যাত্রা

সুমন চৌধুরী এর ছবি
লিখেছেন সুমন চৌধুরী (তারিখ: রবি, ১৩/০১/২০০৮ - ৬:৫৮অপরাহ্ন)
ক্যাটেগরি:

অত:পর
ঠ্যাং-বগলে যাত্রা শুরু,
মাত্রা গোনা বাদ দিয়েছি -
পুরু ত্বকে ঘর বেসাতি,
রং মহলের হা-পিত্যেশে চোলাই গুরু

মোড়ে মোড়ে পিছমোড়াদের মুড়কিমুড়ি
কচমচিয়ে হুরপরীদের খিড়কি আঁটা
মাঞ্জাসমেত পাঞ্জাঘুড়ির ভোকাট্টাতে
ঘুলঘুলিয়ার ট্রাফিক জ্যামে বেগার খাটা


মন্তব্য

সবুজ বাঘ এর ছবি

একটা টকেস্ট্রা হৈছে। নিতাই কুন্ডু মার্কা কিছু ছাড়ো।
যেমুন ধরো এট্টা নিতাই কুন্ডু রাস্তা দিয়া হাইটা যাওয়ার পর
হঠাশ তার মুনে পড়ল যে হুদা হুদাই আমি আইঠা যাইবার নুইছি ক্যা? এই নিয়া গভীর চিন্তা করবার যাইয়া তার হাটা বদ্দ হইয়া গেল এবং সে আর কুনোদিনই গন্তব্যে পৌঁছাইল না। অতএপ পিথিমীর কেউই গন্তব্যে পৌছাই না।

সুমন চৌধুরী এর ছবি

জাঝা



ঋণম্ কৃত্বাহ ঘৃতম্ পীবেৎ যাবৎ জীবেৎ সুখম্ জীবেৎ

ফারুক ওয়াসিফ এর ছবি

‌'এই হইলো দেশের অবস্থা'
::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::
বহুদিন হলো নিকষ কুঠার ফেলে এসে ভুলে
দাঁড়িয়েছি আজ মেঘের কিনারে এসে

হাঁটাপথে আমরা এসেছি তোমার কিনারে। হে সভ্যতা! আমরা সাতভাই হাঁটার নীচে চোখ ফেলে ফেলে খুঁজতে এসেছি চম্পাকে। মাতৃকাচিহ্ন কপালে নিয়ে আমরা এসেছি এই বিপাকে_পরিণামে।

মুজিব মেহদী এর ছবি

বেশ তো যাত্রা হলো। মাত্রা গুনে কী হবে গো!
..................................................................................
শোনো, বীণা আমি বাজাইনি প্রতিবারই নিজে, এমনও হয়েছে
বীণায় রেখেছি হাত, নিজেই উঠেছে বীণা বেজে!

... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ...
কচুরিপানার নিচে জেগে থাকে ক্রন্দনশীলা সব নদী

সুমন চৌধুরী এর ছবি

শুক্রিয়া.................



ঋণম্ কৃত্বাহ ঘৃতম্ পীবেৎ যাবৎ জীবেৎ সুখম্ জীবেৎ

সুজন চৌধুরী এর ছবি

হুম, ভালৈছে।
____________________________
লাল গানে নীল সুর হাসি হাসি গন্ধ......

মৃন্ময় আহমেদ এর ছবি

কী ব্যাপার!! পড়েছিলাম তো অনেক আগেই! কমেন্ট গেলো কই?!
ভুলে গেছি করেছিলাম কিনা।

এখন কী বলি!!
====================
অবিরাম ছুটে চলায় হঠাৎ থমকে যাওয়া

'

=========================================
নিজেকেই নিজে চিনি না, পরকে চেনার মিছে বাহানা

সুমন চৌধুরী এর ছবি

বলেই ফেলুন হাসি



ঋণম্ কৃত্বাহ ঘৃতম্ পীবেৎ যাবৎ জীবেৎ সুখম্ জীবেৎ

কারুবাসনা এর ছবি

মজায় থাকেন।


----------------------
বিড়ালে ইঁদুরে হলে মিল, মুদির কিন্তু মুশকিল ।


----------------------
বিড়ালে ইঁদুরে হলে মিল, মুদির কিন্তু মুশকিল ।

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।