টোপ দিলেই যে কেঁচো মাছ খেয়ে ফেলবে তার গ্যারান্টি কি? ১১

সুমন চৌধুরী এর ছবি
লিখেছেন সুমন চৌধুরী (তারিখ: বুধ, ০৯/০৭/২০০৮ - ৪:০১পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

সেইদিন ঠিক কোন সময় কিভাবে মুমুদের বাড়ি ফিরেছিলাম তার স্মৃতি অস্পষ্ট। মনে আছে মাসীর ঘর থেকে বের হয়ে বান্দরবান শহরে সন্ধ্যার ঝিরঝিরে বাতাসে ইজি লাগবার কথা। মংশাই বললো এইখানে মাতলামী করলেও অসুবিধা নাই। কেউ কিছু বলবে না। উস্টা খেয়ে পড়লে জনগণ বাড়ি পৌঁছে দেবে। আমরা ভরসা পেলাম। রাজার হবু শালা বলে কথা।

কেউ কেউ বলেন ঝিরঝিরে বাতাসে নেশা কাটে। আমার অভিজ্ঞতা বলে, তাঁরা ভুল বলেন। আমার অভিজ্ঞতায় দেখি আদুরে আবহাওয়ায় বরং পিনিক গাঢ় হয়, গভীরতর পাতকুয়ার নিভৃতে জম্পেশ কিম্বা টস্ টসে পরমার্থের সন্ধান পেয়ে নি:শঙ্ক চিত্তে কচ্ করে বালতির দড়ি কেটে দেন।

চারজনে সেভাবেই হাঁটার ভঙ্গীতে নড়চড়ে বেড়াচ্ছিলাম পিনিকের প, ন, ক'য়ের আঁকেবাঁকে ক্লিফহ্যাঙ্গার হয়ে। মাঝেমধ্যে পরস্পরকে হুতোমহাসি মুখ করে দেখে নিয়ে নিশ্চিত হচ্ছিলাম উৎক্ষেপণ থেকে প্রক্ষেপণ কালের কক্ষপথ। কোরাস চলছিল তখনো। নিশিথ নিরজনে পার হয়ে তখন রংবাজে উত্তরণ ঘটেছে। সেলিম ভাই চমৎকার করে গাইছিলেন,

শিকারী শিকার খোঁজে বোতলে মাতাল
লাইটপোস্ট তুমি খোঁজ কারে?

রাজবাড়ি পেরিয়ে আবার চলে আসি ঘুরতে ঘুরতে শহরের আরেকপ্রান্তে। একদিকে অসমাপ্ত শহর আরেকদিকে ঢাল বেয়ে পাহাড় নেমে গেছে শঙ্খ নদীতে। সেখানে অমাবশ্যা রাতে ইলেকট্রিক পুর্নিমার ছায়ায় নির্লিপ্ত শুয়োরগুলির গম্ভীর পায়চারী চোখে পড়ে।

আমি গলা খুলে আবৃত্তি করি বহুদিন পর কিম্বা জীবনে প্রথম আর শেষবার,

হালায় আজকা নেশা করছি বহুত। রাইতের
লগে দোস্তি আমার পুরানা, কান্দুপট্টির খানকি
মাগীর চক্ষুর কাজলের টান এই মাতোয়ালা
রাইতের তামাম গতরে। পাও দুইটা কেমুন
আলগা আলগা লাগে, গাঢ়া আবরের সুনসান
আন্দরমহলে হাঁটে। মাগার জমিনে বান্ধা পাও

আবে, কোন্ মামদির পো সামনে খাড়ায়? যা কিনার,
দেহস্ না হপায় রাস্তায় আমি নামছি, লৌড় দে;
না অইলে হোগায় লাথ্ থি খাবি, চটকানা গালে।
গতরের বিটায় চেরাগ জ্বলতাছে বেশুমার। ..........


