চৌরঙ্গীর সন্ধ্যাগুলো

সুমন চৌধুরী এর ছবি
লিখেছেন সুমন চৌধুরী (তারিখ: রবি, ১১/১১/২০০৭ - ৩:৩৭পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

অনেক রকমফের ছিল চৌরঙ্গীর মোহনায় টপস্কার্ট থেকে শুরু করে জানালাওয়ালা সেমিজে লুঙ্গীতে, পয়তাল্লিশ ডিগ্রী কোণে সেটের অঙ্ক কষতে কষতে ঘনজ্যামিতির আশ্রয়ে ঝালমুড়ি ; সদ্য উপড়ানো তালের গুড়ি থেকে ক্যারা চেয়ে থাকে সকৌতুকে,মাঝে মাঝে শুকে দেখে ভুমিরূপ - ধুপ করে পিষে যাবার আগে একবার ঝেড়ে কেশেছিল কিনা দেখে নিতে একরাশ গালাগাল দিয়ে বেশ করে নিজ পাছা চাপড়ায় কেউ, মানিব্যাগ খুলে দেখে নেয় বিত্তি-বেসাদ - ও পেসাদ আর ছোঁবে না -বেশ কালোয়াতি করে দিব্যি দেয়া কেউ ফ্যাল ফ্যাল চেয়ে থাকে,অর্ধ -নিমাই চক্রে মিলায় তার এবং তার মামাসীর ফেউ; নেট ওয়ার্ক পাওয়া গেছে - প্রতিটি মহাপ্রাণ বর্ণের স্বাতন্ত্র্য লক্ষ্যবেদ শাস্ত্রের হিটে উত্তির্ণ হয় বরাবরের মতই বরাবরের চাইতে বেটার ফলাফলের পূণ্যার্থে- বাকিটুকু মুড়ে রেখে দেয় স্তানিস্লাভস্কির নাট্য পরিচালনার নির্ঘন্টে-তারপর কানপাখা মেলে উড়ে যায় বংশাই নদীর বাতাসে ; আকাশে তাল গোল পাকানো আবোল-তাবোলে হাফ শেড করে দেখে নেয় গ্রেট গীগ ইন দ্য স্কাই - প্রকান্ড হাই তুলে গিলে ফেলে ঝকমারি টপস্পিন - তিনটি জ্বলজ্বলে পথকে এককথায় বাতিল করে সোজাসুজি প্যারাস্যুটে চড়ে বসা , শুয়োপোকার পেলব ভালোবাসায়


মন্তব্য

??? এর ছবি

মন্তব্যের খাতা খালি ক্যান? সবাই কি প্রকাণ্ড হাই তুলে সুমন চৌধুরীর টপস্পিন গিলে ফেলে তারপর কানপাখা মেলে বংশাই নদীর বাতাসে বেড়াতে গেল নাকি? চিন্তিত
..............................................................
শুশুকের ভয়ে কাঁপতে কাঁপতে সাঁতরে এসেছি কুমীরে-ভরা নদী!

সুমন চৌধুরী এর ছবি

হাসি



ঋণম্ কৃত্বাহ ঘৃতম্ পীবেৎ যাবৎ জীবেৎ সুখম্ জীবেৎ

সবুজ বাঘ এর ছবি

মারহাবা

সুমন চৌধুরী এর ছবি

মটেন লেহ না ক্যা?



ঋণম্ কৃত্বাহ ঘৃতম্ পীবেৎ যাবৎ জীবেৎ সুখম্ জীবেৎ

শেখ জলিল এর ছবি

পয়তাল্লিশ ডিগ্রী কোণে সেটের অঙ্ক কষতে কষতে ঘনজ্যামিতির আশ্রয়ে ঝালমুড়ি...বেশ উপাদেয়!

যতবার তাকে পাই মৃত্যুর শীতল ঢেউ এসে থামে বুকে
আমার জীবন নিয়ে সে থাকে আনন্দ ও স্পর্শের সুখে!

সুমন চৌধুরী এর ছবি

শুক্রিয়া.....



ঋণম্ কৃত্বাহ ঘৃতম্ পীবেৎ যাবৎ জীবেৎ সুখম্ জীবেৎ

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।