হাওয়াই মিঠাই

সুমন চৌধুরী এর ছবি
লিখেছেন সুমন চৌধুরী (তারিখ: সোম, ০৩/১২/২০০৭ - ২:৩৮পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

আবার
বরাবরের মতো বাধাহীন রোদে
ডালাপালা শুকিয়ে লাকড়ি হবে
ভবে ভাবের ছেনালী হালাল
ছাল-বাকলা পুড়ে ন্যাড়া
বেলতলায় অবিরাম
কোয়ান্টাম ফলোথ্রু

১২.০১.২০০৭


মন্তব্য

হাসান মোরশেদ এর ছবি

ধর্মীয় ভাবগাম্ভীর্য পুর্ন । হালাল-হারাম!
-----------------------------------------
মৃত্যুতে ও থামেনা উৎসব
জীবন এমনই প্রকান্ড প্রচুর ।।

-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।

সুমন চৌধুরী এর ছবি




ঋণম্ কৃত্বাহ ঘৃতম্ পীবেৎ যাবৎ জীবেৎ সুখম্ জীবেৎ

সবুজ বাঘ এর ছবি

ফাইন হইছে।

কনফুসিয়াস এর ছবি

হাওয়াই মিঠাই? কপিরাইট ভাংলাম মনে লয়।
-----------------------------------
... করি বাংলায় চিৎকার ...

-----------------------------------
বই,আর্ট, নানা কিছু এবং বইদ্বীপ

ধুসর গোধূলি এর ছবি
সুমন চৌধুরী এর ছবি

দেঁতো হাসি



ঋণম্ কৃত্বাহ ঘৃতম্ পীবেৎ যাবৎ জীবেৎ সুখম্ জীবেৎ

ধুসর গোধূলি এর ছবি

- মোটারাম না হৈলে দিতাম হালার নামে মকদ্দমা ঠুঁকে!
_________________________________
<সযতনে বেখেয়াল>

কনফুসিয়াস এর ছবি

নাহ, শালী পরিবেষ্টিত হইলে গোধু চোক্ষে দেখে না!
আমি তো আমার কথাই কইলাম!
-----------------------------------
... করি বাংলায় চিৎকার ...

-----------------------------------
বই,আর্ট, নানা কিছু এবং বইদ্বীপ

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।