২০ | লিখেছেন পুতুল (তারিখ: শুক্র, ২৬/১০/২০০৭ - ৬:৫৩অপরাহ্ন)
জিনিস একখান বানাইছেন ভাই। কয়েকবার দেখার পরে বুঝলাম ঘটনা কি! আর হাসি আটকাতে পাড়লামনা। হয়ত রাজাকারদের বক্তব্য তাই মিন করে। সব সরকার রাজাকারদের এত তেল কেন দেয়? বেশী খোলসা কইরা ফালাইছি? ঠিক আছে আর কমুনা "যে দেশে রাজাকার বড়"।
মন্তব্য
অসাধারণ কাজ। মুগ্ধ হলাম।
-----------------------------------------------
ছি ছি এত্তা জঞ্জাল!
শুরুতেই ১টা ভুল হয়ে গেছে, এটা আসলে যৌথ-কর্ম ।
আইডিয়াটা আদাবরের আজাদের। আমি নিতান্তই রঙ মাখাইছি।
____________________________
লাল গানে নীল সুর হাসি হাসি গন্ধ......
লাল গানে নীল সুর, হাসি হাসি গন্ধ
ইয়া হাবিবি!!
জটিলম্বর হইছে!!
--বাপ্পী
সুজন'দা একটা জিনিস!
ভালবাসি, ভালবাসি, ভালবাসি তোমায়!
ব্লগস্পট | ফেসবুক | ইমেইল
জিনিস এবং জিনিয়াস-এ পার্থক্য কি?
-----------------------------------------------
ছি ছি এত্তা জঞ্জাল!
পার্থক্য মোটে একটা "য়া" যেটা জিনিসে উহ্য থাকে
ভালবাসি, ভালবাসি, ভালবাসি তোমায়!
ব্লগস্পট | ফেসবুক | ইমেইল
এইক্ষেত্রে আদাবরের আজাদটা ১টা জিনিস।
____________________________
লাল গানে নীল সুর হাসি হাসি গন্ধ......
লাল গানে নীল সুর, হাসি হাসি গন্ধ
ছাতা হাতে এডা আমগো মাছুদ নি!!!
অন্ধকারের উতস হতে উতসারিত আলো
আরে না, হে কুটের উপরে জাইঙ্গা পিনবো ক্যা?
এ্যাইডা আমগো পরা-মানিক।
____________________________
লাল গানে নীল সুর হাসি হাসি গন্ধ......
লাল গানে নীল সুর, হাসি হাসি গন্ধ
অসামান্য!
মাথা আউলায়া আছে।
আবার লিখবো হয়তো কোন দিন
দ্যাখছোনি !!!
কারবারটা কি !!
..হৃদি ভেসে যায় অলকানন্দার জলে...
হ দাদা দ্যাখলাম।
জটিল হইছে।
==============================
আমিও যদি মরে যেতে পারতাম
তাহলে আমাকে প্রতি মুহূর্তে মরে যেতে হত না।
হা হা হা বরবাদ !!
_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে
_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে
জলপাই অন্তর্বাসের দাম কতো? পাওয়া যায় কোথায়?
আমাদের চিন্তাই আমাদের আগামী: গৌতম বুদ্ধ
একটা ঘাড় ভাঙা ঘোড়া, উঠে দাঁড়ালো
একটা পাখ ভাঙা পাখি, উড়াল দিলো...
জলপাই আচার পরিমান-মতো চাটলে ১খান জাইঙ্গা পাইতে পারেন।
তারপর দ্যাখাইবেন ক্ষ্যাম্তা কারে কয়।
তয় শর্ত ১খান পড়তে হৈবো প্যান্টের উপরে।
____________________________
লাল গানে নীল সুর হাসি হাসি গন্ধ......
লাল গানে নীল সুর, হাসি হাসি গন্ধ
জিনিস একখান বানাইছেন ভাই। কয়েকবার দেখার পরে বুঝলাম ঘটনা কি! আর হাসি আটকাতে পাড়লামনা। হয়ত রাজাকারদের বক্তব্য তাই মিন করে। সব সরকার রাজাকারদের এত তেল কেন দেয়? বেশী খোলসা কইরা ফালাইছি? ঠিক আছে আর কমুনা "যে দেশে রাজাকার বড়"।
**********************
ছায়াবাজি পুতুলরূপে বানাইয়া মানুষ
যেমনি নাচাও তেমনি নাচি, পুতুলের কী দোষ!
!কাশ বনের বাঘ!
ঠিক।
____________________________
লাল গানে নীল সুর হাসি হাসি গন্ধ......
লাল গানে নীল সুর, হাসি হাসি গন্ধ
কোপা সামসু , কোপা ......
অলমিতি বিস্তারেণ
অলমিতি বিস্তারেণ
সেইরকম হইছে!
জলপাই + জামাত = বিষাক্ত কেমিস্ট্রি।
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু?
নতুন মন্তব্য করুন