প্রোফাইল

সুমন চৌধুরী এর ছবি
লিখেছেন সুমন চৌধুরী (তারিখ: শনি, ০৯/০৬/২০০৭ - ১:০৭পূর্বাহ্ন)
ক্যাটেগরি:
সংযত থাকো সন্তাপে আর শাকান্ন থেকে বৈরাগে সুচতুর কিছু উত্তাপে যার চুড়ান্ত কিছু নেই ভাগে মাত্রার থেকে মাত্রাতে চল শংকর থেকে অ্যালকোহল যাত্রার প্রতি ঘাটে ঘাটে বল ওংকারমতি দেয় টহল? সদর্থ দেখো ঝাপসা তামাকে ধূলিঝড় থেকে কালাপাহাড় প্রিজমিক চোখে চেনোতো আমাকে হরিহর থেকে চোরাখামার (এটা সামহোয়ারইনে আমার প্রথম পোস্ট। লেখা হয়েছিল ২০০২ এর ২০মার্চ)

মন্তব্য

উৎস এর ছবি
২০০২? এতো আগে?
কর্ণজয় এর ছবি
হা ! মহাকাল !!
অমিত এর ছবি
এইটা মনে হয় কবিতার জন্মদিন বলা হইসে
মাশীদ এর ছবি
ছন্দটা ভাল্লাগসে! তবে ঠিক বুঝিনি। মাত্র দুইবার পড়সি। আরো কয়েকবার পড়তে হবে মনে হচ্ছে। --------------------------------------- হারিয়ে যেতে হবে আমায় ফিরিয়ে পাব তবে।

ভাল আছি, ভাল থেকো।

সুমন চৌধুরী এর ছবি
এইটা লিখছিলাম ২৫তম ব্যাচের সমাপনী উৎসবে যোগদিতে ক্যাম্পাসে যাওয়ার আগের দিন।ভাবছিলাম এই শেষ।আর কবিতা লেখার ব্যর্থ চেষ্টা করুম না।তারপর লিখিও নাই টানা সাড়ে তিন-চার বছর।সামহোয়ারের প্রথম ৩০-৩৫টা পোস্ট ১৯৯৭-২০০১ এ লেখা।এইটা কিছু হইছে না না হইছে জানিনা।তবে ঐতিহাসিক কারণে এইটার প্রতি আলাদা একটা দূর্বলতা আছে। বি:দ্র:এইটা প্রথম আলোতে আর আজকের কাগজে পাঠাইছিলাম। কোন অনাত্মীয়ই ছাপে নাই। ....................................... ঋণম্ কৃত্বাহ ঘৃতম্ পীবেৎ যাবৎ জীবেৎ সুখম্ জীবেৎ
সচলায়তন এর ছবি
=DX

_________________________________
সচলায়তন.COM কর্তৃপক্ষ

সুমন চৌধুরী এর ছবি
কারণ কি? ....................................... ঋণম্ কৃত্বাহ ঘৃতম্ পীবেৎ যাবৎ জীবেৎ সুখম্ জীবেৎ
সবুজ বাঘ এর ছবি
কউ কুনো চুদানির পুত্রই ছাপে নাই।
সবুজ বাঘ এর ছবি
শালাগোরে মাইরা একদিন ভাইঙ্গা ফালামু। শালারা আমাগো লেকা না ছাফিয়া আইড়া কাইড়া লুকের লেকা ছাফায়। োগো চুফার দাতে হিড়িম্বা ঠাপময় শক্তিশালী কয়ডা বক্সিন না কষাইলেই না।
সুমন চৌধুরী এর ছবি
ঘুষা দিলে কি ছাপবো? ....................................... ঋণম্ কৃত্বাহ ঘৃতম্ পীবেৎ যাবৎ জীবেৎ সুখম্ জীবেৎ
হাসান মোরশেদ এর ছবি
সবুজ বাঘ দেখি সন্ত্রাসী হুংকার ছাড়ে -------------------------- আমি সত্য না হলে গুরু সত্য কোনকালে?

-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।

সুমন চৌধুরী এর ছবি
:) ....................................... ঋণম্ কৃত্বাহ ঘৃতম্ পীবেৎ যাবৎ জীবেৎ সুখম্ জীবেৎ
ধুসর গোধূলি এর ছবি
গ্রীন টাইগ্রিসরে মিসিং করি! _________________________________ <স্বাক্ষর দিমুনা, পরে জমিজমা সব লেইখা লইলে!>

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।