টোপ দিলেই যে কেঁচো মাছ খেয়ে ফেলবে তার গ্যারান্টি কি? ৩

সুমন চৌধুরী এর ছবি
লিখেছেন সুমন চৌধুরী (তারিখ: বুধ, ২১/১১/২০০৭ - ৮:৪৭অপরাহ্ন)
ক্যাটেগরি:

তারপর সময় বরাবরের মতোই এলোমেলো। পৌণপুণিক ধরা খেতে খেতে একসময় প্ল্যান করাই বাদ দিলাম। সঞ্চয় বলতে ফেলে আসা সময়ের খাবলাখানেক টাস্কি। তাই থেকে পেটিবুর্জোয়া লবণ-চামচের আধপেটা চাখাচাখি।

৭৫০ একরের এমাথা ওমাথা অনেক হলো। বাকি থেকে গেল আসলে যা লিখতে চেয়েছিলাম। প্রতিটা মজমার তলানিতে থেকে যেত কেবল পরবর্তী মজমার স্বত্ত্ব, ইউক্যালিপটাসগুলোকে ক্ষণিক চৈতন্যপ্রভা দিয়ে উবে যেত বোধি। ফজিলতের উছিলা ফিরে ফিরে আসতো।

২২ ডিসেম্বর ১৯৯৯। এই তুচ্ছ রাতটি কেন স্মৃতিকামড়ে পড়ে আছে ভাবছিলাম। ভাবতে ভাবতে মনে পড়লো সেদিন কোন এক বিশেষ পূর্ণিমা ছিল। প্রচন্ড শীত। ক্যাম্পাসভরা লোক বিকাল থেকে। কিন্তু যোগাযোগপ্রমাদের কারণে আমাদের চক্রের কে কোথায় আছে বুঝতে পারছিলাম না। অঞ্জন বাড়ি চলে গেল মাথা ব্যাথা বলে। আস্তে আস্তে অন্ধকার হলো। মহাকাশ মিলনভাইরা সেন্ট্রাল মাঠে টেলিস্কোপ দিয়ে চাঁদ দেখাচ্ছিলেন। সেখানে বিশাল লাইন। আমি হন হন করে হেঁটে যাচ্ছিলাম ডেইরি থেকে প্রান্তিকের দিকে। সাথে আয়েশা,কৃতি কণিকা,শুভ,নোবেল আরো কে কে যেন। জাহানারা ইমাম পার হতে পাশে রিক্সা থামলো। সাকি ভাই আর রাহী। রাহী তখনো পরনে প্রতিচ্যমুখী। জানতো চাইলো বিশ্বজিত দাশরা কোথায়? বললাম আমরাও আসলে খুঁজছি। তারপর আরেক চক্কর ঘুরে অডিটোরিয়ামের রসায়ণভবনমুখী চিপার কাছাকাছি যেতেই বাঁশির সুর ভেসে এলো। সায়েম। ওর তখনো মোক্ষলাভ হয়নি। শামীম গাইছিল চিরদিন পুষলাম এক অচীন পাখী। প্লাস্টিকের ডিব্বায় তাল দিচ্ছিলেন রাজকুমার বিশ্বাস, তার সাথে বাবড়ি চুল নেড়ে সম্মতি দিচ্ছিল শশাঙ্ক আর বিশ্ব। মজলিস প্রায় ভরা। তারপরো বাকিদের স্থান হল চেপেচুপে। অবশিষ্ট তবারক সবার কপালে সমানভাবে জুটলো না। দুতিনজন বাদে কেউই সেখানে গায়ক নন। তবু গলা খুলে গেল। সায়েমের বাঁশির সাথে ধরলাম শ্যামরূপ ধরিয়া এসেছে মরণ । তারপর রাহী শুরু করলো দাড়িয়ে ধূম চলেছে বেচাকেনা । আরেকটু পরে যোগ দেয় ২৭তম ব্যাচের ছোটখাট সজল। সেদিনের মোটামুটি ৯৮% জুড়ে ছিলেন সাঈজী। জোৎস্নার আঁচে জঙ্গলের সাথে গুরুচন্ডালী দাড়িগোঁফ জীবন্ত হয়ে উঠছিল।

