখি ফুটোস্কোপ দিয়ে-১২

সুজন চৌধুরী এর ছবি
লিখেছেন সুজন চৌধুরী (তারিখ: মঙ্গল, ০২/১০/২০০৭ - ১১:৫৭অপরাহ্ন)
ক্যাটেগরি:

আয় তোর মুণ্ডুটা দেখি ফুটোস্কোপ দিয়ে-১২আয় তোর মুণ্ডুটা দেখি ফুটোস্কোপ দিয়ে-১২

অনেক অনেক আগের কাজ । তখন মাত্র ক্যারিকেচার শুরু করেছি, ডেইলী স্টার বাছাই করে নিয়েছিল কিন্তু ছাপা হয়নি।
পুরানো কাগজ পত্র ঘাটতে গিয়ে পেয়ে গেলাম। সময়ের সাথে অপ্রাসঙ্গিক তাই ভাবছিলাম দিবো কি দিবো না , তারপর দিয়েই দিলাম । আসলে কাজটার ব্যাপারে ১টা মায়া ধরে গেছে। তাই শেয়ার করলাম সচলায়তনে।


মন্তব্য

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি

এইটা তো দেখি নিয়ম ভাইঙ্গা হাসি বন্ধ করে ভেটকী মাইরা আছে। হাসি

====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির

সৌরভ এর ছবি

হিহহি..
এই লুকটা আমার বেশ পছন্দের ছিলো।
আঞ্চলিক উচ্চারণে বাংলা বলতো।


আমি ও আমার স্বপ্নেরা লুকোচুরি খেলি


আবার লিখবো হয়তো কোন দিন

আরিফ জেবতিক এর ছবি

আপনি দেশে আইলে আপনার ফুটুস্কুপ দিয়ে আমার মুন্ডুটা একটু দেখাইতাম হাসি

ইশতিয়াক রউফ এর ছবি

অধমেরও একই খায়েশ!

দ্রোহী এর ছবি

যায় দিল ভালো
আসে দিন খারাপ।

লুকটা মনে হয় ভালাই আছিল!


কি মাঝি? ডরাইলা?

সুজন চৌধুরী এর ছবি

হ তাতো বটেই।
____________________________
লাল গানে নীল সুর হাসি হাসি গন্ধ......

সজন এর ছবি

প্রশ্নবিদ্ধ বটৈ!

বিপ্লব রহমান এর ছবি

চমৎকার! ফুটোস্কোপ দিয়ে মুণ্ডু দেখো আরো চলুক।...


একটা ঘাড় ভাঙা ঘোড়া, উঠে দাঁড়ালো
একটা পাখ ভাঙা পাখি, উড়াল দিলো...

দ্রোহী এর ছবি

সুজন্দা, সময় পাইলে বিপ্লবদারে ফুটোস্কোপে ঢুকাই দিবেন নাকি?


কি মাঝি? ডরাইলা?

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।