টু ওল্ড টু রক এন রোল টু ইয়াং টু ডাই

সুমন চৌধুরী এর ছবি
লিখেছেন সুমন চৌধুরী (তারিখ: বুধ, ২৭/০৮/২০০৮ - ৩:১৯অপরাহ্ন)
ক্যাটেগরি:

Jethro TullJethro Tull

সেই রেইনবো যূগ থেকে জেথ্রো টালের গানে রাপু খাপাং। আমি বরাবরই স্বাতন্ত্র্যের ভক্ত। ইয়ান অ্যান্ডারসনের গায়ন ভঙ্গী আর অসাধারণ বাঁশির পাশে ৫৫ বছরের রক অ্যান্ড রোল ইতিহাসের আর কাউকেই সম্ভবত: দাঁড় করানো যায় না। বলা যায় এই পথে তিনি একমেবদ্বিতীয়ম্ । গানের কথাগুলি অনেকবেশী করে কবিতা হয়ে উঠেছে, তখনকার অন্য অনেক গ্রুপের তুলনায়। আজ প্রায় পঁচিশ-ত্রিশ বছর পরেও যারা জেথ্রোটাল কে মনে রেখেছেন, আমার ব্যক্তিগত ধারণা তার বেশীর ভাগই এইসব কবিতার টানে। শুধু অ্যান্ডারসন না পুরো গ্রুপটাই সব মিলিয়ে এই কবিতাগুলিকে জীবন্ত করে রেখেছে। সত্তর দশকের পরে ওরা সময়ের সাথে বদলে গেছে। শ্রোতা হিসেবে আমি যেই জেথ্রো টাল কে চিনি তার আয়ুস্কাল ১৯৬৭ থেকে ১৯৭৮।

যেই গানটি শেয়ার করা জন্য এই পোস্ট, সেটা প্রথম শুনি ১৯৯৩ সালে। তখন ভালো লাগেনি। মরা মরা লাগছিল। ঐ সময় ভালো লাগতো লোকোমোটিভ ব্রীদ, সঙস্ ফ্রম দ্য ঊড, লিভিং ইন দ্য পাস্টের মতো গানগুলি।

টুওল্ড টু রক এন' রোল টু ইয়াং টু ডাই প্রথম খোঁচাতে শুরু করে জাহাঙ্গীরনগর থেকে বের হবার সময়। এর পর গত সাড়ে ছয় বছর ধরে খুঁচিয়েই চলেছে। এই খোঁচার বোধ হয় শেষ হবে না।

"Too Old To Rock 'n' Roll: Too Young To Die"

The old Rocker wore his hair too long,
wore his trouser cuffs too tight.
Unfashionable to the end --- drank his ale too light.
Death's head belt buckle --- yesterday's dreams ---
the transport caf' prophet of doom.
Ringing no change in his double-sewn seams
in his post-war-babe gloom.

Now he's too old to Rock'n'Roll but he's too young to die.

He once owned a Harley Davidson and a Triumph Bonneville.
Counted his friends in burned-out spark plugs
and prays that he always will.
But he's the last of the blue blood greaser boys
all of his mates are doing time:
married with three kids up by the ring road
sold their souls straight down the line.
And some of them own little sports cars
and meet at the tennis club do's.
For drinks on a Sunday --- work on Monday.
They've thrown away their blue suede shoes.

Now they're too old to Rock'n'Roll and they're too young to die.

So the old Rocker gets out his bike
to make a ton before he takes his leave.
Up on the A1 by Scotch Corner
just like it used to be.
And as he flies --- tears in his eyes ---
his wind-whipped words echo the final take
and he hits the trunk road doing around 120
with no room left to brake.

And he was too old to Rock'n'Roll but he was too young to die.
No, you're never too old to Rock'n'Roll if you're too young to die.

