কোমল গান্ধার

সুমাদ্রী এর ছবি
লিখেছেন সুমাদ্রী (তারিখ: বিষ্যুদ, ৩১/০৫/২০১২ - ৬:৩৭পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

কিছু কিছু শব্দ আছে যাদের কথা মনে আসলেই
বিষন্ন মেঘগুলো মূহুর্তেই উধাও হয়ে যায়।
এই যেমন ' কোমল গান্ধার ' শব্দটি মনে আসাতেই
কোথায় যেন বেজে উঠল তানপুরা, কিংবা সন্তুর অথবা এসরাজ।
ব্যাথাতুর সুরগুলোকে তখন খুব আপন মনে হয়।
কখনও কখনও পড়তে পড়তে কয়েকটা অক্ষর
বইয়ের পাতায় বিদ্যুতের মত চমক দিয়ে যায়।
যেমন ' ল ' বর্ণটি দেখলেই মনে হয়
সারা ঘরময় খিলখিল করে হেসে হেসে
লাল কোন বলের পিছু ছুটছে অপাপবিদ্ধ এক শিশু।
কোন কোন ফুলের নাম হঠাৎ করে কানে এলে
মূহুর্তেই ঋতু বদলে যায়, ফিরে আসে প্রথম যৌবনের ঘ্রাণ
কদম হয়তোবা কাশ
কপাল গড়িয়ে পড়া ঘামে তখন বৃষ্টির ছোঁয়া
আর অবসন্ন সন্ধ্যায় মনে পড়ে অপু-দূর্গার প্রথম ট্রেণ দেখা।
এরকম অজস্র শব্দ লুকোচুরি খেলে মনের ভেতরে,
তোমার কথা ভাবলেই খোপ থেকে
একে একে তারা সব বেরিয়ে পড়ে।


মন্তব্য

অতিথি লেখক এর ছবি

''কদম হয়তোবা কাশ
কপাল গড়িয়ে পড়া ঘামে তখন বৃষ্টির ছোঁয়া
আর অবসন্ন সন্ধ্যায় মনে পড়ে অপু-দূর্গার প্রথম ট্রেণ দেখা''-এইটুকু বাঁধিয়ে রাখার মতন। লিখে যান।

Jawad

সুমাদ্রী এর ছবি

ধন্যবাদ।

অন্ধকার এসে বিশ্বচরাচর ঢেকে দেওয়ার পরেই
আমি দেখতে পাই একটি দুটি তিনটি তারা জ্বলছে আকাশে।।

অরফিয়াস এর ছবি

বাহ হাসি

----------------------------------------------------------------------------------------------

"একদিন ভোর হবেই"

সুমাদ্রী এর ছবি

হাসি

অন্ধকার এসে বিশ্বচরাচর ঢেকে দেওয়ার পরেই
আমি দেখতে পাই একটি দুটি তিনটি তারা জ্বলছে আকাশে।।

মরুদ্যান এর ছবি

এরকম অজস্র শব্দ লুকোচুরি খেলে মনের ভেতরে,
তোমার কথা ভাবলেই খোপ থেকে
একে একে তারা সব বেরিয়ে পড়ে।

আমি কবিতা তেমন বুঝিনা, কিন্তু এই লাইন কয়টা পড়ে মনে হল "আহা!" চলুক

-----------------------------------------------------------------------------------------------------------------
যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চল রে

সুমাদ্রী এর ছবি

অনেক কবিতাই আসলে ইদানিং আর বুঝিনা। মাঝে মাঝে একটি লাইন বা একটি শব্দের জন্যও একেকটা কবিতাকে মধুময় মনে হয়। ধন্যবাদ।

অন্ধকার এসে বিশ্বচরাচর ঢেকে দেওয়ার পরেই
আমি দেখতে পাই একটি দুটি তিনটি তারা জ্বলছে আকাশে।।

অমি_বন্যা এর ছবি

সুমাদ্রি ভাই, অনেক ভালো লিখেছেন গুরু গুরু

সুমাদ্রী এর ছবি

ধন্যবাদ হাসি

অন্ধকার এসে বিশ্বচরাচর ঢেকে দেওয়ার পরেই
আমি দেখতে পাই একটি দুটি তিনটি তারা জ্বলছে আকাশে।।

নীড় সন্ধানী এর ছবি

যেমন ' ল ' বর্ণটি দেখলেই মনে হয়
সারা ঘরময় খিলখিল করে হেসে হেসে
লাল কোন বলের পিছু ছুটছে অপাপবিদ্ধ এক শিশু।

বাহ! চলুক

‍‌-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.--.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.
সকল লোকের মাঝে বসে, আমার নিজের মুদ্রাদোষে
আমি একা হতেছি আলাদা? আমার চোখেই শুধু ধাঁধা?

সুমাদ্রী এর ছবি

ধন্যবাদ।

অন্ধকার এসে বিশ্বচরাচর ঢেকে দেওয়ার পরেই
আমি দেখতে পাই একটি দুটি তিনটি তারা জ্বলছে আকাশে।।

তারানা_শব্দ এর ছবি

বাহ! আজকাল দেখি উর্দি পরা মানুষজন কোবতেও লিকে খাইছে

ব্যাথাতুর

বানান ঠিকাছে? ব্যথাতুর হইবে না? চিন্তিত

"মান্ধাতারই আমল থেকে চলে আসছে এমনি রকম-
তোমারি কি এমন ভাগ্য বাঁচিয়ে যাবে সকল জখম!
মনেরে আজ কহ যে,
ভালো মন্দ যাহাই আসুক-
সত্যেরে লও সহজে।"

সুমাদ্রী এর ছবি

কেনরে, উর্দিপরা একজনই তো লিখেছিল ' pour mon papillon' চোখ টিপি

অন্ধকার এসে বিশ্বচরাচর ঢেকে দেওয়ার পরেই
আমি দেখতে পাই একটি দুটি তিনটি তারা জ্বলছে আকাশে।।

তাপস শর্মা এর ছবি

এটুকুন বলতে পারি, কবিতাটা ভালো লাগছে ভীষণ।

সুমাদ্রী এর ছবি

ধন্যবাদ, আপনার ফোটোগ্রাফি আসেনা অনেকদিন।

অন্ধকার এসে বিশ্বচরাচর ঢেকে দেওয়ার পরেই
আমি দেখতে পাই একটি দুটি তিনটি তারা জ্বলছে আকাশে।।

অতিথি লেখক এর ছবি

কদম হয়তোবা কাশ
কপাল গড়িয়ে পড়া ঘামে তখন বৃষ্টির ছোঁয়া

সুন্দর

কড়িকাঠুরে

তারেক অণু এর ছবি

ভালো লাগল। চলুক

কানিজ ফাতেমা এর ছবি

চমৎকার কবিতা। হাততালি

প্রদীপ্তময় সাহা এর ছবি

অসাধারন লাগল। হাততালি
চমৎকার।

কিন্তু 'ট্রেণ' আর 'ট্রেন' কোনটা ঠিক গুলিয়ে গেল।

ফাহিম হাসান এর ছবি

চমৎকার লিখেন আপনি!

সুমিমা ইয়াসমিন এর ছবি

চলুক, সুমাদ্রী। হাততালি
লেখা পাঠানোর কথা কি ভুলে গেলেন? চিন্তিত

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।