লিখেছেন সুমন চৌধুরী (তারিখ: সোম, ০৪/০৬/২০০৭ - ২:০২পূর্বাহ্ন)
ক্যাটেগরি:
তারপর তড়িঘড়ি করে হাওয়া খেয়ে মসওয়ালা মাসায়েল পাঠ , কাঠ পিপড়ের ভালোবাসায় যতদিন ভরসা ছিল ততদিন চালিয়েছি রগরগে মৌসিকি ; তৌহিদী জনতার টগবগে কুঁচকিতে ছুলি-ছৌদ-ছোলমের প্রতিকারে রেগুলার চালিয়েছি মাষকলাইয়ের ডাল ; হালনাগাদ চোলাইয়ের ঢালে ইউটার্ণ নিয়ে , বসন্তেরে গানখানি দিয়ে অকাতরে সকাতরে ভালোবেসে পুরাতন বোঁচকা , ছোঁচা বিড়ালের টেরোডাক্টিটিল প্রেমে কচর-মচর .....
মন্তব্য
অজ্ঞাতবাস
নতুন মন্তব্য করুন