আয় তোর মুণ্ডুটা দেখি ফুটোস্কোপ দিয়ে - ১

সুজন চৌধুরী এর ছবি
লিখেছেন সুজন চৌধুরী (তারিখ: সোম, ০২/০৭/২০০৭ - ১১:৪৯পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

আসলে বেশ আগের করা ক্যারিকেচার, সামান্য রিটাচ করে দিলাম।
এক সময় খুব ক্যারিকেচার করতাম,বন্ধুরাই আক্রান্ত হতো বেশী। তবে পরে ডেইলী স্টার পত্রিকার বদান্যতায় ওরা বেঁচে যায়।
এখন বিভূঁয়ে অফিসের কলিগরা আক্রান্ত। এগুলোই ভাবছি " আয় তোর মুণ্ডুটা দেখি ফুটোস্কোপ দিয়ে " নামে সিরিজ করে আপলোড দিবো।


মন্তব্য

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি

কঠিন এস ইউজুয়্যাল। উপরে ঝুলিয়ে দেব কিনা ভাবছি। চিন্তিত
====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির

সুজন চৌধুরী এর ছবি

মামু দা কার্টুনিস্ট হিসাবে ১টা স্পেস পাইলে খারাপ না। মানে হীমু আর উৎসর সঙ্গে কার্টুন-স্ট্রীপের গল্প-সংক্রান্ত ১টা ষড়যন্ত্র করব ভাবছিলাম।

____________________________
লাল গানে নীল সুর হাসি হাসি গন্ধ......

দ্রোহী এর ছবি

ওরে!!!!!!! মাঝি ডরাইছে মানে, এক্কেরে শ্যাষ!!!
__________
কি মাঝি? ডরাইলা?

আরিফ জেবতিক এর ছবি

সাধু,সাধু!!

-----------------------------------
কিস্তিমাতের যুদ্ধ শেষে,সাদাকালো ঘুটিগুলো এক বাক্সেই ফেরত যাবে...

উৎস এর ছবি

খাইছে, শুধু তো আপনার কার্টুন দেখার জন্য ঘন্টায় ঘন্টায় লগইন করতে হবে।

সৌরভ এর ছবি

সবার দারুণ লেখাগুলো পড়ার সময় পাচ্ছিনা, সেই দুষ্ক এই একটা জটিল জিনিষে উঁবে যাচ্ছে।

------ooo0------
বিবর্ণ আকাশ এবং আমি ...


আবার লিখবো হয়তো কোন দিন

দৃশা এর ছবি

খালেদা নানীর যতবড় ঠোঁট আকঁছেন এক লিপস্টিকতো মনে হয় একদিনে শেষ হয়.........তয় জটিল।

দৃশা

কর্ণজয় এর ছবি

mone pore gelo

সুমন চৌধুরী এর ছবি

কারে? দেঁতো হাসি
.......................................
ঋণম্ কৃত্বাহ ঘৃতম্ পীবেৎ যাবৎ জীবেৎ সুখম্ জীবেৎ

সুজন চৌধুরী এর ছবি

হুম !
আমি তো ভুলতেই পারি না।
___________________________
লাল গানে নীল সুর হাসি হাসি গন্ধ......

অছ্যুৎ বলাই এর ছবি

চশমাটা জোশ হইছে।

---------
চাবি থাকনই শেষ কথা নয়; তালার হদিস রাখতে হইবো

হাসিব এর ছবি

ব্লগারদের ক্যারিকেচার বানানো শুরু করেন । জমবে ভালো । সবসময় সিরিয়াস আলোচনার পাশাপাশি কিছু আনন্দ বিনোদনও থাকা উচিত । দেখি একটা ফটুক খুইজা আমার প্রফাইলে এ্যাড দিমুনে ।


আমি এক গভীরভাবে অচল মানুষ
হয়তো এই নবীন শতাব্দীতে

সুজন চৌধুরী এর ছবি

এই রকম ১টা আইডিয়া মাথায় আছে।
তবে ফটো জোগার করাটা মুশকিল।
আপনারা সহযোগীতা করলে ভাল হয়।
____________________________
লাল গানে নীল সুর হাসি হাসি গন্ধ......