ইস্নিপসে বহুত চেষ্টা করলাম, নিলো না। ঐখানে জেথ্রো টালের অন্য গান আছে কিন্তু এইটা নাই :(।

ইউ টিউবের লিঙ্ক দিলাম অতিথি সাজেদের সৌজন্যে।


মন্তব্য

sajed এর ছবি
সুমন চৌধুরী এর ছবি

অনেক ধন্যবাদ।
লিঙ্ক অ্যাড করা হৈল।



অজ্ঞাতবাস

সবজান্তা এর ছবি

আমারে অবশ্য কবিতা বা লিরিকসে টানে নাই। টানসিলো বাঁশির সুর।

একটা সময় পাগলের মত ইন্সট্রুমেন্টাল শুনতাম, বাঁশি তার মধ্যে অন্যতম। এক বন্ধু একদিন গুঁতা দিয়া কইলো, "রুটস টু ব্রাঞ্চেস" গানটা শুইনা দেখবার পারো।

সেই মনে করেন শুরু, এর পর Jethro Tull এর আরো অনেক গানই শুনসি। ওগো একটা ইন্সট্রুমেন্টাল আমার খুব প্রিয়। একটু পর আপ কইরা লিঙ্ক দিমু নে।

বদ্দা পোস্টের জন্য ধন্যবাদ।


অলমিতি বিস্তারেণ

সুমন চৌধুরী এর ছবি

ডাঙ্কে....
বাঁশি তো বটেই...তবে অন্তত ১৯৭৮ সালের হেভী হর্সেস পর্যন্ত ওদের গানে একটা টোটালিটি ছিল...যেইটা শুধু বাঁশি না সবকিছু মিলাইয়া...এই আর কি...দেঁতো হাসি



অজ্ঞাতবাস

সবজান্তা এর ছবি

বদ্দা এইটা শুনেন, ( আগেই শোনার চান্স অনেক বেশী)

Get this widget | Track details | eSnips Social DNA

অলমিতি বিস্তারেণ

সুমন চৌধুরী এর ছবি

শুনছি আগেই। কিন্তু বারে বারে শুনলেও ভালো লাগে...



অজ্ঞাতবাস

অমিত এর ছবি

No, you're never too old to Rock'n'Roll if you're too young to die.

বদ্দা, সেই যে এসব গানগুলাতে আটকে গেলাম, আর তো বের হতে পারি না।

সুমন চৌধুরী এর ছবি

বাইর হওয়ার কোন কায়দা নাই....যে এই সব গানের স্বাদই পায় নাই তার কথা অবশ্য আলাদা...



অজ্ঞাতবাস

খেকশিয়াল এর ছবি

No, you're never too old to Rock'n'Roll if you're too young to die.

\m/

শুভ জন্মদিন সুমন ভাই

------------------------------
'এই ঘুম চেয়েছিলে বুঝি ?'

-----------------------------------------------
'..দ্রিমুই য্রখ্রন ত্রখ্রন স্রবট্রাত্রেই দ্রিমু!'

সুমন চৌধুরী এর ছবি
জিফরান খালেদ এর ছবি

বদ্দা,

আমার শুভকামনাটাও নেন। অবশ্য দিন তো শুভ না... বিষাদের সময়... দৌড়াইতেসেন তো... তাই বলি, আপনার দুঃখে সাথী হইলাম।

অতন্দ্র প্রহরী এর ছবি

দারুন!
_________________________________________
বিষন্নতা ছোঁয় আমায় মাঝে মাঝেই, কখনো কি ছোঁয় না তোমায়?

ওডিন এর ছবি

এই জিনিস এতদিন পরে চোখে পড়লে কেম্নে কি!

আজ প্রায় পঁচিশ-ত্রিশ বছর পরেও যারা জেথ্রোটাল কে মনে রেখেছেন, আমার ব্যক্তিগত ধারণা তার বেশীর ভাগই এইসব কবিতার টানে।

হ' অসম্ভব সঠিক ধারণা! এই ব্যান্ডটার একেকটা গান নিয়াই পাতার পর পাতা লিখে ফেলা যায়।

তাহলে আমার প্রিয় একখান কবিতাও ঝুলায় দেই। গানটা তেমন আহামরি কিছু না- কিন্তু কথা-

Strange avenues where you lose all sense of direction
and everywhere is Main Street in the winter sun.
The wino sleeps --- cold coat lined with he money section.
Looking like a a record cover from 1971.

