৩ | লিখেছেন সুজন চৌধুরী (তারিখ: মঙ্গল, ১৫/০১/২০০৮ - ৮:২৭পূর্বাহ্ন)
ভালো করছিস।
চারুকলায় সেকেণ্ড ইয়ারে থাকতে দেখছিলাম,পুলক দার করা মিউজিক,সুমন দা কইলো পুলক দা কি ১টা এক নিরীক্ষা চালাইছে
তাই দেখতে গেলাম , যথারীতি সিনেমাটা ভালো লাগে নাই, মিউজিক ভালো লাগছে। এই কথাটা ১দিন চোরাবালি-রে ( সচলে এই নামে লেখে) কইলাম ও ক্ষেইপা গেলো ,কয় সেলিম আল দীনের গল্প খুব ভালো ইত্যাদি ---। আমি ও গল্পের বৈশিষ্ট্য আর সিনেমার বৈশিষ্ট্য নিয়া ১টা লম্বা লেকচার ঝাইড়া দিলাম প্রায় জিতেই গেছিলাম হঠাত্ চোরাবালি কয় লাশটা এরশাদের আমলে রাস্তায় আন্দোলন করতে যাওয়া কোন ১ ছেলের , পুলিশ লাশ গাপ কইরা বেওয়ারিশ বানায়ে দিছে । তারপর এই নাটক । তখনো ঠিক সেলিম আল দীন কে জানিনা , থ হয়া গেলাম । গল্পটা অসাধরণ। নাটকের লাইনে জীবনেও হাটি নাই তাই অনেক দিন লাগছিলো সেলিম আল দীন কে চিনতে, কিন্তু এখনো ভদ্রলোকের নাম শুনলেই চাকার কথা মনে হয়। যদিও সিনেমাটা আমার ভালো লাগেনি।
____________________________
লাল গানে নীল সুর হাসি হাসি গন্ধ......
৫ | লিখেছেন মুজিব মেহদী (তারিখ: মঙ্গল, ১৫/০১/২০০৮ - ১০:৩৯পূর্বাহ্ন)
চাকাকে খুব বিষাদাত্মক লেগেছিল।
.................................................................................. শকুন্তলা পরবর্তী কাল থেকে আমি শিল্প আঙ্গিকে দ্বৈতাদ্বৈতবাদী। সেলিম আল দীন
... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ...
কচুরিপানার নিচে জেগে থাকে ক্রন্দনশীলা সব নদী
৭ | লিখেছেন রাহা (তারিখ: মঙ্গল, ১৫/০১/২০০৮ - ১১:৫১পূর্বাহ্ন)
সেলিম আল দীনকে নামে চিনেছি শৈশবে । সম্ভবত কিত্তোনখোলা-র নামটার সাথে সাথে এই নামটাও চিনতে শেখা । তবে সেলিম আল দীনকে ভালো করে চিনেছি চাকা দিয়ে । বড্ড তাড়াতাড়ি চলে গেলেন !!! সেলিম আল দীনের চলে যাওয়া খবরটি টিভিতে দেখার পর থেকেই কানে বাজছে ঘড়ঘড় চাকার শব্দ, আর নিথর আশীষ খন্দকারের বদলে.....
মন্তব্য
আপনার ব্যাপার জানি না, তবে আমি আছি মোটামুটি আরো অনেক দিন। শয়তান সহসা মরে না। মহতেরাই আগে মরে।
একটা দারুণ কাজের কাজ করলেন। এই ছবিটি দেখার আগ্রহ ছিলো, হাতে আসেনি। দেখবো এবার।
ভালো কথা, অনেক কথা মনে পড়লো বলছেন। লিখে ফেললে আমরা পড়তে পারতাম। লিখবেন?
-----------------------------------------------
ছি ছি এত্তা জঞ্জাল!
