৫ | লিখেছেন শাহীন হাসান (তারিখ: বুধ, ০৭/০৫/২০০৮ - ৭:১৮অপরাহ্ন)
বরেষু সুমন চৌধুরী
আপনার কবিতা পড়লাম ....
ভাল-লাগলো শব্দ আর চিত্রকল্প ...।
....................................
বোধহয় কারও জন্ম হয় না, জন্ম হয় মৃত্যুর !
....................................
বোধহয় কারও জন্ম হয় না, জন্ম হয় মৃত্যুর !
এই কবিতা পইড়া মহীনের ঘোড়াগুলির ধাঁধাঁর চেয়েও জটিল তুমি, ক্ষিদের চেয়েও কষ্ট গান খান কেন মনে পড়লো বুঝলাম না... অঙ্কের জটিলতা তো আরো বুঝলাম না...
______________________________________
পথই আমার পথের আড়াল
______________________________________
পথই আমার পথের আড়াল
মন্তব্য
নর্মাল অংকই বুঝিনা আর আমনে টানেন ত্রিকোনমিতি!!!
ভুল সময়ের মর্মাহত বাউল
------------------------
ভুল সময়ের মর্মাহত বাউল
সব ভুইল্যা গেছি গা।
- এট্টা বাগ বেবাক বুইল্যা যাইবার নুইছিলো,
চাচা চৌধুরী শুব্দের খোঁজে মাটি খুঁড়বার নুইছিলো,
এট্টা ছেনাল ভেটকী দিয়া, পিন্দোনের কাপড় হালাইয়া দিলো,
বেচারা ধুসর গোধূলি, চান্দি খাউযাইবার নুইলো!
___________
<সযতনে বেখেয়াল>
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কর্মকাণ্ড । বিএসএফ ক্রনিক্যালস ব্লগ
মিশনারী ছেনাল!
সাবাস!
**********************************
কৌনিক দুরত্ব মাপে পৌরাণিক ঘোড়া!
**********************************
যাহা বলিব, সত্য বলিব
বরেষু সুমন চৌধুরী
আপনার কবিতা পড়লাম ....
ভাল-লাগলো শব্দ আর চিত্রকল্প ...।
....................................
বোধহয় কারও জন্ম হয় না, জন্ম হয় মৃত্যুর !
....................................
বোধহয় কারও জন্ম হয় না, জন্ম হয় মৃত্যুর !
কৃতার্থ....
ঋণম্ কৃত্বাহ ঘৃতম্ পীবেৎ যাবৎ জীবেৎ সুখম্ জীবেৎ
অজ্ঞাতবাস
- আমার কোবতে নিয়া কেউ কিছু কয় না!
কেহ এট্টা ষ্ণঁ দিলো না।
___________
<সযতনে বেখেয়াল>
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কর্মকাণ্ড । বিএসএফ ক্রনিক্যালস ব্লগ
আমি অঙ্কে কাঁচা!
আবার লিখবো হয়তো কোন দিন
ঞঁ!
গাণিতিক উপমাগুলো বেশ ভালো লাগলো।
যতবার তাকে পাই মৃত্যুর শীতল ঢেউ এসে থামে বুকে
আমার জীবন নিয়ে সে থাকে আনন্দ ও স্পর্শের সুখে!
এই কবিতা পইড়া মহীনের ঘোড়াগুলির ধাঁধাঁর চেয়েও জটিল তুমি, ক্ষিদের চেয়েও কষ্ট গান খান কেন মনে পড়লো বুঝলাম না... অঙ্কের জটিলতা তো আরো বুঝলাম না...
______________________________________
পথই আমার পথের আড়াল
______________________________________
পথই আমার পথের আড়াল
খাইছে..... মাতাডা ক্যামন যেন ঘুরাইতাছে...
সৈয়দ আখতারুজ্জামান
নরমাল যোগ,বিয়োগ,গুন,ভাগ পর্যন্তই...আর কিছু বুজিনা।
-নিরিবিলি
যথারীতি বুঝিনি। এইটার বঙ্গানুবাদ কবে বের করবেন? তখন না হয় বোঝার চেষ্টা করবো।
কি মাঝি? ডরাইলা?
এইটা কি দুষ্ট কথা?
কি মাঝি? ডরাইলা?
খুব
ঋণম্ কৃত্বাহ ঘৃতম্ পীবেৎ যাবৎ জীবেৎ সুখম্ জীবেৎ
অজ্ঞাতবাস
নতুন মন্তব্য করুন