".....তারপর...." মিনারেল ওয়াটারের বোতল থেকে কয়েক ঢোঁক কলের পানি মেরে বললাম," ঐ যে...ই হৈছে....আমাদের ডাইন দিকের কোণাকুনি বাসার ফওজিয়া - "
"কোন দিক থিকা ডাইন দিক?" প্রিন্সের নিস্পৃহ কণ্ঠ আওয়াজ দেয়।
"আরে আমাদের বাসা থিকা সোজা এই দিকে তাকাইলে...!"
"তোদের বাসা কোন দিক?"
"বাসা আবার কোন দিক থাকে? বাসার দরজা থিকা বাইর হইয়া ডাইন দিকের কোণায়"
"কছ কি!"
" হ। ঐ বাসার ফওজিয়া কমিশনারের ভাতিজার লগে ভাগছে, সেইটা নাকি আবার রুহুল আমিন আগেই জানতো.."
"রুহুল আমিন কে?"
" রিক্সাচালায়। মাঝে মাঝে ভ্যানও চালায়। তার কাছ থিকাই গলির সবাই জানছে।"
"ফওজিয়ার কথা বল্ । ভাল্লাগতেছে..."
" সেইটাই তো কইতাছি"
"কৈ কৈতাছছ। তুই তো রিস্কাআলার গল্প শুরু করলি!"
" আরে এইরম না তো! ঘটনা হৈল যে..ঐ বৃহস্পতিবারদিন রুহুল আমিন..."
"উফ্! আবার রুহুল আমিন! ফওজিয়ার কথা বল্ ....ফওজিয়া তুমি কোথায়?"
"তোরা কি গল্প শুনবি না ভুল ধরবি?"
"ভুল ধরুম।"
মন্তব্য
এ কি লিখলেন? মন খারাপ হয়ে গেল।
বহু আগেকার ঢাকার আড্ডার কথা মনে পড়িয়ে দিলেন!
সুপার লেখা!
_____________________________
যতদূর গেলে পলায়ন হয়, ততদূর কেউ আর পারেনা যেতে।
_____________________________
যতদূর গেলে পলায়ন হয়, ততদূর কেউ আর পারেনা যেতে।
আমোদিত হইলাম!
ওয়েবসাইট | ফেসবুক | ইমেইল
ভূল বানান ভুল!
অণুগল্পের জ্বরে কাঁপছে সচলায়তন। উল্টা ওষুধ দরকার। মহাগল্প। দশ হাজার শব্দের কম হলে হবে না। কে আছো জোয়ান, হও আগুয়ান ...।
হাঁটুপানির জলদস্যু
ঠিক্করা হৈল।
ঋণম্ কৃত্বাহ ঘৃতম্ পীবেৎ যাবৎ জীবেৎ সুখম্ জীবেৎ
অজ্ঞাতবাস
হিমু ভাইঃ
আপনার ভান্ডার থেকে ১টা ছেড়ে দেন।
মজমা মানে কি?
- হিমুরে, অ হিমু- আমি আছি। তুই লেখ, আমি পড়ুম। ঈমানে কই, বেবাকটা না হইলেও অন্তত পয়লা প্যারাটা পড়ুমই পড়ুম!
নে, ল এইবার, আর পিছে তাকাইস না। সামনে আগা ভাতিজা।
_________________________________
<সযতনে বেখেয়াল>
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কর্মকাণ্ড । বিএসএফ ক্রনিক্যালস ব্লগ
কঠিন!
হিমু ভাই আগায়া চলেন আমরা আছি আপনার সাথে।
---------------------------------
ছেঁড়া স্যান্ডেল
বেশ লাগল কিন্তু।
"ভুল ধরুম।" হিমু ব্যবহারিক কায়দায় সারলেন দেখলাম।
................................................................
আমার সমস্ত কৃতকর্মের জন্য দায়ী আমি বটে
তবে সহযোগিতায় ছিল মেঘ : আলতাফ হোসেন
... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ...
কচুরিপানার নিচে জেগে থাকে ক্রন্দনশীলা সব নদী
দারুণ লাগলো !
...........................
সংশোধনহীন স্বপ্ন দেখার স্বপ্ন দেখি একদিন
...........................
একটি নিমেষ ধরতে চেয়ে আমার এমন কাঙালপনা
হো, হো , হো ।
তুরুপ! বাবাধন প্রতিভা আর কতদিন গামছা দিয়া চাপিয়া রাখিবা।
:::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::
মনে হয় তবু স্বপ্ন থেকে জেগে
মানুষের মুখচ্ছবি দেখি বাতি জ্বেলে
হাঁটাপথে আমরা এসেছি তোমার কিনারে। হে সভ্যতা! আমরা সাতভাই হাঁটার নীচে চোখ ফেলে ফেলে খুঁজতে এসেছি চম্পাকে। মাতৃকাচিহ্ন কপালে নিয়ে আমরা এসেছি এই বিপাকে_পরিণামে।
অনেক মজা লাগল । আমি সারাজীবন প্রিন্সের ভূমিকা পালন করে মাথা খাইতাম সবার।তারপর মাইর খাইতাম এখন সব কেমন যেন বদলে গেছে। ভাললাগেনা
::একাকিত্বের বিলাস আমার অনেকদিনের সাধ::
::একাকিত্বের বিলাস আমার অনেকদিনের সাধ::
মজমা মানে ভুদাই।
হ
ঋণম্ কৃত্বাহ ঘৃতম্ পীবেৎ যাবৎ জীবেৎ সুখম্ জীবেৎ
অজ্ঞাতবাস
সেইরকম!!!
-------
স্পর্শ
নতুন মন্তব্য করুন