সচলায়তনকে আমার কলিজা চিপড়ানো ভালোবাসা

সুজন চৌধুরী এর ছবি
লিখেছেন সুজন চৌধুরী (তারিখ: রবি, ০১/০৭/২০০৭ - ১:৫৭অপরাহ্ন)
ক্যাটেগরি:


সচলায়তনের জন্মদিনে আমার কলিজা চিপড়ানো ভালোবাসা উপহার দিলাম।
সচলায়তনের দীর্ঘায়ু কামনা করি এবং ধন্যবাদ জানাই
এরকম একটি প্ল্যাটফর্ম তৈরী করার জন্য।


মন্তব্য

কনফুসিয়াস এর ছবি

জটিল হইছে! কেমনে আঁকেন? কাগজে না কম্পুতে?
-যা দেখি তা-ই বলি...

-----------------------------------
বই,আর্ট, নানা কিছু এবং বইদ্বীপ

সুজন চৌধুরী এর ছবি

ধন্যবাদ কনফুসিয়াস।
ড্রইংটা হাতে করি কালারটা কম্পুতে।

___________________________
লাল গানে নীল সুর হাসি হাসি গন্ধ......

উৎস এর ছবি

আহারে, কইলজাটা নষ্ট হয়ে যাবে তো।

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি

আসলেই আঁকেন কেমনে? আমাগো এট্টু শিখান না।

====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির

অমিত আহমেদ এর ছবি

আক্ষরিক অর্থেই ব্লাডিমেরী খাইছে


আমার বেলা যে যায় সাঁঝ-বেলাতে
তোমার সুরে সুরে সুর মেলাতে

সুজন চৌধুরী এর ছবি

হাহ হাহা হাহা !
ব্লাডিমেরী ! ধন্যবাদ
এটা আজকেই করা সচলায়তনের জন্য।
____________________________
লাল গানে নীল সুর হাসি হাসি গন্ধ......

ধুসর গোধূলি এর ছবি

- হাতে এঁকে কম্প্যুতে রঙ করেন, ক্যামনে গো দাদা?
আপনি আপনার আঁকনশৈলী নিয়া জানাবেন না আমাদের?
_________________________________
<স্বাক্ষর দিমুনা, পরে জমিজমা সব লেইখা লইলে!>

অছ্যুৎ বলাই এর ছবি

ফাটাফাটি আইডিয়া।

---------
চাবি থাকনই শেষ কথা নয়; তালার হদিস রাখতে হইবো

সৌরভ এর ছবি

সারছে!
কইলজা চিইপা ফালাইছে।
নির্মম ব্যাপার-স্যাপার।

------ooo0------
বিবর্ণ আকাশ এবং আমি ...


আবার লিখবো হয়তো কোন দিন

দৃশা এর ছবি

মোচরানিডা জোস হইছে.........যারে বলে মচেতকার ।
ভবিষ্যতে আপনার লগে ছবি বিষয়ক ব্যাপারে লেয়াজু রাখন লাগব...বিনিময়ে পেঁয়াজু খাওয়ামু।

দৃশা

হাসান মোরশেদ এর ছবি

ইস! এমনে মোচড় দেয়?
-----------------------------------
'পড়ে রইলাম বিধির বামে,ভুল হলো মোর মুল সাধনে'

-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি

অসাধারন এই পোস্টটা স্টিকি করে দিলাম। উপরেই থাকুক আরো কিছুক্ষণ।

====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির

হাসিব এর ছবি

সেইরম হইছে ।


আমি এক গভীরভাবে অচল মানুষ
হয়তো এই নবীন শতাব্দীতে

অমি রহমান পিয়াল এর ছবি

আবার জিগায়

..................................

আমি মুঠোয় ধরে স্বপ্ন কিনি, মুঠোয় ভরে প্রেম...


তোর জন্য আকাশ থেকে পেজা
এক টুকরো মেঘ এনেছি ভেজা
বৃষ্টি করে এক্ষুনি দে তুই
বৃষ্টি দিয়ে ছাদ বানিয়ে শুই

ধুসর গোধূলি এর ছবি

- টেকনিক্যাল ভুল ধরি?
কইলজা আর হার্ট কি এক জিনিষ? চোখ টিপি
_________________________________
<সযতনে বেখেয়াল>

সুজন চৌধুরী এর ছবি

মাপ কৈরা দেন।
পেন্সিল ফসকে বের হয়ে গেছে।
____________________________
লাল গানে নীল সুর হাসি হাসি গন্ধ......

হিমু এর ছবি

সাপ্তাহিক কার্টুন চাই। নইলে ক্ষমা নাই।

রীতিমতো সেইরকম হয়েছে!


