কিছু কিছু শব্দ আছে যাদের কথা মনে আসলেই
বিষন্ন মেঘগুলো মূহুর্তেই উধাও হয়ে যায়।
এই যেমন ' কোমল গান্ধার ' শব্দটি মনে আসাতেই
কোথায় যেন বেজে উঠল তানপুরা, কিংবা সন্তুর অথবা এসরাজ।
ব্যাথাতুর সুরগুলোকে তখন খুব আপন মনে হয়।
কখনও কখনও পড়তে পড়তে কয়েকটা অক্ষর
বইয়ের পাতায় বিদ্যুতের মত চমক দিয়ে যায়।
যেমন ' ল ' বর্ণটি দেখলেই মনে হয়
সারা ঘরময় খিলখিল করে হেসে হেসে
লাল কোন বলের পিছু ছুটছে অপাপবিদ্ধ এক শিশু।
কোন কোন ফুলের নাম হঠাৎ করে কানে এলে
মূহুর্তেই ঋতু বদলে যায়, ফিরে আসে প্রথম যৌবনের ঘ্রাণ
কদম হয়তোবা কাশ
কপাল গড়িয়ে পড়া ঘামে তখন বৃষ্টির ছোঁয়া
আর অবসন্ন সন্ধ্যায় মনে পড়ে অপু-দূর্গার প্রথম ট্রেণ দেখা।
এরকম অজস্র শব্দ লুকোচুরি খেলে মনের ভেতরে,
তোমার কথা ভাবলেই খোপ থেকে
একে একে তারা সব বেরিয়ে পড়ে।
মন্তব্য
''কদম হয়তোবা কাশ
কপাল গড়িয়ে পড়া ঘামে তখন বৃষ্টির ছোঁয়া
আর অবসন্ন সন্ধ্যায় মনে পড়ে অপু-দূর্গার প্রথম ট্রেণ দেখা''-এইটুকু বাঁধিয়ে রাখার মতন। লিখে যান।
Jawad
ধন্যবাদ।
অন্ধকার এসে বিশ্বচরাচর ঢেকে দেওয়ার পরেই
আমি দেখতে পাই একটি দুটি তিনটি তারা জ্বলছে আকাশে।।
বাহ
----------------------------------------------------------------------------------------------
"একদিন ভোর হবেই"
অন্ধকার এসে বিশ্বচরাচর ঢেকে দেওয়ার পরেই
আমি দেখতে পাই একটি দুটি তিনটি তারা জ্বলছে আকাশে।।
আমি কবিতা তেমন বুঝিনা, কিন্তু এই লাইন কয়টা পড়ে মনে হল "আহা!"
-----------------------------------------------------------------------------------------------------------------
যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চল রে
অনেক কবিতাই আসলে ইদানিং আর বুঝিনা। মাঝে মাঝে একটি লাইন বা একটি শব্দের জন্যও একেকটা কবিতাকে মধুময় মনে হয়। ধন্যবাদ।
অন্ধকার এসে বিশ্বচরাচর ঢেকে দেওয়ার পরেই
আমি দেখতে পাই একটি দুটি তিনটি তারা জ্বলছে আকাশে।।
সুমাদ্রি ভাই, অনেক ভালো লিখেছেন
ধন্যবাদ
অন্ধকার এসে বিশ্বচরাচর ঢেকে দেওয়ার পরেই
আমি দেখতে পাই একটি দুটি তিনটি তারা জ্বলছে আকাশে।।
বাহ!
-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.--.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.
সকল লোকের মাঝে বসে, আমার নিজের মুদ্রাদোষে
আমি একা হতেছি আলাদা? আমার চোখেই শুধু ধাঁধা?
ধন্যবাদ।
অন্ধকার এসে বিশ্বচরাচর ঢেকে দেওয়ার পরেই
আমি দেখতে পাই একটি দুটি তিনটি তারা জ্বলছে আকাশে।।
বাহ! আজকাল দেখি উর্দি পরা মানুষজন কোবতেও লিকে
বানান ঠিকাছে? ব্যথাতুর হইবে না?
"মান্ধাতারই আমল থেকে চলে আসছে এমনি রকম-
তোমারি কি এমন ভাগ্য বাঁচিয়ে যাবে সকল জখম!
মনেরে আজ কহ যে,
ভালো মন্দ যাহাই আসুক-
সত্যেরে লও সহজে।"
কেনরে, উর্দিপরা একজনই তো লিখেছিল ' pour mon papillon'
অন্ধকার এসে বিশ্বচরাচর ঢেকে দেওয়ার পরেই
আমি দেখতে পাই একটি দুটি তিনটি তারা জ্বলছে আকাশে।।
এটুকুন বলতে পারি, কবিতাটা ভালো লাগছে ভীষণ।
ডাকঘর | ছবিঘর
ধন্যবাদ, আপনার ফোটোগ্রাফি আসেনা অনেকদিন।
অন্ধকার এসে বিশ্বচরাচর ঢেকে দেওয়ার পরেই
আমি দেখতে পাই একটি দুটি তিনটি তারা জ্বলছে আকাশে।।
কদম হয়তোবা কাশ
কপাল গড়িয়ে পড়া ঘামে তখন বৃষ্টির ছোঁয়া
সুন্দর
কড়িকাঠুরে
ভালো লাগল।
facebook
চমৎকার কবিতা।
অসাধারন লাগল।
চমৎকার।
কিন্তু 'ট্রেণ' আর 'ট্রেন' কোনটা ঠিক গুলিয়ে গেল।
চমৎকার লিখেন আপনি!
------------------------
[ওয়েবসাইট] [ফেইসবুক] [ফ্লিকার ]
চলুক, সুমাদ্রী।
লেখা পাঠানোর কথা কি ভুলে গেলেন?
নতুন মন্তব্য করুন