১.
আসমান পরিস্কার থাকলে ভালো লাগে, কারণ কারনের প্রভাবমুক্ত চোখে চড়াইসমুহের উৎড়াই ঝোঁক ইফেক্ট সহকারে তুলে নেওয়া যেতে পারে বৈদ্যুতিক স্মরণিকাতে সাংখ্যকারিকায় পৃষ্ঠা নির্দেশক গুজে , ভুজালি দিয়ে তরমুজৃকাটা ঢেকুরে পেঁয়াজের অধ:ক্ষেপ টুকে রাখা যায় আক্ষেপের জলসায় শেষ তেহাইয়ের স্মৃতি কথা; সেই সাথে উদ্ধৃতি বহুল রহস্যালোকের লেকের পাড়ে পাঁড়েজির ছাগলের তিনহাত দাড়ি; শ্যামলালের সংশোধনবাদী প্রজ্ঞা ত্রুটিহীন ঊঠানে দস্তরখান বিছিয়ে এক নি:শ্বাসে লিখে ফেলতে পারে শারিরক ভাষ্যের কড়চা -
২.
তুর এবং সিনাই পর্বতের মাঝামাঝি বাস করতো একটা ব্যাঙ; কি করে তিনি উদয় হলেন তা জানতে হলে যোগাযোগ করতে হবে কোন নন রেজিস্টার্ড রিক্রুটিং এজেন্সিতে তবে বিলক্ষণ অব্যাঙাচীয় ফেনোমেনা ক্রিয়াশীল ছিল তার অযৌন আবির্ভাবে; কারণ, তহুরা এবং কারনের রসায়নে সাজুজ্য থাকলেও অধ:ক্ষেপ জটিলতায় তন্ত্রীয় ঢাকের অ্যাকুস্টিক বোধিস্বত্ত্ব সত্যায়িত ছিল না নৈর্লঙ্গীকতার ফিকিরে ; জিকিরে অংশ নিতে এন্ট্রি ফি কত তাও স্পষ্টত: অস্পষ্ট ছিল; সুতরাং মায়ামৃগে মজে থাকা নিষাদ,মান্ডুক্যোপণিষদের কুটুস-তাড়িত হয়ে সমূহ সর্বনাশকে চেপে ধরে মানিকসাহেবের চিপায়
৩.
খাসিকরণ প্রকল্প শৈশবে মানে যদ্দিন অ্যাভোগেড্রোর সাথে আলাপ হয়নি বেশ ইন্টারেস্টিং ছিল; আমরা দল বেধে দেখতাম সেই নথিবর্হিভূতজন্মনিরোধ যজ্ঞ।অভিভাবকেরা দিতেন নিরব সম্মতি। পাঁঠাকে ভালোবাসতে শিখেছি ক্লাস সিক্সে। ছাগলের ডিপো ছিল আদিগন্ত ঘাসে। তার বিষ্ঠার রূপকল্প ছিল মার্বেল। প্রচুর মার্বেল খেলেছি । মার্বেল অত্যন্ত দার্শনিক খেলা।পদে পদে আদিম তন্ত্রশাস্ত্রের রেফারেনস - এগারোতে টিয়া,বারোতে বিয়া...কখনও কখনও বারোতে মধু তেরোতে বিয়া,অর্থাৎ ক্ষেত্রবিশেষে মধু আগে খেলে মহাভারতের শুদ্ধতা প্রমাণ হবেনা ওটা আজগুবি গপপোই থেকে যাবে।
মন্তব্য
কম্পিউটার নষ্ট হয়ে যাওয়ার কারণে প্রায় ১৫ দিন ব্লগে আসতে পারিনি।
চোখের সামনে পুড়ছে যখন মনসুন্দর গ্রাম...
আমি যাই নাইরে, আমি যেতে পারি না, আমি যাই না...
চোখের সামনে পুড়ছে যখন মনসুন্দর গ্রাম...
আমি যাই নাইরে, আমি যেতে পারি না, আমি যাই না...
তোমার লেখা নামাও। ঐ ৭৭২ পর্বের উপন্যাস সহ।
.......................................
ঋণম্ কৃত্বাহ ঘৃতম্ পীবেৎ যাবৎ জীবেৎ সুখম্ জীবেৎ
অজ্ঞাতবাস
হ
.......................................
ঋণম্ কৃত্বাহ ঘৃতম্ পীবেৎ যাবৎ জীবেৎ সুখম্ জীবেৎ
অজ্ঞাতবাস
নতুন লেখা কই, বদ্দা?
für uns bitte schreiben
বুঝছি।
তৃষ্ণা মেটার পর মেটার জায়গায় মেয়েটার ফিক্স লইয়া গবেষণা করতাসেন।
----------------------
বিড়ালে ইঁদুরে হলে মিল, মুদির কিন্তু মুশকিল ।
----------------------
বিড়ালে ইঁদুরে হলে মিল, মুদির কিন্তু মুশকিল ।
ষন্ডাক্ষী!
.......................................
ঋণম্ কৃত্বাহ ঘৃতম্ পীবেৎ যাবৎ জীবেৎ সুখম্ জীবেৎ
অজ্ঞাতবাস
শেষের মন্তব্যটা তো জোস!
নতুন মন্তব্য করুন