অনেক ক্যাচাল অনেক গ্যাঞ্জাম হবার অনেক পরে সবাই ডুব মেরেছিলাম আলাদা আলাদা তামসীক পুকুরে। তারপর সেই পুকুরের সব মৎস সাবাড় করার পরেও যখন ইজি লাগেনা তখন আরো খানিক প্যাককাদা খুইড়া আজাবের মজমায় পিনিক খুঁজতে থাকি। তারপর আরো খুদি। খুদতে খুদতে একসময় পরিচিত ডাঙ্গার কাছাকাছি কোথাও ঘেঁটি উঁচা কইরা নয়া জমিন খুঁজি। ন্যাছারালি পরথম ধাক্কাতেই লোকেশান চিন্তে পারি। তখন আসলে আত্মরক্ষার একমাত্র রাস্তায় গড়াগড়ি খায় আরো কিছু না বলা বাজে কথা। নকল পিথিমী হৈতে বাজে কথারা ফুরিয়া যাইতেছে অতিদ্রুত। আমরাও সেই সাথে অতিশয় বাজে লুকের মতো সইরা যাই আরো বেশী পাতালে। উফায়ান্তর না দেখিয়া অবশেষে সেইখানে চাতাল খুঁজি। আকালের খালবিলে বিভ্রান্ত ডুবসাঁতার দিয়া জলজ হরিং খাই কিম্বা খাওনের কথা ভাবি.....
চাবি একটা ভ্রান্ত ধারণা। কোন কোন তালা একটানেই খোলে। আর কোন কোন তালা সঠিক চাবি দিয়া চৌদ্দ মুছাড় দিয়াও খুলে না। সুতরাং আমাদেরো তালাচাবি ছিল না....
আমরা পাতালের বিভিন্ন অনতিক্রম্য খোপবাসী পলাতক ভুদাই নাবিক। সেইখানে প্রতিটি খোপে খোপে নি:সঙ্গ পাতাল পুরী....আর তার খাঁজে খাঁজে নি:সঙ্গ নাবিক.....
এরকম কেউ আজকে দুনিয়ার বুকে আরো এক চক্কর পার কইরা দিলো....
শুভ জন্মদিন সবুজ বাঘ !
মন্তব্য
খউপ সোন্দর কাটুক ফত্যকদিন।
- খাইছে, বাঘের জন্মদিন নি?
জন্মদিনে এট্টা বুকা শুভেচ্ছা দিলাম ভুদাই ঘুড়ার টানা গাড়ি থাইকা।
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কর্মকাণ্ড । বিএসএফ ক্রনিক্যালস ব্লগ
সচলায়তনে বেশ কয়েকজন আছেন যাঁদের লেখা পড়লেই বোঝা যায় কার লেখা। তাঁরা নিজেরাই তাঁদের লেখনির মাধ্যমে এই অবস্থান তৈরি করেছেন। সবুজ বাঘ তাঁদের অন্যতম।
সবুজ বাঘকে শুভ জন্মদিন জানাই। আপনার বিশেষ ধরনের লেখাগুলো কোন এক কারণে বিশেষভাবে মনে থাকে।
শুভ জন্মদিন, বাংলার সবুজ বাঘ।
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
Life is what happens to you
While you're busy making other plans...
- JOHN LENNON
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু?
শুভ জন্মদিন বাগ ভাই...
______________________________________
পথই আমার পথের আড়াল
______________________________________
পথই আমার পথের আড়াল
বিশিষ্ট কবি, আমার শ্রদ্ধা নেন...
সুমন ভাইরে এরম চমতকার লিখবার জন্যে সালাম দিলাম...
শুভ জন্মদিন সবুজ বাঘ!!
বাঘরে আর কি কই । বাঘ জানে কেম্নে হালুম কইতে হয় । পৃথিবীর একমাত্র বাঘ , যার হালুমে ডরাই না , আবারো হালুম কইতে কই ...
শুভ জন্মদিন । মঙ্গল হোক, ভালো হোক ।
--------------------------------------------------------
কারও শেষ হয় নির্বাসনের জীবন । কারও হয় না । আমি কিন্তু পুষে রাখি দুঃসহ দেশহীনতা । মাঝে মাঝে শুধু কষ্টের কথা গুলো জড়ো করে কাউকে শোনাই, ভূমিকা ছাড়াই -- তসলিমা নাসরিন
---------------------------------------------------------------------------
কারও শেষ হয় নির্বাসনের জীবন । কারও হয় না । আমি কিন্তু পুষে রাখি দুঃসহ দেশহীনতা । মাঝে মাঝে শুধু কষ্টের কথা গুলো জড়ো করে কাউকে শোনাই, ভূমিকা ছাড়াই -- তসলিমা নাসরিন
শুভ জন্মদিন হে!
