টোপ দিলেই যে কেঁচো মাছ খেয়ে ফেলবে তার গ্যারান্টি কি? ৬

সুমন চৌধুরী এর ছবি
লিখেছেন সুমন চৌধুরী (তারিখ: বিষ্যুদ, ২২/০৫/২০০৮ - ৩:৪৫পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

তারপর সমাবেশ শেষ হতে থাকে। আমাদের ঝরে পড়ার দিন আসে। অনবরত তাড়া খেয়ে সরে যেতে থাকি আপাত অপ্রত্যক্ষে। সেঁটে যাই বা যেতে চাই পুরনো দেয়াল কিংবা তালের গুড়িতে। আমাদের মধ্যে চিৎহয়ে পড়ে থাকি আমি। কাগজে আঁকিবুকি চলতেই থাকে। কেউ কেউ নড়ে চড়ে। রা কেড়ে এনে গিলে খায় কেউ। শেষ মেষ ভেউ ভেউ কেঁদে ফেলে ওরা আর আমি বেড়ালের মুখে ধরা ইঁদুরের মতো হুররে বলে কুটি কুটি হতে থাকি।

নতুন করে আবার কবিতায় ধরে। এবারে আমি অতি নিষ্ঠুর পাঠক। হায়হায়রেগেলামরেমরলামরে দেখা মাত্র কবিকে বাতিল করে দিতাম। কবিতায় কি খুঁজতাম জানিনা। কবিতায় আসলে কী খোঁজে পাগলা পাঠকে? ২০০০ সালে সম্ভবত স্বাধীন বাংলাদেশের ইতিহাসে সবচাইতে বেশী লিটল ম্যাগাজিন প্রকাশিত হয় দেশের বিভিন্ন চিপাচুপা থেকে। ঘরে ছোট কাগজের টিলা তৈরী হলো ইত:স্তত। খালি কাগজে আবার আঁকিবুকি শুরু হলো। এরকম কোন একদিন এক বন্ধুর খাতায় দেখলাম কার যেন হাতের লেখা, কি জানি হিজিবিজি দেখতে কবিতার মতো :

দিমিত্রি শয়তান লোক ছিল
আমি তার পাখী খেয়ে ফেলেছিলাম;
ঈশ্বর আমাকে ভালোবেসে গুয়া মেরে দিলো
কারণ আমি দিমিত্রির পাখী খেয়ে ফেলেছিলাম

চৌকির উপর লাফিয়ে উঠি কবিতা পড়ে। সেদিন থেকেই সবুজ বাঘের কলমে রাপু খাপাং, তা সে যাই লিখুক না কেন, গদ্যপদ্যরম্য যাখুশিতাই। ঠিক এরকমই কোনকিছু খুঁজে বেড়াচ্ছিলাম দীর্ঘদিন। ২০০০ সালের শেষ থেকে নিয়মিত সাক্ষাত হতে থাকে। পকেটের ভিতর প্যাকেট আর প্যাকেটের ভিতর টকেটকে খুঁজে পাই। প্রায়শ: দেখা হতো কাঁচা রোদ ওঠা সকালে লাইব্রেরীর সামনের পুকুর পাড়ে।

পকেটের ভিতর প্যাকেট
আর প্যাকেটের ভিতর টকেট
টকেট প্যাকেট খেয়ে মুন্ডিক্যাট
মারা গেলো

একটা ঢুন্ডিক্যাট
আরেক্টা মুন্ডিক্যাট
তাঁদের দেখা হলো
মাঝপথে.......

তারপর কেন্দ্রীভূত হয়ে ইত:স্তত হাঁটাচলা। কয়েকটা মাস নেচে নেচে বুঝলাম এই নাচটুকুই বাকি ছিল এতকাল। আরো বরখুরদার জোটে, জোটে আপাত তামশগীর। মোটামুটি সকলেই বুঝে গেছে বুঝাবুঝির পথে প্রচুর ঝামেলা। তখন পুঁজি বলতে কিছু সদ্যপ্রেত স্বপ্ন। তারা আবার থাবা পেতে লুকোচুরি খেলে। সরুচোখে চোখ মেরে মিলায় অসমস্বত্ত্ব বৈকুণ্ঠে।

পিস্তল ছিল হরিৎবর্ণের প্রজাপতি ধরায় ওস্তাদ
কিন্তু সে বাঘ ধরতে পারতো না
একবার বাঘের কামড় খেয়ে
পাঁচদিন পড়ে ছিল হাসপাতালে
কেউ দেখতে যায় নি

প্রকৃত নৃত্য মৃতের ভেক ধরা পিস্তলেরই পোষায়। বোধিসত্ত্ব লাভ হলো। পলোর ফাঁকে পলায়নপর সুজাতাদের কপ্ কপ্ ধরে ফেলার মহড়া দিতে দিব্যচক্ষু হাট করে খোলে। আলীকান্তের জানালায় বংশাই নদীর হাওয়া ফুরে পরমার্থ চেঁচায়,

ওই আমার খুব ভালো লাগতাছে!


