গিট্টু

সুমন চৌধুরী এর ছবি
লিখেছেন সুমন চৌধুরী (তারিখ: বুধ, ২৪/০৬/২০০৯ - ১০:১৯অপরাহ্ন)
ক্যাটেগরি:

তোমার বগলে লোম নেই
তাই স্লিভলেস পড়ে
অহরহ মগজের বকলেস
খুলে দিতে,
চালে ঘি’তে মিলে
দমবন্ধ পড়ে থাকা
শেষ হয় পোলাওয়ের খাই খাই গন্ধে,
কাবাব রেজালা খতমের পর
বেঁচে থাকা সবেধন শ্রেণীশত্রু
মিত্রপক্ষে নিরন্তর হাই ফাইভ করে যায়
লড়ে যায় তথাস্তু প্রাণায়াম ভালোবেসে
সাইকেডেলিক রেশে
জাগতিক জানালার বাড়িঘর
সরাসর
নিয়মিত মেরামতি
যতিচিহ্নে বহমান কালাজ্বর
ডরপুক ঝাড়ফুঁকে লাভক্ষতি
হালখাতা উদ্ধত স্লিভলেসে
খুলি নেড়ে অবিরাম
বকলেস খোলাখোলি
চোলিটানা দু:শাসন মারফতি
নিবেদন চেখে দেখে,
দেখে শেখে
শিখে শিখে আরো বেশী
সবিনয় বখে যায়
চেখে চেখে শিখে নেয়
দমদার ধূমালী -
দালি’র গোঁফে মারে
রোপওয়ের অবশেষ প্রান্ত
ক্ষতক্লান্ত
নাগরিক গিট্টু


মন্তব্য

মামুন হক এর ছবি

উচ্চমার্গের কবিতা বস, দিলেন তো গিট্টু লাগাইয়া!

সুমন চৌধুরী এর ছবি
মামুন হক এর ছবি

ক্ষতক্লান্ত নাগরিকের কিচ্ছা, গিট্টু নয়তো কী?

সুমন চৌধুরী এর ছবি
তীরন্দাজ এর ছবি

একেবারেই "নাগরিক গিট্টু"! বড় বেশী ভয়ঙ্কর!
আমরা তাতে ক্ষতক্লান্ত!
**********************************
কৌনিক দুরত্ব মাপে পৌরাণিক ঘোড়া!

**********************************
যাহা বলিব, সত্য বলিব

অনীক আন্দালিব এর ছবি

কবিতা পড়ে একটা শব্দই মাথায় আসছে।

"ঝাঁঝাঁলো"

আনোয়ার সাদাত শিমুল এর ছবি

হ!

কীর্তিনাশা এর ছবি

ঠিক আছে ...

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

সুমন চৌধুরী এর ছবি

সবাইকে ধন্যবাদ। আর কী কমু.....?



অজ্ঞাতবাস

অবাঞ্ছিত এর ছবি

কার উন্মুক্ত বগলের দিকে তাকায়ে এই কবিতা লিখসেন তা কইতে পারেন দেঁতো হাসি

__________________________
ঈশ্বর সরে দাঁড়াও।
উপাসনার অতিক্রান্ত লগ্নে
তোমার লাল স্বর্গের মেঘেরা
আজ শুকনো নীল...

__________________________
ঈশ্বর সরে দাঁড়াও।
উপাসনার অতিক্রান্ত লগ্নে
তোমার লাল স্বর্গের মেঘেরা
আজ শুকনো নীল...

দুর্দান্ত এর ছবি

স্লিভলেস, পোলাউ আর গিট্টু - একসাথে দেখে সেই নিউটেনে স্কুল ফিস্টের কথা মনে হল। নিচের ক্লাসের কোন বাচ্চার গার্জিয়ান ভদ্রমহিলা অসাবধানে কি ইচ্ছে করেই ছেলেদের স্কুলের সেই অনুষ্ঠানে ফিনফিনের সাদা শারীর নিচে সাদাকালো পোল্কা ডটের স্লিভলেস ও পিছনে গিট্টুওয়ালা জামা পড়ে এসে বসেছিলেন প্যান্ডেলের নিচে। নিউটেনের ছেলেদের সাথে সাথে বাইট্টা করিম স্যারেরও সেদিন বকলেস ঢিলে হয়ে যাচ্ছিল, বার বার।

দ্রোহী এর ছবি

যাক এইটা জেনেসিস না। তাই খানিকটা বুঝতে পেরেছি।

"তোমার বগলে লোম নেই" পড়েই একটা "গঠনা"র কথা মনে পড়ে গ্যালে। সেই "গঠনা" দিয়ে সহজেই একটা বাজে গল্প লেখা যেতে পারে। দেঁতো হাসি

তানবীরা এর ছবি

কি জানি
---------------------------------------------------------
রাত্রে যদি সূর্যশোকে ঝরে অশ্রুধারা
সূর্য নাহি ফেরে শুধু ব্যর্থ হয় তারা

*******************************************
পদে পদে ভুলভ্রান্তি অথচ জীবন তারচেয়ে বড় ঢের ঢের বড়

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।