কল্যান হোক, হোক মঙ্গল ।
-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।
-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।
বাঘ মামা, শুভ জন্মদিন!! এখ্খন 'বাঘ বানগেয়ি ভুদাই' পোষ্টটা ছাড়েন তো!
শুভ জন্মদিন বাগ মামা!
_______________
বোকা মানুষ
বাগমামা ওরফে আমাদের আব্দুল কাদের জিলানী, ইনি কলিযুগের কল্কি অবতারও বিশেষ। পাঠশালার প্রথম বর্ষে ইনি তাঁর বিষ্ফোরক কবিতা দিয়ে কবিদের শঙ্কিত করেন। দু' বছর পর (মনে হয়) ধর্ষক গ্রুপ তাড়ানো অভ্যুত্থানে যে দুজন নারী-পুরুষ রক্ত ঝরান ইনি তাদের মধ্যে পুরুষপ্রতিম। ধর্ষকদের বন্ধ রুমের জানালার কাঁচে এঁরা দুজন হাতকে মিসাইলের মতো ব্যবহার করেছিলেন। ভদ্রলোক যুবা-যুবতীদের যাবতীয় ফুরফুরে মহিমা ইনি এক বাক্যে ঝরিয়ে দেন। তরুণতরেরা এনার কাছে সাবালকত্ব শিখতে আসে, মুরুব্বিরা বোঝেন এই বাঘ ঘাস খাইলেও ইজ্জতরে কেয়ার করে না, অতএব নীরবতাই হীরন্ময়। আড্ডায় এনার ভৌত উপস্থিতি আধিভৌতিক সুরুয়ার কাজ করে। নিজ দেশে ইনি সুবোধ বলে পরিচিত, পরদেশে অর্থাত ঢাকায় পর্যটক, বন্ধুবৃত্তে পেয়ারের সাড়ে সারামযাদা। পরকালে দোজখের চৌকিদার যে এনাকে বিশেষ ভালবাসিবেন দাড়ি ও দড়াবাজির জন্য, তাতে কোনো সন্দেহ নাই।
কলিকালে ইনি নুতন সাহিত্যরীতির প্রবর্তক। যদিও রীতিটি আজো সনাক্ত করা সম্ভব হয় নাই, তবু বলা যায়, তিনি কিছু একটা সাধিতেছেন, যার ইশারা ভাবিযুগের লোকে বুঝিবেক। আমরা কেবল বলব, এই রীতি সনাক্ত করতে প্রথমত ডোরা দাগ এবং দ্বিতীয়ত ঘাসীয় বিভ্রমকে বুঝতে হবে। আর ব্যক্তি মানুষটিকে খুঁজতে হবে ঈষত লালিমার রেশলাগানো দাড়ির প্রকৃতি ও প্রমাণ দিয়া।
পুনশ্চ: কেহ যদি আজ তাঁহাকে জঙ্গলে বা জঙ্গমে যেখানেই পান, কোলাকুলি করিতে ভুলিবেন না। মহাশয় আপনাকে কিছুটা রস দিবেনই দিবেন, এই গরমে তাহাই বা কম কী?
হাঁটাপথে আমরা এসেছি তোমার কিনারে। হে সভ্যতা! আমরা সাতভাই হাঁটার নীচে চোখ ফেলে ফেলে খুঁজতে এসেছি চম্পাকে। মাতৃকাচিহ্ন কপালে নিয়ে আমরা এসেছি এই বিপাকে_পরিণামে।
শুভ জন্মদিন!
শুব জন্মদিন সবুজ বাগ।
আপ্নের নুতুন ভাষারীতিতে আরেকটা লেকা দেন।
---------------------------------------
আমি সব দেবতারে ছেড়ে
আমার প্রাণের কাছে চলে আসি,
বলি আমি এই হৃদয়েরে;
সে কেন জলের মতন ঘুরে ঘুরে একা কথা কয়!
---------------------------------------
আমি সব দেবতারে ছেড়ে
আমার প্রাণের কাছে চলে আসি,
বলি আমি এই হৃদয়েরে;
সে কেন জলের মতন ঘুরে ঘুরে একা কথা কয়!
