'দাদৈতিহাসিক ' একটি প্রাগৈতিহাসিক চিত্র-প্রকল্প। এর সাথে বর্তমান কালের কোন ঘটনা,রটনা বা চরিত্রের কোন সম্পর্ক নেই। তারপরও যদি কেউ কোন মিল পান তা নিতান্তই কালের বিভ্রম বা কাকতালিয়।
দাদৈতিহাসিকের পটভূমি এবং এর চরিত্রগুলো সম্পর্কে জানতে
হলে দাদুস্কোপ-১ ও দাদুস্কোপ-২ লিংকে দেখুন।
মন্তব্য
হাঃ হাঃ হাঃ
সেইরকম - পুরা মুখফোড় হয়েছে!! নেংটিকে আমরা যাদুঘরে পাঠাবোই পাঠাবো।
কি মাঝি? ডরাইলা?
পাঠাবোই পাঠাবো। এই বিষয়ও ১টা গল্প হবে।
____________________________
লাল গানে নীল সুর হাসি হাসি গন্ধ......
লাল গানে নীল সুর, হাসি হাসি গন্ধ
হাঁটুপানির জলদস্যু
এইটা জব্বর হইসে!
আরে সাবাস সুজন্দা!
এইটা ফাটাফাটি!!!!!!
ভাল আছি, ভাল থেকো।
ভাল আছি, ভাল থেকো।
কার্টুন আঁকার হাত আপনার সত্যিই চমৎকার!
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু?
সন্ন্যাসী ভাই ধন্যবাদ।
আসলে ভালো গল্প হলে ছবি এমনিই ভালো হয়। এইক্ষেত্রে হিমুর কৃতিত্বটাই বেশী।
____________________________
লাল গানে নীল সুর হাসি হাসি গন্ধ......
লাল গানে নীল সুর, হাসি হাসি গন্ধ
যথারীতি সুপার্ব ।
আচ্ছা, ইমেজটাকে কি আরো স্বাস্থ্যবতী করা যায়না? তাহলে ক্লিক করে স্ফীত না করেই পড়া যেতো ।
-----------------------------------
মানুষ এখনো বালক,এখনো কেবলি সম্ভাবনা
ফুরোয়নি তার আয়ু
-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।
আসলে সমস্যাটা হলো আমি কম জায়গা নিয়ে আঁকতে পারছিনা বরং প্রতিটা গল্পই আগের চেয়ে বেশী জায়গা নিচ্ছে,দেখি মামুদার সাথে কথা বলে কি করা যায়।
____________________________
লাল গানে নীল সুর হাসি হাসি গন্ধ......
লাল গানে নীল সুর, হাসি হাসি গন্ধ
জোশ!
===========================
পান্ডুলিপি পোড়ে না। -- বুলগাকভ (মাস্টার এন্ড মার্গেরিটা)
পান্ডুলিপি পোড়ে না। -- বুলগাকভ (মাস্টার এন্ড মার্গেরিটা)
এইটা ফাটাফাটি হইছে।
====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির
নেংটি সংস্কার!!! হা...হা...হা...
একটা ঘাড় ভাঙা ঘোড়া, উঠে দাঁড়ালো
একটা পাখ ভাঙা পাখি, উড়াল দিলো...
জব্বর!!
-----------------------------------------------
খড়বিচালি জোগাড় করি, ঘর বানাবো আসমানে
-----------------------------------------------
মানুষ যদি উভলিঙ্গ প্রাণী হতো, তবে তার কবিতা লেখবার দরকার হতো না
ধন্যবাদ সবাইকে আর লগে বোনাস ঈদ মোবারক।
____________________________
লাল গানে নীল সুর হাসি হাসি গন্ধ......
লাল গানে নীল সুর, হাসি হাসি গন্ধ
'কীভাবে' আর 'পুরনো' করে দেওয়া যায় না?
নতুন মন্তব্য করুন