ঝরাপাতা এর ছবি

কই জানি দেখছিলাম। যুগান্তরে নাকি? ব্লগটা বৈচিত্রময় না হয়ে যাবে কই।

অনেকে আছেন ভালো কোলাজ করতে পারেন। তারও এগিয়ে আসুন।
_______________________________________
রোদ্দুরেই শুধু জন্মাবে বিদ্রোহ, যুক্তিতে নির্মিত হবে সমকাল।


বিকিয়ে যাওয়া মানুষ তুমি, আসল মানুষ চিনে নাও
আসল মানুষ ধরবে সে হাত, যদি হাত বাড়িয়ে দাও।

সুজন চৌধুরী এর ছবি

ডেইলী স্টার ছাড়া আমি কোথাও কার্টুন করি নাই। এটাই যদি দেখে থাকেন তবে স্টারেই দেখেছেন।
____________________________
লাল গানে নীল সুর হাসি হাসি গন্ধ......

হাসান মোরশেদ এর ছবি

একটা কিছু ক গোলাপী, একটা কিছু কর!
-----------------------------------
'পড়ে রইলাম বিধির বামে,ভুল হলো মোর মুল সাধনে'

-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।

সুজন চৌধুরী এর ছবি

কথা কইবো কী---গোলাপী এখন ড্রেনে।

____________________________
লাল গানে নীল সুর হাসি হাসি গন্ধ......

হিমু এর ছবি

কমিক স্ট্রিপ শিগগীরই নামাতে হবে। মুখা কই? কাজের সময় তাকে পাওয়া যায় না কেন? আদমচরিতটা বেশ কমিকোপযোগী ছিলো।


হাঁটুপানির জলদস্যু

সুজন চৌধুরী এর ছবি

হিমু,ঝেড়ে কাশেন।
____________________________
লাল গানে নীল সুর হাসি হাসি গন্ধ......

হযবরল এর ছবি

আহা । আমাদের কার্টুনিস্ট পেয়ে গেছি আমরা। ইউদেরজো এবং গোচিনি'র পদাঙ্ক অনুসরণ করে সচলায়তনে হয়ে যাক নতুন প্রজন্মের কমিক্সের জন্ম।

গ্রিটিংস সুজন চৌধুরী।

সুজন চৌধুরী এর ছবি

হযবরল
আপনার মুখে ফুল চন্দন পরুক।
ইউদেরজো এবং গোসিনি আমার গুরুস্থানীয়---
তাদের স্মরণ করে যদি বাংলা সাহিত্যে কমিকের স্থান হয় তবে সেটা হবে খুবই আনন্দের বিষয়।
____________________________
লাল গানে নীল সুর হাসি হাসি গন্ধ......

হিমু এর ছবি

ফুসফুস উগড়ে দিতে চাই কাশতে কাশতে।

আচ্ছা, একটা প্রাগৈতিহাসিক হান্টার-গ্যাদারার পরিবারকে নিয়ে কমিক স্ট্রিপ করা যায় না? আমাদের এখনকার জীবনটাকে চিপে সেই রস ওদের ভেতরে ঢাললে কেমন হয়?

সেই প্রাগৈতিহাসিক গোষ্ঠী চড়ে বেড়াবে খাবারের খোঁজে। প্রেম করবে, শিকার করবে, পলিটিক্স করবে। সেখান ছাগল থাকবে, ম্যামথ থাকবে, থাকবে বল্লমনির্মাতা থেকে শুরু করে সুফি আদিম মানুষ।

কমিক স্ট্রিপের নাম দেয়া যেতে পারে ... সবার কাছ থেকে পরামর্শ নিয়ে।

কেমন হয়?


হাঁটুপানির জলদস্যু

সুজন চৌধুরী এর ছবি

ভয়ংকর রকমের চমৎকার আইডিয়া।
এবার থেকে মুখে হাত দিয়ে কাশেন।সবার গায়ে ছিটা না লাগানোই ভালো।
____________________________
লাল গানে নীল সুর হাসি হাসি গন্ধ......

হযবরল এর ছবি

সেই প্রগৌতিহাসিক ফ্যামিলিতে ডান-বাম গ্রুপিং থাকবে, ব্যাংক থাকবে , ঋণ খেলাপী থাকবে, ডাঃ ইউনুস থাকবে......

চমৎকার আইডিয়া।

ধুসর গোধূলি এর ছবি

- সবই যখন থাকবো, তাইলে একটা ব্লগিং প্লাটফরম ও দিয়া দিয়েন। বেচারারা রাজনীতি থেকে প্রেম- সবই যখন করবো তখন ব্লগিং করতে দোষ কি? আরও ভালো হয় কোন হুজুর-সূফী সেইখান থেকে কোন ললনার প্রেমে হাবুডুবু খাওয়া শুরু করলো, ইত্যাদি।
_________________________________
<সযতনে বেখেয়াল>

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।