মন্তব্য

দ্রোহী এর ছবি

"টোপ দিলেই যে কেঁচো মাছ খেয়ে ফেলবে তার গ্যারান্টি কি?" সিরিজের একমাত্র লেখা যা আমি মোটামুটি বুঝতে পেরেছি। বাকিগুলা বঙ্গানুবাদ ছাড়া আমার পক্ষে বোঝা সম্ভব না।


কি মাঝি? ডরাইলা?

দ্রোহী এর ছবি

না। ভুল বললাম। ১, ২, আর ৪ নাম্বারটাও বুঝতে পেরেছিলাম। বাকিগুলা হে হে হে............


কি মাঝি? ডরাইলা?

সুমন চৌধুরী এর ছবি

৩ আর ৫ এ তো কাহিনি কৈয়াই দিছি মন খারাপ



ঈশ্বরাসিদ্ধে:

দ্রোহী এর ছবি

৫ এ প্রথম প্যারা পড়ার পর বাকিটুকু বুঝার ক্ষমতা অবশিষ্ট থাকে কী? বদ্দা আপনেই কন।


কি মাঝি? ডরাইলা?

দ্রোহী এর ছবি

৩ কে মোটামুটি বুঝনের লিস্টে ধরা যায়।


কি মাঝি? ডরাইলা?

দ্রোহী এর ছবি

আয় হায়, এখন তো মনে হইতেছে আপনের লেখা বুঝতে পারতেছি। আমার ধারণা হয়ে গেছিল আপনে যা ল্যাখেন সব মাথার উপর দিয়া যায়। হাসি

তবে বদ্দা আপনার দুস্ত (সবুজ বাঘ) একটা সিরাম লুক। পুরা বস................


কি মাঝি? ডরাইলা?

হাসান মোরশেদ এর ছবি

অথচ এই পোলারে দেখলে মনে হইবো ক্লাশেরনিরীহ ফার্ষ্টবয়-মামনি'র অনুমতি না নিয়ে যে লেবেঞ্চুষটা ও মুখে দেয়না হাসি
----x----
...অথবা সময় ছিলো;আমারই অস্তিত্ব ছিলোনা

-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি

কন্কি!?!
______________________________________
পথই আমার পথের আড়াল

______________________________________
পথই আমার পথের আড়াল

বিপ্লব রহমান এর ছবি

ঞঁ! খাইছে


একটা ঘাড় ভাঙা ঘোড়া, উঠে দাঁড়ালো
একটা পাখ ভাঙা পাখি, উড়াল দিলো...


একটা ঘাড় ভাঙা ঘোড়া, উঠে দাঁড়ালো
একটা পাখ ভাঙা পাখি, উড়াল দিলো...

আনোয়ার সাদাত শিমুল এর ছবি

এইটা তোফা হইছে, তোফা - তোফা - তোফা ।

সবুজ বাঘ এর ছবি

এইসব লেকছিলাম নাকি? তয় সুমায়ডাও আছিল গো। খালি ছেরি দেকতাম ক্যাম্পাসের ঘোপে ঘাপে। ছেরিরাও আমাগো দেকতো। তয় খারাপ চোকে।

সুমন চৌধুরী এর ছবি

দেইখা আর কতদূর? মন খারাপ



ঈশ্বরাসিদ্ধে:

অতিথি লেখক এর ছবি

এই তাহলে ঘটনা!!

---
স্পর্শ

সবুজ বাঘ এর ছবি

হ।

অতিথি লেখক এর ছবি

গল্পের নামের সাথে ভিতরের বিষয় বস্তর কোন মিল খুজে পেলাম না।
কেচো মাছ খায় না মাছ কেচো খায় - কোনটা ঠিক।
কেচো মাছ খায় এ উদ্ভট কথা কখনো শুনিনি।

সুমন চৌধুরী এর ছবি

মন্তব্যের জন্য ধন্যবাদ।

এইটাতো আসলে গল্প না, স্মৃতিচারণের ছয় নম্বর কিস্তি। আপনি শুরু থেকে পড়তে থাকুন।



ঈশ্বরাসিদ্ধে:

দুর্দান্ত এর ছবি

পিস্তলের নাম কি ছিল?

তীরন্দাজ এর ছবি

জব্বর!
**********************************
কৌনিক দুরত্ব মাপে পৌরাণিক ঘোড়া!

**********************************
যাহা বলিব, সত্য বলিব

আনোয়ার সাদাত শিমুল এর ছবি

তারপর সমাবেশ শেষ হতে থাকে। আমাদের ঝরে পড়ার দিন আসে। অনবরত তাড়া খেয়ে সরে যেতে থাকি আপাত অপ্রত্যক্ষে। সেঁটে যাই বা যেতে চাই পুরনো দেয়াল কিংবা তালের গুড়িতে। আমাদের মধ্যে চিৎহয়ে পড়ে থাকি আমি। কাগজে আঁকিবুকি চলতেই থাকে। কেউ কেউ নড়ে চড়ে। রা কেড়ে এনে গিলে খায় কেউ। শেষ মেষ ভেউ ভেউ কেঁদে ফেলে ওরা আর আমি বেড়ালের মুখে ধরা ইঁদুরের মতো হুররে বলে কুটি কুটি হতে থাকি।

বদ্দা, এইরকম করে আরো বড় সাইজের কিছু দেন। এইটা মাথায় গাঁথছে ।

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।