ভালো করছিস।
চারুকলায় সেকেণ্ড ইয়ারে থাকতে দেখছিলাম,পুলক দার করা মিউজিক,সুমন দা কইলো পুলক দা কি ১টা এক নিরীক্ষা চালাইছে
তাই দেখতে গেলাম , যথারীতি সিনেমাটা ভালো লাগে নাই, মিউজিক ভালো লাগছে। এই কথাটা ১দিন চোরাবালি-রে ( সচলে এই নামে লেখে) কইলাম ও ক্ষেইপা গেলো ,কয় সেলিম আল দীনের গল্প খুব ভালো ইত্যাদি ---। আমি ও গল্পের বৈশিষ্ট্য আর সিনেমার বৈশিষ্ট্য নিয়া ১টা লম্বা লেকচার ঝাইড়া দিলাম প্রায় জিতেই গেছিলাম হঠাত্ চোরাবালি কয় লাশটা এরশাদের আমলে রাস্তায় আন্দোলন করতে যাওয়া কোন ১ ছেলের , পুলিশ লাশ গাপ কইরা বেওয়ারিশ বানায়ে দিছে । তারপর এই নাটক । তখনো ঠিক সেলিম আল দীন কে জানিনা , থ হয়া গেলাম । গল্পটা অসাধরণ। নাটকের লাইনে জীবনেও হাটি নাই তাই অনেক দিন লাগছিলো সেলিম আল দীন কে চিনতে, কিন্তু এখনো ভদ্রলোকের নাম শুনলেই চাকার কথা মনে হয়। যদিও সিনেমাটা আমার ভালো লাগেনি।
____________________________
লাল গানে নীল সুর হাসি হাসি গন্ধ......
লাল গানে নীল সুর, হাসি হাসি গন্ধ
"কেডা সেলিম আল দ্বীন আর মোরশেদুল? কিসব আবজাব ছবি বানায়। আঁতলামীর একশেষ। আমরা এমুন ছবি বানামু না - কয়জন বন্ধু মিলা ঠিক করি।"
হাহা হা ভালো বলছেন।
____________________________
লাল গানে নীল সুর হাসি হাসি গন্ধ......
লাল গানে নীল সুর, হাসি হাসি গন্ধ
চাকাকে খুব বিষাদাত্মক লেগেছিল।
..................................................................................
শকুন্তলা পরবর্তী কাল থেকে আমি শিল্প আঙ্গিকে দ্বৈতাদ্বৈতবাদী। সেলিম আল দীন
... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ...
কচুরিপানার নিচে জেগে থাকে ক্রন্দনশীলা সব নদী
====================
অবিরাম ছুটে চলায় হঠাৎ থমকে যাওয়া
'
=========================================
নিজেকেই নিজে চিনি না, পরকে চেনার মিছে বাহানা
সেলিম আল দীনকে নামে চিনেছি শৈশবে । সম্ভবত কিত্তোনখোলা-র নামটার সাথে সাথে এই নামটাও চিনতে শেখা । তবে সেলিম আল দীনকে ভালো করে চিনেছি চাকা দিয়ে । বড্ড তাড়াতাড়ি চলে গেলেন !!! সেলিম আল দীনের চলে যাওয়া খবরটি টিভিতে দেখার পর থেকেই কানে বাজছে ঘড়ঘড় চাকার শব্দ, আর নিথর আশীষ খন্দকারের বদলে.....
..হৃদি ভেসে যায় অলকানন্দার জলে...
চাকা সর্বসেরা শর্টফিল্ম ,,, প্রতিভাবান লোকগুলো এত দ্রুত চলে যাচ্ছেন কেন? ,,, আফসোস
========================
যার ঘড়ি সে তৈয়ার করে,ঘড়ির ভিতর লুকাইছে
========================
যার ঘড়ি সে তৈয়ার করে,ঘড়ির ভিতর লুকাইছে
চাকা'র সৃষ্টাকে আন্তরিক শ্রদ্ধা!
আমাদের চিন্তাই আমাদের আগামী: গৌতম বুদ্ধ
একটা ঘাড় ভাঙা ঘোড়া, উঠে দাঁড়ালো
একটা পাখ ভাঙা পাখি, উড়াল দিলো...
তিনি ভাল থাকুন।
----------------------
বিড়ালে ইঁদুরে হলে মিল, মুদির কিন্তু মুশকিল ।
----------------------
বিড়ালে ইঁদুরে হলে মিল, মুদির কিন্তু মুশকিল ।
লেখা কই?
----------------------
বিড়ালে ইঁদুরে হলে মিল, মুদির কিন্তু মুশকিল ।
----------------------
বিড়ালে ইঁদুরে হলে মিল, মুদির কিন্তু মুশকিল ।
অনেকদিন কিসু লিখেন নাই!
---------
অনেক সময় নীরবতা
বলে দেয় অনেক কথা। (সুইস প্রবাদ)
------------
...অনেক সময় নীরবতা
বলে দেয় অনেক কথা...
দৌড়ের উপর
ঋণম্ কৃত্বাহ ঘৃতম্ পীবেৎ যাবৎ জীবেৎ সুখম্ জীবেৎ
অজ্ঞাতবাস
নতুন মন্তব্য করুন