পরদিন আটটার দিকে চোখ খুলে দেখি বাকিরা খানিক আগেই গাত্রোত্থান করে চা-চু খাচ্ছে। মুমু কি যেন একটা জরুরি কাজে চট্টগ্রাম যাবে। আমার চা শেষ হতে হতে সিদ্ধান্ত হলো, ঠিকাছে, আজকে আমরা রামু থেকে ঘুরে আসি, কাল সক্কাল সক্কাল রাঙামাটির দিকে রওনা দেওয়া যাবে। আধাঘন্টার মধ্যে বের হয়ে রামুর বাস ধরলাম।

বান্দরবান শহর থেকে হৈ হৈ করে বেরিয়ে নানান প্যাচঘোঁচ পার হয়ে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে এসে একটু ইজি হয়ে বসতে না বসতে শুনি আরেক কাহিনি। রামু থেকে নাকি দুপুরের পরে আর বান্দরবান ফেরার বাস নেই। সামনের সীটের কোন উপবিষ্টার সাথে কখনো ফরোয়ার্ড শর্ট লেগে কখনো সিলি পয়েন্টে কখনো সীটে হেলান দিয়ে শর্ট থার্ডম্যান থেকে ফিল্ডিং করে যাচ্ছিলাম, ফেরার বাস নেই শুনে থতমত খেয়ে ক্যাচ মিস করলাম। রামু থেকে রাতে ফিরতে না পারলে কি হবে? জয় আবার আমাকে খোঁচা দিয়ে বলে রামুর আশেপাশে নাকি চিতাবাঘ আছে। রাতে ফেরার উপায় না হলে দুয়েকটার সাথে দেখাটেখাও হতে পারে।
যেই ভদ্রলোক এই খবর দিলেন তাঁকে খুব করে ধরা হলো এর একটা কোন উপায় বের করতে। তিনি ভেবেচিন্তে বললেন, (আমাদের প্যাকেট থেকে গোটা তিন বিড়ি ফুঁকে) আপনারা এক কাজ করেন, সোজা এই বাস ধইরা কক্সবাজার চইলা যান ...তারপর সেইখান থিকা সোজা তেইশ মাইল বাজারে আইসা পড়েন। তারপর টেম্পো থাকলে টেম্পো দিয়া নাইলে বেবিট্যাক্সি দিয়া বান্দরবান ফিরতে পারবেন। সেই ক্লাস টুতে থাকতে "আমার বইতে" পড়েছিলাম, রামুতে বৌদ্ধ মঠ আছে...সেই মঠ আর দেখা হলো না। তার বদলে বারোটা থেকে আড়াইটা, এই ফাঁকের মধ্যে অতি সংক্ষেপে সমুদ্রটা দেখা হয়ে যাবে।

কক্সবাজার পৌছলাম বেলা পৌনে বারোটার দিকে। সমুদ্রে নামার কাপড়চোপড় তো নাই। জাঈঙ্গা পড়ে নামা যেতে পারে, তবে সেক্ষেত্রে আলাদা পলিথিনে করে ভেজা অন্তর্বাস কাঁধে ঝুলিয়ে বাড়ি ফিরতে হবে। সুতরাং রিক্সা নিয়ে তিনজন ছুটলাম বার্মিজ বাজারে। রিক্সাচালক খুব রসিক। আমাদের জিজ্ঞাসা করলেন রাতে কোথায় থাকবো? আমরা বললাম জানি না। ভদ্রলোক দ্বিগুণ উৎসাহে জানতে চাইলেন ভাবী সঙ্গে আছে কি না। নেতিবাচক জবাবে তিনি আরো তিনগুণ উৎসাহিত হয়ে বললেন তাইলে ভাবীওয়ালা হোটেলে নিয়া যাই? জিজ্ঞাসা করলাম ভাবীওয়ালা হোটেল কী? ভদ্রলোকের মুখে রহস্যময় হাসি।

