মৃত্যু হলেও মানুষ বেঁচে থাকে,
সাদা কাগজে
পেন্সিলে লেখা শব্দ ইরেজারে মুছলেও যেমন সে থেকে যায়।
অনেক দিন পর বাড়ি ফিরে গেলে দেখি কুপিবাতি নেই আর
আলো নিভে গেছে তার কোন বাতাসে
তবু দেয়ালে সে রেখে গেছে কালো দাগ।
মানুষের মৃত্যু ঘটে গেলেও গান রয়ে যায় হৃদয়ে
বহুদিন পর মরুভূমিতে বৃষ্টি হলে মনে হয়
পৃথিবীতে বর্ষা কোনদিন ফুরোয় না।
(এই লেখাগুলো ক'দিন আগে ফেসবুকে লিখেছিলাম। খুব ভোরে উঠে আজ ফেসবুকে চোখ বুলোতেই চোখে পড়ল খবরটা। একটা কেমন যেন অনুভূতি। মান্না দে মারা গেছেন জানলাম গত রাত তিনটায়। মানুষ মান্না দে পৃথিবীতে আর বেঁচে নেই। মনে হল একটা সঙ্গীত, একটা সময়কে প্রতিনিধিত্ব করতে থাকা শেষ শিল্পীটা চলে গেল। তাঁকে নিয়ে লিখব কী ভেবে পাচ্ছি না। শুধু কানে বাজে তাঁর অপূর্ব কণ্ঠস্বর। মনে পড়ে শত শত গান যা শুনে শুনে বড় হয়েছি। শ্রদ্ধা সুরের যাদুগরের প্রতি।)
মন্তব্য
অসাধারন । মৃত্যু নিয়ে এমন সুন্দর উপমা ভরা লেখা আমি খুব কম পড়েছি।
মাসুদ সজীব
শ্রদ্ধা
------------
'আমার হবে না, আমি বুঝে গেছি, আমি সত্যি মূর্খ, আকাঠ !
দুর্দান্ত!
____________________________________
যাহারা তোমার বিষাইছে বায়ু, নিভাইছে তব আলো,
তুমি কি তাদের ক্ষমা করিয়াছ, তুমি কি বেসেছ ভালো?
অসাধারন
____________________________
______________________________________
পথই আমার পথের আড়াল
মানুষটা চলেই গেল!
facebook
------------------------------------------------------------------------------------------------------------------------
আমি এক গভীরভাবে অচল মানুষ
হয়তো এই নবীন শতাব্দীতে
নক্ষত্রের নিচে।
--------------------------------------------------------
এক লহমা / আস্ত জীবন, / এক আঁচলে / ঢাকল ভুবন।
এক ফোঁটা জল / উথাল-পাতাল, / একটি চুমায় / অনন্ত কাল।।
এক লহমার... টুকিটাকি
অনেক পরে রাত দুপুরে,
পড়লে মনে এক ফাঁকে,
অশ্রু গড়াক দুয়েক ফোটা,
রাত বিরাতে কে দেখে!
তবে দাদা, কুপির নিচে,
সলতে দিয়ে তেল আসে,
তেল ফুরালে নিভবে কুপি,
যতই বাতাস থাক বসে।
অনেক দিনের উদাস ক্ষণে,
সঙ্গী ছিল যে তাঁর গান,
মনের মাঝে থাকবে বেঁচে,
যতই নিভুক দেহের প্রাণ।
নতুন মন্তব্য করুন