হাঁটুপানির জলদস্যু

ঝরাপাতা এর ছবি

দারুন তো। সাপ্তাহিক কার্টুনের আব্দার তো রইল সেই সাথে নিত্য নতুন ব্লগ ব্যানারের।
_______________________________________
রোদ্দুরেই শুধু জন্মাবে বিদ্রোহ, যুক্তিতে নির্মিত হবে সমকাল।


বিকিয়ে যাওয়া মানুষ তুমি, আসল মানুষ চিনে নাও
আসল মানুষ ধরবে সে হাত, যদি হাত বাড়িয়ে দাও।

ফারুক হাসান এর ছবি

অসাধারণ হয়েছে। এইখানে সবাই আপনারা এত প্রতিভাময়ী কেন!

সুজন চৌধুরী এর ছবি

স্বাগতম ফাহা ।
আমি প্রবলভাবে পুরুষ !

____________________________
লাল গানে নীল সুর হাসি হাসি গন্ধ......

অরূপ এর ছবি

গড়াগড়ি দিয়া হাসি

হিমু এর ছবি

হাতে আর মাত্র ৬ দিন। খুব খিয়াল কইরা।


হাঁটুপানির জলদস্যু

উৎস এর ছবি

হিমু একটা কমিক সিরিজের প্ল্যান করি আসো। বাঘা একজন কার্টুনিস্ট আছে যখন।

সুজন চৌধুরী এর ছবি

আইডিয়াটা ভালো।
আমি ১টা কমিক-স্ট্রীপ প্ল্যান করছিলাম।
তবে খুবই ভাল হয় যদি ২/৩ জন মিলে গল্প তৈরী করা যায়। বাংলা সাহিত্যে কমিক এখনও দূ্র্বল---বিরলও বটে।
____________________________
লাল গানে নীল সুর হাসি হাসি গন্ধ......

হিমু এর ছবি

আমি রাজি। কবুল। আর কী বলতে হবে বলেন।

কমিক স্ট্রিপ নিশ্চয়ই একটা নির্দিষ্ট চরিত্রভিত্তিক হবে? দুই বা তিন টুকরোর সমন্বয়ে বেরোবে (ন্যান্সি আর পীনাটস চোখের সামনে ভাসছে)। আমাদের চেনা বাঙালি জীবনকে চোলাই করে হবে নিশ্চয়ই?

ওফফ ... খুবই ভালো হয় একটা কমিক স্ট্রিপ শুরু হলে! একদম সেইরকম!


হাঁটুপানির জলদস্যু

সুজন চৌধুরী এর ছবি

হীমুদা আমার ১টাই শর্ত চরিত্র হতে হবে প্রবলভাবে বাঙ্গালী।
____________________________
লাল গানে নীল সুর হাসি হাসি গন্ধ......

উৎস এর ছবি

হিমু একটা হালকা ফ্রেমওয়ার্ক দাও কাহিনী কিরকম হতে পারে। হয়তো কয়েকটা iteration লাগবে। গ্রুপ পোস্ট শুরু করবো?

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি

বাহ দারুন দারুন!!
====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির

নজমুল আলবাব এর ছবি

জোশ... কমিকের লাইগা অগ্রিম হাসি

আরশাদ রহমান এর ছবি

কলিজা চিপরানো/ হৃদয় নিঙরানো ভালোবাসা আমারো।

ঝরাপাতা এর ছবি

হুম একদম বাঙালি। মালকোচা মেরে লুঙ্গি পরে এমন।
_______________________________________
রোদ্দুরেই শুধু জন্মাবে বিদ্রোহ, যুক্তিতে নির্মিত হবে সমকাল।


বিকিয়ে যাওয়া মানুষ তুমি, আসল মানুষ চিনে নাও
আসল মানুষ ধরবে সে হাত, যদি হাত বাড়িয়ে দাও।

কেমিকেল আলী এর ছবি

প্রথমে আমি ভাবছি এইটা হয়ত আপনি কোন ভাবে সংগ্রহ করেছেন। মন্তব্যগুলো পড়ে তো পুরা পাংখা হয়ে গেলাম।

হিমু ভাইয়ের সাথে একমত - নিয়মিত চাই, নইলে ক্ষমা নাই!!!!!

তারেক এর ছবি

অসাধারণ হইছে!

_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে

দ্রোহী এর ছবি

কমিক স্ট্রীপ চাই, জলদি চাই। উৎস নির্মিত সামাজিক ছবি চাই।

বস, পরের ছবিটা কম্পু আঁইক্যা হাতে রং কইরা পোষ্ট কইরেন!! হাসি
__________
কি মাঝি? ডরাইলা?

মাশীদ এর ছবি

আর রে জোশ!
আমারো আবদার - কমিক স্ট্রীপ চাই!


ভাল আছি, ভাল থেকো।


ভাল আছি, ভাল থেকো।

ইশতিয়াক রউফ এর ছবি

আমার বন্ধু পুরুজিত পাশ থেকে বললো, 'বলতেছে কলিজা চিপরানো, কিন্তু চিপতেছে হার্ট!'...

সুজন চৌধুরী এর ছবি

হ্যা এইটা আসলে ভুল হয়ে গেছে।
আইডিয়াটা মাথায় আশার পর আর খেয়াল করিনি
এডিটও করা হয়নি।

____________________________
লাল গানে নীল সুর হাসি হাসি গন্ধ......

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।