শুভ জন্মদিন "সবুজ বাঘ"
-ছড়াকার
শুভ জন্মদিন ।
সুমন ভাইয়ের লেখায় (বিপ্লব)
---------------------------------
ছেঁড়া স্যান্ডেল
শুভ জন্মদিন।
-----------------------------------------------
সচল থাকুন... ...সচল রাখুন
-----------------------------------------------
মানুষ যদি উভলিঙ্গ প্রাণী হতো, তবে তার কবিতা লেখবার দরকার হতো না
এই আমোদময় পিরথীবিতে বাগ মামার জন্মদিন শুভ হোক ।
নিবিড়
শুভ জন্মদিন সবুজ বাঘ !
গ্রীন টাইগারকে জয়ন্তী শুভেচ্ছা ।
শুভ জন্মদিন সবুজ বাঘ।
আপনার পিথিমি থেকে সব গিয়ানজাম দূরে হটে যাক!
-----------------------------------
... করি বাংলায় চিৎকার ...
-----------------------------------
বই,আর্ট, নানা কিছু এবং বইদ্বীপ ।
শুভ জন্মদিন বাঘ মামা।
---------
চাবি থাকনই শেষ কথা নয়; তালার হদিস রাখতে হইবো
জন্মদিনে উনি হরিং শিকারে গেছেন বোধ হয়... সেই হরিংয়ের মাংস উনি একলা খাইবেন তা তো হইবার পারে না...
হরিনের মাংস নিয়া চুদুর বুদুর চইলতো নো চইলতো নো...
______________________________________
পথই আমার পথের আড়াল
______________________________________
পথই আমার পথের আড়াল
পিথীমিতে আগুমনের নাগি জন্মদিনের কেতা।
====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির
ছবিতে প্রথম ঝলকে বাঘেরে আমার কাছে রুদ্র রুদ্র লাগতেছিল।
বেশ সুন্দর। ছবিটা ও লেখাটা।
শুভেচ্ছা বাঘেরে। ওর নিয়মিত শিকারটিকার মিলুক।
........................................................................................
তোমার হাতে রয়েছি যেটুকু আমি, আমার পকেটে আমি আছি যতটা, একদিন মনে হবে এটুকুই আমি, বাকি কিছু আমি নই আমার করুণ ছায়া
... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ...
কচুরিপানার নিচে জেগে থাকে ক্রন্দনশীলা সব নদী
আমোদময় পিথিবীর পচুর গিয়ানজামে বাঘরে শুকনা কাঁথার শুভেচ্ছা। মদ দিয়া ভাত আর পেম দিয়া শইল মাছ খাউ ।
হাঁটুপানির জলদস্যু
টাইগ্রিস নদীর তীরে থাই দুকানিদের ধারে
হাঁটছিলাম একা একা ভুল পথে...........প্রিয় পিযুষ নন্দীরা, যারা আবার রাজম নন্দীর ভাই এবং চঞ্চল নন্দীর ভাইস্তা এবং প্রেত্যেকেই তারা বিখ্যাত নন্দী ফ্যামিলির সদস্য, এবং অতি অবশ্যই তারা কুনো ইউসুফ জাই ফ্যামিলির সদস্য না। তারা ফুটবল খেলতে ভালোবাসে এবং ক্রিকেটও পারে। তারপরো চঞ্চল নন্দী স্যার প্রাইভেট পড়ায় এবং আমরা প্রাইভেট পড়ি এবং আমরা কুনো জর্মদিন পালন করি না।
কিন্তু তারপরো কতা তাহে। আইজক্যা আফনেরা আমারে যে সনমান দেহাইলেন, কতা দিলাম এইন্না আমি কুনোদিন বেইচা খামু না। মনের মণিকুটায় সযত্নে হাঞ্জাইয়া রাকুম।
বাঘ সাহেব। টেরই পাই নাই। দেরিতে জন্মদিন দিলাম। শুভশুভ জন্মদিন হে।
==========================
পৃথিবীর তাবৎ গ্রাম আজ বসন্তের মতো ক্ষীণায়ু
ধুরো, আমার সাগর খাউনের ফাঁকে, বাঘাদার জম্মদিন গ্যালো গা।
শুভ জম্মদিন হে প্রিয় ঘাসখাইকা বাঘা দা...
অলমিতি বিস্তারেণ
অলমিতি বিস্তারেণ
বালের ইন্টারনেট আমারে পেছনে ফেলাইচে, নয়তো বাঘেরে আমিও কইতে পারতাম সুময়মতো শুভজন্মদিন।
ভুল সময়ের মর্মাহত বাউল
------------------------
ভুল সময়ের মর্মাহত বাউল
নতুন মন্তব্য করুন