বার্মিজ বাজারে দুই চক্কর মেরে সবচাইতে কম দামের তিনপিস শর্টস নিয়ে চলে এলাম সমুদ্রের তীরে। আদর্শ সময়। জোয়ার চলছে। দুইটা বন্ধ চটপটির গাড়ির মাঝামাঝি কায়দা করে গেঞ্জি-প্যান্ট-অন্তর্বাস খুলে শর্টস পড়া গেলো। তারপর সীবীচের পাশের একটা কনফেকশনারীতে অনুরোধ করে আমাদের গাট্টি-বোঁচকা জমা রাখা হলো। বাই চান্স যদি ঐ লোক দোকান বন্ধ করে ভাগলে ত্রিমুর্তির নাগা সন্ন্যাসী হওয়া ছাড়া আর গতি নেই।

দোকান্দারের প্রতি অগাধ আস্থা রেখে নেমে পড়লাম পানিতে। জোয়ারের সময় সমুদ্রে নামতে সাঁতার জানা জরুরি না। ঘন্টা খানেক হুটোপুটি চললো। সী-বীচের ফটোশিকারীরা ছবি তোলার জন্য ব্যাকুল হয়ে উঠেছিল। জয়ের হাতে ছোট্ট অটোমেটিক ক্যামেরাটা দেখে একজন বলল, ঐ বাচ্চা ক্যামেরায় কী ছবি তুলবেন? জয় বলল, এটা আসলে বাচ্চা ক্যামেরা না, এটা ক্যামেরার বাচ্চা। এর থেকে যা জন্ম নেবে সেগুলো ছবির বাচ্চা।

পানি থেকে উঠে গিয়ে ছাতার নীচে চিৎ হতে গেলে বীচের গোটাদুই কর্মচারী হা হা করে ছুটে এলো। ওগুলি নাকি আগে থেকে বুক করতে হয়। আমরা আপাতত খানকয়েক সিগারেটে আধা ঘন্টার মতো চিৎ-কাইৎ হবার ব্যাবস্থা করা গেলো। কিছুক্ষণ শোনা গেল বীচের ম্যানেজমেন্ট সম্পর্কে তাঁদের বিষোদগার। আমরা শ্রেণীসংগ্রামের সার্বজনীনতায় নিশ্চিন্ত হলাম।

কপালে ঠাডা পড়লে যা হয় আর কি! চট্টগ্রামগামী বাস তেইশমাইল বাজারে পৌছবার বেশ খানিক আগেই অক্কা পেল। তাও একেবারে জাগামতো। দুই দিকে গভীর অরণ্য। সন্ধ্যা আসি আসি করছে। বাসের যাত্রী সব মিলিয়ে জনা পঞ্চাশেক হবে। তাঁদের হাউকাউতে কেটে গেলো আরো আধাঘন্টা। ড্রাইভার জানালো ঝুঁকি নিয়ে আরো খানিকটা চলা সম্ভব। সামনে নাকি কোথায় একটা টেম্পোস্ট্যান্ড আছে সেখান থেকে একটা ব্যবস্থা করতে হবে। মিনিট পনের জান হাতে নিয়ে এগোবার পরে সেই টেম্পোস্ট্যান্ডে আসা গেলো। গোটা পাঁচেক টেম্পো ছিল, চোখের নিমেষে সব লোপাট। পরে আরো দুটো আসলে সেগুলিও। জনৈক বশীর সাহেবকে পাওয়া গেল যিনি তেইশমাইল বাজারে যেতে চান। তিনি কোত্থেকে একটা বেবীট্যাক্সি ম্যানেজ করলেন। তাতে উঠে পড়লাম চারজন। পথে নামলো ধুন্ধুমার বৃষ্টি। তারপর তেইশ মাইল বাজারে চুপচুপে ভিজে ত্রিমুর্তি ভোদাই হয়ে দাঁড়িয়ে ছিলাম প্রায় ঘন্টাখানেক। প্রায় দ্বিগুণ ভাড়ায় কোনরকমে একটা মিশুককে বান্দরবান যেতে রাজী করা হলো। ঝুমঝুম বৃষ্টির সেই খাড়াই রাস্তায় শেষ পর্যন্ত আছাড় না খেয়েই রাত পৌনে দশটা নাগাদ পৌছলাম মুমুদের বাড়ি।

(চলবে)