মেয়েরা উঠি উঠি করছিল। বহু তদবীর করেও খোঁয়াড়ে ঢোকার মেয়াদ রাত বারোটা থেকে এগোনো যায়নি। সাকি ভাই চলে গেলেন মিলনভাইদের মহাকাশ জটলায়। আমি মনখারাপ করে একদফা হলে ফিরলাম। ডেইরিতে খাবার শেষ। বি-ব্লকের ডাইনিং এর পাশ দিয়ে উঁকি মেরে দেখি কালুর মেসে তখনো ঘটিবাটি নড়ে। মিতভাষী প্রিন্স ভাত খাচ্ছিল চুপচাপ। আমার মিল দেওয়া ছিল না। কালু বললো তরকারি শেষ। শুধু ডাইল দিয়া মারেন। দোকান বন্ধ। ডিম নাই। একটু পরে কোত্থেকে একবাটি গিলা কলিজা আবিস্কার হলো। প্রিন্স হঠাৎ নিরবতা ভেঙে কুশল জিজ্ঞাসা করলো। বললাম ভালো। মৃদুস্বরে বলে, কছ কি! ভেবেছিলাম আমিই শেষ লোক। হলো না। বেসুরো কোরাসে দলছুট ভাজতে ভাজতে নির্মলেন্দু সিংহ, সাজ্জাদ আর সুমন্ত হাজির হলো। সুমন্ত আবার কাছ ঘেসে বসে জিজ্ঞাসা করলো, তোর কাছে সিগারেট আছে? সম্মতি দিলাম মাথা নেড়ে।

শীত হলেও সেদিন কুয়াশা ছিল না। বি-ব্লকের ছাদে একেবারে মাথার উপর বর্ধিত চান্দু। রাত তখন আড়াইটার মতো। সাজ্জাদের মেজাজ একটু বেশী ভালো। হেলেদুলে গিয়ে প্রিন্সের পেটে খোঁচা দিল। প্রিন্স মৃদূস্বরে বললো, কছ কি! সাজ্জাদ উচ্চকণ্ঠে পাঞ্জেরী শুরু করে হঠাৎ থেমে , একদিন এক সাধুর সাথে দেখা...মাঝরাস্তায় কয়, কছ কি! মাথায় আইডিয়া জ্বলে উঠলো। বর্ধিত জোৎস্নার আলোতে ষষ্ঠ পকেট থেকে বের করা নোটবইতে টুকলাম :

একদিন মনোবিকলন শেষে
গৃহত্যাগ করি
দেখি
পিপুলগাছের নীচে এক সন্যাসী
আমার চোখে চোখ রেখে বলে ,
কছ কি !


মন্তব্য

হাসিব এর ছবি

কুন কনিকার কথা কও ? ইকোনোমিক্সের ? ছাত্রদলের পুলাপাইন যার পিছে লাগছিলো ?

সুমন চৌধুরী এর ছবি

আরে না বাংলার। ২৭ তম ব্যাচ। ভালো কবিতা লেখে। নারায়ণগঞ্জের ধাবমান গ্রুপের।



ঋণম্ কৃত্বাহ ঘৃতম্ পীবেৎ যাবৎ জীবেৎ সুখম্ জীবেৎ

??? এর ছবি

কণিকা তো নিকলী-র! কফিল ভাইয়ের সাথে গান করে যে, সেই তো নাকি? কবিতা লেখে জানতাম না।
..............................................................
শুশুকের ভয়ে কাঁপতে কাঁপতে সাঁতরে এসেছি কুমীরে-ভরা নদী!

সুমন চৌধুরী এর ছবি

আমিতো তারে কবি বইলাই জানতাম!!!হাসি



ঋণম্ কৃত্বাহ ঘৃতম্ পীবেৎ যাবৎ জীবেৎ সুখম্ জীবেৎ

অছ্যুৎ বলাই এর ছবি

রাইত ১২টা তো অনেক!

---------
চাবি থাকনই শেষ কথা নয়; তালার হদিস রাখতে হইবো

সুমন চৌধুরী এর ছবি

রাইত ১২ টা পর্যন্ত বাইরে থাকার অনুমতি বাইর করতে বহুত আমলাতান্ত্রিক জটিলতা পার করতে হইছিল। তবে জাবি ক্যাম্পাসে যখন কোন উৎসব টুৎসব চলে তখন সকিউরিটির তেমন সমস্যা হয় না। সেদিন শুধু ক্যাম্পাসের পোলাপান না বিভিন্ন জেলা থিকা লোকজন আইছিল।



ঋণম্ কৃত্বাহ ঘৃতম্ পীবেৎ যাবৎ জীবেৎ সুখম্ জীবেৎ

সুমন চৌধুরী এর ছবি

সেইদিন কনসার্ট বা অন্যকোন উৎসব ছিল? তাইলে সম্ভব। ১২ লিমিট মানে হইল এর পরে ঢুকলে সাইন কইরা ঢুকত হবে।
কন কি! আমরা ঐ টয়লেটে ঢুকি নাই জীবনেও। ট্রান্সপোর্ট এলাকায় বড়মামা পাইলে সোজা আল-বেরুণী



