বয়স তো কম হলো না। বয়স ব্যাপারটার সমস্যা হচ্ছে হযবরল'র উধো-বুধো বাদে একে কমের দিকে আনার আপাতত কারো সাধ্য নেই। বাড়তে বাড়তে বুড়ো হতে হতে ক্রলিং করতে করতে চলেছি পটল ক্ষেতের দিকে।
তার সাথে বহু স্মৃতি। বহু কথা। বহু আকথা। অনেক অমিমাংসিত বাহাস....
সেই ঝটিকা সফরে সিলেটে কিংবা পার্বত্য চট্টগ্রামে এগারো দিনের অজ্ঞাতবাস....চোখে ভাসে রেললাইনে চলমান পাথুরে বিন্দুগুলি...মনে পড়ে শৈশবে নেপালবাবুর শিক্ষা, বিন্দুর চলার পথকে রেখা বলে...
হার্ডল রেসের আরো খানিক পরের ধাপে ব্লগীয় যূগে আবার খুঁজে পাই তাকে। নানারকম উস্টা খেয়ে ক্যারিয়ারিস্টের ভেক ধরা তাঁকে ব্লগার বানিয়ে ছাড়ি। তবে স্বভাবে পরিবর্তন আসে না। ভুস্ করে লাপাত্তা হবার প্রবনতা থেকেই যায়।
গত মাস খানেক ধরে যেমন আবারো লাপাত্তা...
শুভ জন্মদিন কর্ণজয় !
মন্তব্য
শুভ জন্মদিন![হাসি হাসি](http://www.sachalayatan.com/files/smileys/1.gif)
.............................................................................................................
মানুষ নিজের জন্য বাঁচেনা
........................................................................................................
সব মানুষ নিজের জন্য বাঁচেনা
সকাল থেকে বুঝি আর আধঘণ্টা কাটা যায় না...![মন খারাপ মন খারাপ](http://www.sachalayatan.com/files/smileys/2.gif)
শুভ জন্মদিন
______________________________________
পথই আমার পথের আড়াল
______________________________________
পথই আমার পথের আড়াল
শুভ জন্মদিন![হাসি হাসি](http://www.sachalayatan.com/files/smileys/1.gif)
আচ্ছা একটা প্রশ্ন, কর্ণজয় মানে কী ?
অলমিতি বিস্তারেণ
অলমিতি বিস্তারেণ
শুভ বাড্ডে।
=============================
শুভ জন্মদিন![হাসি হাসি](http://www.sachalayatan.com/files/smileys/1.gif)
_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে
_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে
শুভ জন্মদিন।
বুঝলাম না
বয়স বাড়লো একজনের
আর কান্দে আরেকজন
গাইয়ে বাছুরে মিল থাকলে এমুনই হয়। বনে যাইয়া দুদ দেয়।
যাই হোক,শুভ জর্মদিন কর্মজয়।
শুভেচ্ছা।
শুভ জন্মদিন কর্ণজয়!! এত লম্বা লম্বা সময় ধরে লাপাত্তা নাহলেই কী নয়? এদিকে একটু সময় দিন!
তোমার সঞ্চয়
দিনান্তে নিশান্তে শুধু পথপ্রান্তে ফেলে যেতে হয়।
তোমার সঞ্চয়
দিনান্তে নিশান্তে শুধু পথপ্রান্তে ফেলে যেতে হয়।
শুভ জন্মদিন।
**********************
ছায়া বাজে পুতুল রুপে বানাইয়া মানুষ
যেমনি নাচাও তেমনি নাচি, পুতুলের কি দোষ!
!কাঁশ বনের বাঘ!
**********************
ছায়াবাজি পুতুলরূপে বানাইয়া মানুষ
যেমনি নাচাও তেমনি নাচি, পুতুলের কী দোষ!
!কাশ বনের বাঘ!
- জয় ভাইকে অনেক অনেক শুভেচ্ছা জন্মদিনের।![চলুক চলুক](http://www.sachalayatan.com/files/smileys/yes.gif)
লাপাত্তা যারা হতে পারে ভুসভাস, তাদের সবাইকে একযোগে 'প্লাস'!
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কর্মকাণ্ড । বিএসএফ ক্রনিক্যালস ব্লগ
অনেকদিন দেখি না উনারে,
হ্যাপি বাড্ডে...
শুভ জন্মদিন।
A question that sometimes drives me hazy: am I or are the others crazy?
শুভ জন্ম দিন ।
-----------------------------------------
অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...
অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...
শুভ জন্মদিন!
এই একটা লোক। লেখার হাত মারাত্মক, ভাষার দখল দুর্দান্ত আর চিন্তাভাবনা অসম্ভব শার্প; কিন্তু ব্লগে সবসময়ই আউট অফ ফোকাস। জিনিয়াস পাবলিক!
শুভ হোক জন্মদিন।
---------
চাবি থাকনই শেষ কথা নয়; তালার হদিস রাখতে হইবো
শুভ জন্মদিন
— বিদ্যাকল্পদ্রুম
শুভ জন্মদিন, জয়। আগামীকাল দেখা হচ্ছে না?
.......................................................................................
আমি অপার হয়ে বসে আছি...
.......................................................................................
Simply joking around...
শুভ জন্মদিন, কর্ণজয়।
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
একলা পথে চলা আমার করবো রমণীয়...
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু?
নতুন মন্তব্য করুন