মন্তব্য

মুশফিকা মুমু এর ছবি

আপনার এই সিরিজটাতো আগে খেয়াল করিনি, আপনার ছেলে বন্ধুর নাম মুমু নাকি ইয়ে, মানে... হায় হায় আমার নাম ছেলেদেরও হয় ইয়ে, মানে...
লেখা ভাল লাগল, এখন আগের সিরিজ গুলিও পড়ে ফেলব দেঁতো হাসি
------------------------------
পুষ্পবনে পুষ্প নাহি আছে অন্তরে ‍‍

------------------------------
পুষ্পবনে পুষ্প নাহি আছে অন্তরে ‍‍

তানবীরা এর ছবি

আমিও কনফিউজ। মুমুটা তাইলে কি ছেলে না মেয়ে ???

তানবীরা
---------------------------------------------------------
চাই না কিছুই কিন্তু পেলে ভালো লাগে

*******************************************
পদে পদে ভুলভ্রান্তি অথচ জীবন তারচেয়ে বড় ঢের ঢের বড়

সুমন চৌধুরী এর ছবি

মন্তব্যের জন্য ধন্যবাদ।
৭ম কিস্তি থেকে শুরু হয়েছে এই সিরিজ। সেখান থেকে পড়ে আসলে কাহিনি ধরতে পারবেন।

আপনার ছেলে বন্ধুর নাম মুমু নাকি

ছেলেবন্ধু!!!! কন কীরে ভাই? মুমু'র ভাই তাইলে রাজপুত্রের শালা হয় ক্যামনে? মন্দিয়া পড়েন কাহিনি মন খারাপ



ঈশ্বরাসিদ্ধে:

মুশফিকা মুমু এর ছবি

ওহ হাসি সরি সুমন ভাই আমি ভেবেছিলাম রিকশায় আপনার সাথের জনের নাম মুমু খাইছে
------------------------------
পুষ্পবনে পুষ্প নাহি আছে অন্তরে ‍‍

------------------------------
পুষ্পবনে পুষ্প নাহি আছে অন্তরে ‍‍

তীরন্দাজ এর ছবি

এটা আসলে বাচ্চা ক্যামেরা না, এটা ক্যামেরার বাচ্চা। এর থেকে যা জন্ম নেবে সেগুলো ছবির বাচ্চা।

খাইছে!

সিরিজটা আগে চোখে পরেনি। পড়তে হবে সময় নিয়ে।

**********************************
কৌনিক দুরত্ব মাপে পৌরাণিক ঘোড়া!

**********************************
যাহা বলিব, সত্য বলিব

সুমন চৌধুরী এর ছবি

৭ নম্বর থিকা শুরু করছিলাম এলোপাথাড়ি ভ্রমণ কাহিনি। আসলে সত্যিকারের ভ্রমণ এখনো করা হয় নাই। কবে করতে পারবো কে জানে....



ঈশ্বরাসিদ্ধে:

কীর্তিনাশা এর ছবি

পইড়া ফালাইলাম এইটাও। ভালো লাগছে।
-------------------------------------
সোনার স্বপ্নের সাধ পৃথিবীতে কবে আর ঝরে !

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

সুমন চৌধুরী এর ছবি
ফারুক ওয়াসিফ এর ছবি

প্রথম দিকে মজাকি বেশি। বাকি মজা ভাবির হোটেলে ফেলে এসে সমুদ্রে তড়পাইয়া আর কী লাভ ছোডু ভাই?

হাঁটাপথে আমরা এসেছি তোমার কিনারে। হে সভ্যতা! আমরা সাতভাই হাঁটার নীচে চোখ ফেলে ফেলে খুঁজতে এসেছি চম্পাকে। মাতৃকাচিহ্ন কপালে নিয়ে আমরা এসেছি এই বিপাকে_পরিণামে।

সুমন চৌধুরী এর ছবি

লাভ তো নাইই.....তবে জাবর কাটা ভালো ব্যাম।...ভাবীর হোটেল প্রসঙ্গে মনে পড়লো..সেদিন বিকাল থিকা বাকি যে কয়দিন পাহাড়ে ছিলাম আমাদের প্রধাণ কোরাস ছিল প্রাচ্যনাটের সেই গানের প্যারোডি :

নিশিথ নিরজনে গুফনে গুফনে
করিব প্যামের আলাপন
এদেহ যৈবন করিব অর্পন
যদি পাই ভাবীর দরশন...



