প্রপঞ্চ ২

সুমন চৌধুরী এর ছবি
লিখেছেন সুমন চৌধুরী (তারিখ: বিষ্যুদ, ৩১/০৭/২০০৮ - ১:০০পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

হাঁ করে এগিয়ে এলে ভোঁ দৌড়ে পেরোতে থাকি দৃশ্যত: ধারাবাহিক অবিমৃষ্য ভক্তি-বেসাদ খাদ বাঁচিয়ে প্রকৃত ধাতু কাঁচাতে সদ্য নলি কাটা চতুস্পদ দাপটে নৃত্য করে নবাগত সুরসঞ্চালকের পুষ্টি বাড়াই শুন্য বেয়ে খাড়াই প্রতিনির্মাণের অতিকথন সংনমন-প্রতিজ্ঞায় অভিজ্ঞা চেখে চেখে একান্তর বৃত্তস্থিত অসমস্বত্ব চলকের ভেক ধরে সনিকেত ভেটকি মেরে কাঁচকি-সাধক-প্রজ্ঞায়


মন্তব্য

মুজিব মেহদী এর ছবি

বাক্যটার মেরুদণ্ড আছে, পেটানো পেশি আছে, সৌন্দর্যও আছে; তবু ভালোবাসতে ভয় হয়।
................................................................
জেতা মৎস্য গিলে বকে মনুষ্য খায় বাঘ-ভালুকে
রহস্য বোঝে না লোকে কেবল বলে জয়।
(দীন দ্বিজদাস)

... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ...
কচুরিপানার নিচে জেগে থাকে ক্রন্দনশীলা সব নদী

সুমন চৌধুরী এর ছবি

সত্যি বলছি কুস্তি করে তোমার সঙ্গে পারবো না ... হো হো হো



ঈশ্বরাসিদ্ধে:

জুলিয়ান সিদ্দিকী এর ছবি

বিবর্তনের ধারায় সচলায়তন সুমন চৌধুরী নামে আরেকজন কবি পেতে যাচ্ছে। এবং অ-স্বাভাবিক ভাবেই এ কবিবর পাঠক-অপ্রিয় দলেও নিজের নাম লেখাতে ব্যস্ত হয়ে উঠেছেন দেখছি।

____________________________________
ব্যাকুল প্রত্যাশা উর্ধমুখী; হয়তো বা কেটে যাবে মেঘ।
দূর হবে শকুনের ছাঁয়া। কাটাবে আঁধার আমাদের ঘোলা চোখ
আলোকের উদ্ভাসনে; হবে পুন: পল্লবীত বিশুষ্ক বৃক্ষের ডাল।

___________________________
লাইগ্যা থাকিস, ছাড়িস না!

সুমন চৌধুরী এর ছবি

বহুৎ শুক্রিয়া....



ঈশ্বরাসিদ্ধে:

সবুজ বাঘ এর ছবি

বারে বা। ইয়ার একটা শব্দ ভাতে ডইলা খাইলেই তো সারাদিন আর খিদা লাগতো না।

সুমন চৌধুরী এর ছবি
সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি

গেলো মাথা খারাপ হয়া... এইবার গান শুনি...
______________________________________
পথই আমার পথের আড়াল

______________________________________
পথই আমার পথের আড়াল

সুমন চৌধুরী এর ছবি
খেকশিয়াল এর ছবি

দ্রুম দ্রুম ঢুশ ঢাশ !@##৳%৳%৳%৳%!!!

------------------------------
'এই ঘুম চেয়েছিলে বুঝি ?'

-----------------------------------------------
'..দ্রিমুই য্রখ্রন ত্রখ্রন স্রবট্রাত্রেই দ্রিমু!'

সুমন চৌধুরী এর ছবি
সবজান্তা এর ছবি

কারে দাও মা ব্রহ্মপদ, কারে কর অধোগামী


অলমিতি বিস্তারেণ

সুমন চৌধুরী এর ছবি

এ মায়া প্রপঞ্চময়



ঈশ্বরাসিদ্ধে:

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।