And here am I --- warm feet and a limo waiting.
Shall I make us both feel good? And would a dollar do?
But in your streets, I have no credit rating
and it might not take a lot to be alone just like you.

Heading up and out now, from your rock island.
Really good to have had you here with me.
And somewhere in the crowd I think I hear a young girl whisper
``Are you ever lonely, just like me?''

-Strange Avenues: Jethro Tull

______________________________________
যুদ্ধ শেষ হয়নি, যুদ্ধ শেষ হয় না

সুমন চৌধুরী এর ছবি

টোটাল ধন্যবাদ!

পুরা কইলজার মধ্যে হাদ্দিছেন .....



অজ্ঞাতবাস

শরতশিশির এর ছবি

আশ্চর্য্য, এই পোস্ট আগে দেখি নাই কেন? ওডিন মিয়া না গুতাইলে এই জেম কই যাইতো!

বদ্দা, আপনার আর কি কি পোস্ট আছে এরকম - ক্লাসের ফাঁকে দেখতেসি, তাই গুতাইবার টাইম নাই।

ওডিন মিয়া, তোমার সাথে তো আমার সিডি এক্সচেইঞ্জ করা লাগবে মনে হয় ঢাকায় আইলে ! দেঁতো হাসি

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
আমি দেখতে চাই না বন্ধু তুমি
কতখানি হিন্দু আর কতখানি মুসলমান
আমি দেখতে চাই তুমি কতখানি মানুষ।

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
আমি দেখতে চাই না বন্ধু তুমি
কতখানি হিন্দু আর কতখানি মুসলমান
আমি দেখতে চাই তুমি কতখানি মানুষ।

শরতশিশির এর ছবি

আয় হায়! এসি-ডিসি! হইসে কাম, আমি তো এখন খালি ক্লাসে (ল্যাব আর কি) এটাই শুন্তেসি হেডফোন লাগায়া। দেঁতো হাসি

গত বছর আইসিলো এসি-ডিসি নিউইয়র্কে - টাকা যদি খালি ইস্যু না হয়তো, বদ্দা!

অটঃ মুমিন, শামীম, বাপ্পি, রেণু, সোমা (সায়মা), রাসেল (ফার্মেসী) আরও অনেকরে চিনি। মুমিন আমার আগের ব্যাচের, ও এখনো যেখানে কামলা খাটে, সেইখানে আমিও কামলা খাটতাম। দুনিয়া অনেক ছোট, না? হাসি

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
আমি দেখতে চাই না বন্ধু তুমি
কতখানি হিন্দু আর কতখানি মুসলমান
আমি দেখতে চাই তুমি কতখানি মানুষ।

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
আমি দেখতে চাই না বন্ধু তুমি
কতখানি হিন্দু আর কতখানি মুসলমান
আমি দেখতে চাই তুমি কতখানি মানুষ।

সুমন চৌধুরী এর ছবি

পরের নামগুলা কারে কইলেন? এরা কারা? মন খারাপ



অজ্ঞাতবাস

শরতশিশির এর ছবি

পরের কোনগুলা, মেয়েগুলা? রেণু আর মুমিন এক ব্যাচের। সায়মা আপা মুমিনের ৩ বছরের বড়। রাসেল আমার ব্যাচের। এইবার?

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
আমি দেখতে চাই না বন্ধু তুমি
কতখানি হিন্দু আর কতখানি মুসলমান
আমি দেখতে চাই তুমি কতখানি মানুষ।

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
আমি দেখতে চাই না বন্ধু তুমি
কতখানি হিন্দু আর কতখানি মুসলমান
আমি দেখতে চাই তুমি কতখানি মানুষ।

সুমন চৌধুরী এর ছবি

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।