লিখেছেন সুমন চৌধুরী (তারিখ: সোম, ০৪/০৬/২০০৭ - ১:৪০পূর্বাহ্ন)
ক্যাটেগরি:
দার্শনিকরা
এযাবৎকাল
পৃথিবীকে শুধু
ব্যাখ্যাই করেছেন
আসলে প্রয়োজন আরও ব্যাখ্যা করা,
ব্যাখ্যার কামাখ্যা মাসী
ঘোমটা ঝেড়ে
সালসা নাচের
উৎরাই থেকে
জাগিয়ে তুলুক ঘাটের মড়া,
পারঘাটাতে
দ্বীনবন্ধুর
মশকরাতে
দিন বওয়ানোর কিইবা ত্বরা ?
ডবকা মাসীর ন্যাংলা বটে
মেসোমশাই এর তামাক খেকো তৈরী বালক,
যৌথখামার ক্ষৌরি করে
বাও বাতাসে ইত :স্তত গৌরী নালক,
সেই জমিতে
কথাকলির
সারৎসারে স্বপ্ন রোপা -
কোপা ! কোপা রে কবি কোপা !!
মন্তব্য
------------------------
ভুল সময়ের মর্মাহত বাউল
অজ্ঞাতবাস
ভাল আছি, ভাল থেকো।
অজ্ঞাতবাস
_________________________________
সচলায়তন.COM কর্তৃপক্ষ
_________________________________
সচলায়তন.COM কর্তৃপক্ষ
কোন্টা?
.......................................
ঋণম্ কৃত্বাহ ঘৃতম্ পীবেৎ যাবৎ জীবেৎ সুখম্ জীবেৎ
অজ্ঞাতবাস
আবার লিখবো হয়তো কোন দিন
অজ্ঞাতবাস
নতুন মন্তব্য করুন