যাযাবর

সুমন চৌধুরী এর ছবি
লিখেছেন সুমন চৌধুরী (তারিখ: শনি, ২৮/০৭/২০০৭ - ১২:৪১পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

সংশয়
বরাবর
হিসাবি গজাল
শাল পাতাতে
তালের রস
কতটা ধরে
হরে দরে
হিসাব রেখে
দেখে দেখে
চেখে রাখা
তাল পাখাতে
নন্দী-ভৃঙ্গী
ছৈল-ছাবিলা
ফর্দ লেখে

১ জুলাই ২০০৭ রবিবার, সামহোয়ারে প্রকাশিত....


মন্তব্য

ঝরাপাতা এর ছবি

এখন কি ভাদ্র মাস? তালের উপর সওায়ার হইলেন তো, তাই মনে পইড়া গেলো বদ্দা।


রোদ্দুরেই শুধু জন্মাবে বিদ্রোহ, যুক্তিতে নির্মিত হবে সমকাল।


বিকিয়ে যাওয়া মানুষ তুমি, আসল মানুষ চিনে নাও
আসল মানুষ ধরবে সে হাত, যদি হাত বাড়িয়ে দাও।

সুমন চৌধুরী এর ছবি

ভাদ্রমাস আইতে বেশীদিন নাই...
.......................................
ঋণম্ কৃত্বাহ ঘৃতম্ পীবেৎ যাবৎ জীবেৎ সুখম্ জীবেৎ

ঝরাপাতা এর ছবি

ঠিকাছে। দেশে যাইতেছি। তালের পিঠা খাওনের সময় আপনার কথা মনে করুম ঈমানে কইতাছি।


রোদ্দুরেই শুধু জন্মাবে বিদ্রোহ, যুক্তিতে নির্মিত হবে সমকাল।


বিকিয়ে যাওয়া মানুষ তুমি, আসল মানুষ চিনে নাও
আসল মানুষ ধরবে সে হাত, যদি হাত বাড়িয়ে দাও।

হাসান মোরশেদ এর ছবি

সংশয়
বরাবর
হিসাবি গজাল

সংশয় বরাবর গজাল মারা নাকি সংশয় নিজেই এক গজাল?

-----------------------------------
'পড়ে রইলাম বিধির বামে,ভুল হলো মোর মুল সাধনে'

-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।

সুমন চৌধুরী এর ছবি

দুইটাই দেঁতো হাসি
.......................................
ঋণম্ কৃত্বাহ ঘৃতম্ পীবেৎ যাবৎ জীবেৎ সুখম্ জীবেৎ

আনোয়ার সাদাত শিমুল এর ছবি

অ্যা!
_________________________
'আজকে না হয় ভালোবাসো, আর কোন দিন নয়'

কারুবাসনা এর ছবি

বুড়া হইতাসেন!


----------------------
বিড়ালে ইঁদুরে হলে মিল, মুদির কিন্তু মুশকিল ।


----------------------
বিড়ালে ইঁদুরে হলে মিল, মুদির কিন্তু মুশকিল ।

সুমন চৌধুরী এর ছবি

.......................................
ঋণম্ কৃত্বাহ ঘৃতম্ পীবেৎ যাবৎ জীবেৎ সুখম্ জীবেৎ

কারুবাসনা এর ছবি

দুর মিয়া। এহন আপনের কানে না শোনার কথা, অমন পার্ট করেন, না হইলে লোকে আপনারে চিনব না।


----------------------
বিড়ালে ইঁদুরে হলে মিল, মুদির কিন্তু মুশকিল ।


----------------------
বিড়ালে ইঁদুরে হলে মিল, মুদির কিন্তু মুশকিল ।

সুমন চৌধুরী এর ছবি

অ্যা!
.......................................
ঋণম্ কৃত্বাহ ঘৃতম্ পীবেৎ যাবৎ জীবেৎ সুখম্ জীবেৎ

তারেক এর ছবি

খাইয়া দাইয়া
বুঝতে পারলাম
মজা হইছে।
_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে

_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।