যেরকম দেখেছি বা দেখেছিলাম তার থেকে বেশ অন্যরকম কিছু প্রত্যয়ের উপসর্গ যাঁতা দিয়ে কোনরকমে সেলাই করে ফোঁড়াই এর যন্ত্রণা উপশম করেছি বা করছি ঘড়িয়াল হাসিতে হট্টমুলার পজেশানের ভ্রাম্যমাণ পজিশন থেকে ; শন পাপড়ি চিবিয়ে খাই প্রাণপনে মিষ্টিকুমড়ার জানালায় পা ঝুলিয়ে -
প্রিয় উত্তুঙ্গযোগী !
ফোঁড়াইখাগী বৈশ্বিক হারেমে স্বপ্ন দেখেছি অত্যন্ত খাচ্চর কোনকিছুর ভূপাতিত কুমড়ার আদলে , অদলে-বদলে কাজী সাহেবের উত্তেজিত গাই আর সামুরাই ধরেছি কোদালের বিকল্প ভেবে - পাই পাই করে ময়দান শোধনের ফুর্তিতে প্লবগ ! ঘড়িব্যাঙ-স্ফুর্তিতে পিটপিটে নয়নে কবে থেকে মজেছ বিসর্গ ঘুপচিতে ? ওইখানে পদে পদে উস্টা আর বাতাসে বৈজ্ঞানিক বৈধব্য - এইসব বাদ দিয়ে এসো নাচানাচি করি একপেয়ে খরগোশ-টোটেমে;পমেটম ভাসিয়ে দেই মুত্রাবেশে
মন্তব্য
হ, বিজ্ঞান আর অপনিহিতি।
"বৈজ্ঞানিক বৈধব্য" দারুণ একখান অনুপ্রাস। বাদবাকি সম্পর্কে কৈবার আগে জাঁক লাকাঁর লগে আলাপ করনের দরকার। দাঁড়ান প্লেইন চ্যাটের (প্ল্যানচেট) বাক্সটা খুলতেছি!
.......................................
ঋণম্ কৃত্বাহ ঘৃতম্ পীবেৎ যাবৎ জীবেৎ সুখম্ জীবেৎ
অজ্ঞাতবাস
ইন্নালিল্লাহ!
একটা শব্দও বুঝি নাই!!!!
কি মাঝি? ডরাইলা?
ওি মিয়া কই থাকো?
হাসান মোর্শেদ তোমারে বুলায়।তার পোস্টে গিয়া আলোচনা ক্যাদরানী দেখাও। অপেক্ষা করতেছি।
আইতে দেরী হৈয়া গেল দোস...বাইরে গেছিলাম। কমেন্টাইছি ঐ পোস্টে...
.......................................
ঋণম্ কৃত্বাহ ঘৃতম্ পীবেৎ যাবৎ জীবেৎ সুখম্ জীবেৎ
অজ্ঞাতবাস
বুজছি, দুইটা বাঘ ছিল তারা পানির ভিতর গেলে দশটা হইত আর গাছে চড়লে সবুজ হইত। ডারউইনের ডাইরি যখন চুরি হইয়া গেল বাঘের নাম ডাইনোসর বলিতে আট কোন বাধা রহিল না। ইহাকেই সস্যুর "বৈজ্ঞানিক বৈধব্য" বলিয়াছেন।
----------------------
বিড়ালে ইঁদুরে হলে মিল, মুদির কিন্তু মুশকিল ।
----------------------
বিড়ালে ইঁদুরে হলে মিল, মুদির কিন্তু মুশকিল ।
বিলক্ষণ
.......................................
ঋণম্ কৃত্বাহ ঘৃতম্ পীবেৎ যাবৎ জীবেৎ সুখম্ জীবেৎ
অজ্ঞাতবাস
নতুন মন্তব্য করুন