ঈশ্বরাসিদ্ধে:

ফারুক ওয়াসিফ এর ছবি

হো হো হো ভাবির হোটেল থাকলে শালির হোটেলও থাকা সম্ভব। ধুগোরে খবর দেয়া দরকার না?

মশাররফ হলে এক কলেজের মাস্টার থাকতো ফরিদপুইরা, পিএচডি করতে আসছে। সে দেখা হইলেই জিগাইতো, ক্যমান আছু ছোডু ভাই। হের লাইগাই জিগাইলাম, তুমি আবার সেই হলের কিনা। সেদিন হাঁটাহাঁটি লাইনের আরেকজন পল্লব চোকদারের সঙ্গে দেখা। সে এখনও লাইনেই আছে। তবে লাইনের দোকান বসাইছে আর কি!

হাঁটাপথে আমরা এসেছি তোমার কিনারে। হে সভ্যতা! আমরা সাতভাই হাঁটার নীচে চোখ ফেলে ফেলে খুঁজতে এসেছি চম্পাকে। মাতৃকাচিহ্ন কপালে নিয়ে আমরা এসেছি এই বিপাকে_পরিণামে।

ধুসর গোধূলি এর ছবি

- ধুগোরে এতোবার স্মরণ করার হেতু কি ভাইজান? খাড়ান শালী হোটেল খুঁইজা বাইর করুমই করুম। খালি দ্যাশে গিয়া লই!
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক

সুমন চৌধুরী এর ছবি
শেখ জলিল এর ছবি

শিকারী শিকার খোঁজে বোতলে মাতাল
লাইটপোস্ট তুমি খোঁজ কারে?

.....মজা পাইলাম।

যতবার তাকে পাই মৃত্যুর শীতল ঢেউ এসে থামে বুকে
আমার জীবন নিয়ে সে থাকে আনন্দ ও স্পর্শের সুখে!

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি

এই পোস্টে মন্তব্য করবো নাকি মাস্তি কা পানশালা সিরিজের কক্সেসবাজার পর্বটা আগেই নামায়া দিবো ভাবতেছি
______________________________________
পথই আমার পথের আড়াল

______________________________________
পথই আমার পথের আড়াল

সুমন চৌধুরী এর ছবি
তীরন্দাজ এর ছবি

আপনারা ২৫/২৬এ মিউনিখে আসছেন বলে হিমুর কাছে জানলাম। ভাল খবর। হাতে সময় রাখবো। একদিন আপনাদের নিয়ে জার্মানী ও অস্ট্রিয়ার আল্পসের কিছু প্রিয় অংশে বেড়ানোর ইচ্ছে রয়েছে।

**********************************
কৌনিক দুরত্ব মাপে পৌরাণিক ঘোড়া!

**********************************
যাহা বলিব, সত্য বলিব

অমিত আহমেদ এর ছবি

জম্পেশ দাদা! জম্পেশ!


ওয়েবসাইট | ফেসবুক | ইমেইল

সবুজ বাঘ এর ছবি

ফাও যে ভাবীর হইটাল বুজে আমি তো এইডাই জানতাম না।

টফি এর ছবি

এই শিরোনামের অর্থ কী?

সুমন চৌধুরী এর ছবি

এইটা জান্তে পয়লা কিস্তি থিকা পড়তে হইবো



ঈশ্বরাসিদ্ধে:

ফারুক ওয়াসিফ এর ছবি

এইটা হইল গিয়া প্রশ্ন।

হাঁটাপথে আমরা এসেছি তোমার কিনারে। হে সভ্যতা! আমরা সাতভাই হাঁটার নীচে চোখ ফেলে ফেলে খুঁজতে এসেছি চম্পাকে। মাতৃকাচিহ্ন কপালে নিয়ে আমরা এসেছি এই বিপাকে_পরিণামে।

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।