'দাদৈতিহাসিক ' একটি প্রাগৈতিহাসিক চিত্র-প্রকল্প। এর সাথে বর্তমান কালের কোন ঘটনা,রটনা বা চরিত্রের কোন সম্পর্ক নেই। তারপরও যদি কেউ কোন মিল পান তা নিতান্তই কালের বিভ্রম বা কাকতালিয়।
দাদৈতিহাসিকের পটভূমি এবং এর চরিত্রগুলো সম্পর্কে জানতে
হলে দাদুস্কোপ-১ ও দাদুস্কোপ-২ লিংকে দেখুন।
মন্তব্য
চরম!
-----------------------
আমাকে নিঃশব্দে অনুসরণ করে একটা নদী-
সাথে নিয়ে একটা পাহাড় আর একটা নিঃসঙ্গ মেঘ।
আপনে মহান! আপনার জন্য উত্তম জাঝা
-------------------------------------
রামছাগলের সামনে, খচ্চরের পেছনে আর নির্বোধের ধারেকাছে না থাকাই শ্রেয়!
!
হাঁটুপানির জলদস্যু
আমি ও আমার স্বপ্নেরা লুকোচুরি খেলি
আবার লিখবো হয়তো কোন দিন
দাদা বিলাঈ কী কয়?
____________________________
লাল গানে নীল সুর হাসি হাসি গন্ধ......
লাল গানে নীল সুর, হাসি হাসি গন্ধ
ঠিকাছে।
জব্বর!!
ভাল আছি, ভাল থেকো।
ভাল আছি, ভাল থেকো।
একদম ডি লা গ্র্যান্ডি !!!
______ ____________________
suspended animation...
ইয়াক-ইয়াক !!!
____________________________
লাল গানে নীল সুর হাসি হাসি গন্ধ......
লাল গানে নীল সুর, হাসি হাসি গন্ধ
- (বেড়াল) করে ক্যামনে?
_________________________________
<সযতনে বেখেয়াল>
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কর্মকাণ্ড । বিএসএফ ক্রনিক্যালস ব্লগ
খোমাটা ক্যামনে কি?
সিরাম হইছে সুজন্দা....................
কি মাঝি? ডরাইলা?
অসাধারণ। বিশেষ করে ২য় টা। প্রথম দিকের পর্বগুলো আরেকটু বড় করলে ভাল হত মনে হয়। আমজনতার জন্য খেই পাওয়া সহজ হত।
আমরা এটাকে স্ট্রিপ-কমিকের মতো করে এগুচ্ছি।
বড় করে পড়ে করবো যখন চরিত্রগুলো সবার চেনা হয়ে যাবে।
এই জন্যই দাদুস্কোপের ব্যাক -আপটাকে লিংক হিসাবে দেয়া।
____________________________
লাল গানে নীল সুর হাসি হাসি গন্ধ......
লাল গানে নীল সুর, হাসি হাসি গন্ধ
চরম
-----------------------------------
মানুষ এখনো বালক,এখনো কেবলি সম্ভাবনা
ফুরোয়নি তার আয়ু
-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।
সেরম! সুজন'দা, জলদি জলদি পরেরটা দেন। গ্যাপ বেশি হয়ে যাচ্ছে
ব্লগস্পট | অর্কুট | ফেসবুক | ইমেইল
চেষ্টা করছি দাদা।
____________________________
লাল গানে নীল সুর হাসি হাসি গন্ধ......
লাল গানে নীল সুর, হাসি হাসি গন্ধ
যাক ভালোই চলছে।
সবগুলো হলে ভালো একটা জিনিস হবে।
শুভেচ্ছা।
-----------------------------------------------
খড়বিচালি জোগাড় করি, ঘর বানাবো আসমানে
-----------------------------------------------
মানুষ যদি উভলিঙ্গ প্রাণী হতো, তবে তার কবিতা লেখবার দরকার হতো না
ধন্যবাদ বিগ সি।
হিমু আর আমি সত্যিই খুব সিরিয়াসলি নিয়েছি দাদৈতিহাসিক-টাকে।
____________________________
লাল গানে নীল সুর হাসি হাসি গন্ধ......
লাল গানে নীল সুর, হাসি হাসি গন্ধ
সেই জন্যই কি চার ডিজিটের সংখ্যা? ৯৯৯৯ পর্যন্ত গেলে খুব মজা হইব
==============================
আমিও যদি মরে যেতে পারতাম
তাহলে আমাকে প্রতি মুহূর্তে মরে যেতে হত না।
গুরু, দাদৈতিহাসিক ০০০৩ কই?
কি মাঝি? ডরাইলা?
নতুন মন্তব্য করুন