ঘুম ভেঙ্গে গেলে দেখি সকালটা একমনে বৃষ্টিতে ভিজে যাচ্ছে, কী মুগ্ধতা!
আবার কাল রাতে হঠাৎ দেখলাম এক আকাশ থেকে অন্য আকাশে তীর
ছুঁড়ে যাচ্ছে কোন এক অদৃশ্য যাদুগর, তখন মনে পড়ে মার্টিন লুথার কিং
' অন্ধকার নেমে এলেই তবে দেখা যায় আকাশ জুড়ে ফুটে আছে তারার মেলা'।
বলিষ্ঠ পায়ে হেঁটে চলে যায় সময়, বৃষ্টি আর বসন্ত, রৌদ্র আর শরৎ
মেটে খরগোশ, রাগী পাখি, রবীন্দ্রনাথ, কাগজের ফুল ওসব বোঝে না।
কোথাও কোন বিপ্লবের খবর নেই পৃথিবীতে, প্রেমের আকাল চলছে
শেষ কবে ঘুড়ি উড়িয়েছিলাম কিংবা লাটিম পকেটে নিয়ে ঘুরেছি পাড়া?
সুনামগঞ্জের হাওড়ে বিশাল চাঁদ ফুটে আছে জানালো মহীন একরাতে
তখন কেবলই দেখি হাঁটু ভাঙ্গার পাড়ে দাঁড়িয়ে আছে নিঃসঙ্গ ইণ্ডিয়ান গোত্রপতি
'এসব দেখে দেখে মহাকাল মুচকি হাসে' গীটার বাজিয়ে গান গায় ছেলেটি
বৃষ্টির ভেতরে এই ভোরে কে যেন ভাসালো একটি কাগজের নৌকা, মুগ্ধতা!
মন্তব্য
মুগ্ধ হওয়ার ক্ষমতাটুকু যে রয়েছে এটাই সুখের কথা। সপ্তাহভর বৃষ্টি মুগ্ধতা, বিহ্বলতায় বিপন্ন করে দিয়েছে। এই বিপন্নতাটুকু খুব প্রয়োজন।
_____________________
আমরা মানুষ, তোমরা মানুষ
তফাত শুধু শিরদাঁড়ায়।
দিব্যি লেখা। বিপ্লবের খবর ঠিক ই আসবে একদিন সেই আশাতেই ত বৃষ্টি ভেজা রাত।
আর লেখা দেখার আশায় রইলাম।
----------------------------------------------------
ইচ্ছে মত লিখি
http://icchemotolikhi.blogspot.in/2015/05/for-blogger-to-blogger.html
ইস! এটাতে 'অর্থহীন' ধরণের একটা সুর বসিয়ে গেয়ে ফেলা যায় না?
____________________________________
যাহারা তোমার বিষাইছে বায়ু, নিভাইছে তব আলো,
তুমি কি তাদের ক্ষমা করিয়াছ, তুমি কি বেসেছ ভালো?
মুগ্ধতা তৈরি হলো
দেবদ্যুতি
ভালো লাগলো
______________________________________
পথই আমার পথের আড়াল
বাহ, ভালো লাগলো। কাগজের নৌকা কেউ না কেউ ভাসাবেই, বৃষ্টিস্নাত ভোরে, সন্তর্পনে - মুগ্ধতা!
সুন্দর!
মুগ্ধতাই ত বাঁচিয়ে রাখে। অন্যথায়, শুধুই থাকা।
--------------------------------------------------------
এক লহমা / আস্ত জীবন, / এক আঁচলে / ঢাকল ভুবন।
এক ফোঁটা জল / উথাল-পাতাল, / একটি চুমায় / অনন্ত কাল।।
এক লহমার... টুকিটাকি
গম অইয়ে!
-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.--.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.
সকল লোকের মাঝে বসে, আমার নিজের মুদ্রাদোষে
আমি একা হতেছি আলাদা? আমার চোখেই শুধু ধাঁধা?
পারফেক্ট অসংলগ্ন কথা
_______________
আমার নামের মধ্যে ১৩
শেষ কবে ঘুড়ি উড়িয়েছিলাম কিংবা লাটিম পকেটে নিয়ে ঘুরেছি পাড়া? মাথার ভেতর লাইনটা ঘুরছে-তো ঘুরছেই!
আমাদের হারাধন দিনগুলি!
নতুন মন্তব্য করুন