লিখেছেন সুমন চৌধুরী (তারিখ: সোম, ০৪/০৬/২০০৭ - ১:০১পূর্বাহ্ন)
ক্যাটেগরি:
বস্তুরূপ হিলিয়াম চৈতন্য
শুকিয়ে খটখটে রোদ্দুর ফোয়ারা
খুলির ফুটোফাটা গলে; একতাল
বেওকুফ ঘুঁটে পড়ে আছে শুধু
চাড় দিয়ে জো নেই তুলবার
প্রজ্বালক নেই কাছাকাছি যে
জ্বলে ঊঠবে দাউদাউ করে
শিউরে ওঠা
নোনতা ত্বক
কেলাসিত সেই কবে!
খুঁটে খেতে গেলে নাড়ি-ভুড়ি কোলাব্যাঙ টোটেম।
২৪-৪-১৯৯৮
মন্তব্য
------------------------
ভুল সময়ের মর্মাহত বাউল
অজ্ঞাতবাস
নতুন মন্তব্য করুন