ঋণম্ কৃত্বাহ ঘৃতম্ পীবেৎ যাবৎ জীবেৎ সুখম্ জীবেৎ

সুমন চৌধুরী এর ছবি

আমি সাইকেল চালাইয়া পল্টন থিকা জাবি গেছিলাম।

উফ এইটা করার প্ল্যান কইরাও করা হয় নাই। আশুলিয়া থিকা ক্যাম্পাসে অনেকবার হাইটা আসছি। সাভার বাজার থানারোড থিকাও বার দুয়েক। এর বেশী হয় নাই।
রাত দুইটায় কল দেওয়ারই চেষ্টা করি নাই কখনো (৩১ ডিসেম্বর বা কোন ফেস্টিভাল বাদে)



ঋণম্ কৃত্বাহ ঘৃতম্ পীবেৎ যাবৎ জীবেৎ সুখম্ জীবেৎ

সুমন চৌধুরী এর ছবি

পায়ের ধূলা দেন।
আমার ক্যাঞ্জানি মনে হয় আপনারে আমি চিনি। আপনে কি একুশে টেলিভিশনের(২০০০-২০০১) চারিদিকে অনুষ্ঠানের লগে জড়িত ছিলেন?



ঋণম্ কৃত্বাহ ঘৃতম্ পীবেৎ যাবৎ জীবেৎ সুখম্ জীবেৎ

সুমন চৌধুরী এর ছবি

আরে ২০০০ সালের একটা চারিদিকেতে সাক্ষাতকার দিছিলাম। সমাজ বিজ্ঞানের সামনে থিকা। ঐটা কি আপ্নে নিছিলেন? চোখ টিপি



ঋণম্ কৃত্বাহ ঘৃতম্ পীবেৎ যাবৎ জীবেৎ সুখম্ জীবেৎ

সুমন চৌধুরী এর ছবি

ঠিকাছে দেঁতো হাসি



ঋণম্ কৃত্বাহ ঘৃতম্ পীবেৎ যাবৎ জীবেৎ সুখম্ জীবেৎ

সুমন চৌধুরী এর ছবি

চিপাইতে চিপাইতে লাইন প্রতি এক অক্ষর আসা পর্যন্ত। তারপর তো অন্য জটিলতা। চোখ টিপি



ঋণম্ কৃত্বাহ ঘৃতম্ পীবেৎ যাবৎ জীবেৎ সুখম্ জীবেৎ

শেখ জলিল এর ছবি

কবিতা আগেই পড়ছিলাম। এইবার শানে-নযুল পড়া হইলো।

যতবার তাকে পাই মৃত্যুর শীতল ঢেউ এসে থামে বুকে
আমার জীবন নিয়ে সে থাকে আনন্দ ও স্পর্শের সুখে!

হাসান মোরশেদ এর ছবি

এই আর কি ।
-----------------------------------------
ভালো নেই,ভালো থাকার কিছু নেই

-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।

সুমন চৌধুরী এর ছবি

ফায়ারফক্সে ঠিক থাকে। এক্সপ্লোরারে ভচকাইয়া যায়। অলৌকিক হাসানের মন্তব্যগুলা থাকুক আপাতত। দেখি আর কত সরু হৈতারে দেঁতো হাসি



ঋণম্ কৃত্বাহ ঘৃতম্ পীবেৎ যাবৎ জীবেৎ সুখম্ জীবেৎ

জুয়েল বিন জহির এর ছবি

ওরে বাবা! শশাঙ্কদার মাথা ঝাকানি আর রাজকুমারের ডিব্বার টোকাটুকিতে তাল মিলাইতে মিলাইতে পোস্ট পড়া শেষ করলাম মজা লইয়া। তয় মন্তব্য পড়তে পড়তে চিপায় যাইতে যাইতে মজা যেন আরো বাইড়া গেছিলগা। এইরহম চিপায়তো দারুন লাগল!

ধইন্যবাদ! সুমন চৌধুরী

বিপ্লব রহমান এর ছবি

মাতাল রাজ্জাক বাজারে গিয়া
মাটির একটা পুতুল কিনছে
প্রেমের দাম দিয়া...

আসল মাল বাজারে ওঠে কম
নকল মালের ফইড়া যারা
তারাই খুব গরম...

ধুম চলিছে বেচা কেনা
যাচাই করে নাও
পিরীতির বাজার ভালো না...


আমাদের চিন্তাই আমাদের আগামী: গৌতম বুদ্ধ


একটা ঘাড় ভাঙা ঘোড়া, উঠে দাঁড়ালো
একটা পাখ ভাঙা পাখি, উড়াল দিলো...

সুমন চৌধুরী এর ছবি

সাধু সাধু



ঋণম্ কৃত্বাহ ঘৃতম্ পীবেৎ যাবৎ জীবেৎ সুখম্ জীবেৎ

ধুসর গোধূলি এর ছবি

- চড়া মগজে, পড়া গলায় পুব পাড়ার ভোলা বলে-
শান্তির মায় মরছে আইজকা কয়েকবছর!
_________________________________
<সযতনে বেখেয়াল>

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।