আশরাফুলের জন্য শাস্তি - ৩ প্লেট কাচ্চি বিরিয়ানি (তেল কম হবে) এক টানা খেতে হবে, পানি খাওয়া যাবে না, এর পরে কড়া রোদের মধ্যে ৩ প্যাকেট গোল্ডলীপ সিগারেট দাড়ায়ে দাড়ায়ে এক টানা শেষ করতে হবে।
____________ অল্পকথা গল্পকথা
১৮ | লিখেছেন কিংকর্তব্যবিমূঢ় (তারিখ: মঙ্গল, ২১/০৭/২০০৯ - ১:৪৫পূর্বাহ্ন)
হাবাকে গালি দিয়েও প্রচুর ব্লগ লেখা হইসে, বাশ্রাফুলকে নিয়েও হচ্ছে, আমি নিশ্চিত সাকিবরে নিয়েও হবে ... প্লেইন রিয়েলিটি হচ্ছে আমাদের কোন কোয়ালিটি প্লেয়ার নাই ... আশরাফুলকে বাদ দেয়া তো সমস্যা না, কিন্তু ওর বদলে আনা হবে কাকে? আমাদের তো কোন প্লেয়ারই নাই ...
................................................................................................ খাদে নামতে আজ ভয় করে, নেই যে কেউ আর হাতটাকে ধরা ...
এজন্যই আমি সবাইরে ভালোবাসি। ক্রিকেট হলো মাইন্ড গেম, আর বাঙ্গালী হলো আবেগপ্রবণ, সেন্টিমেন্টাল জাতি। খেলোয়াড়রা পেপারে একদিন সমালোচনা শুনলে মুষড়ে পড়ে। তাই ওদের জন্য শুধুই ভালোবাসা।
২০ | লিখেছেন কিংকর্তব্যবিমূঢ় (তারিখ: মঙ্গল, ২১/০৭/২০০৯ - ২:০২পূর্বাহ্ন)
মুশকিল হইলো এইগুলিরে তো গালি ছাড়া আর কিছু দিতে ইচ্ছা করে না ... কি যে করা দরকার আসলে তাই বুঝি না
................................................................................................ খাদে নামতে আজ ভয় করে, নেই যে কেউ আর হাতটাকে ধরা ...
ঢাকার ক্লাবভিত্তিক ক্রিকেট লীগ আবার চালু করা দরকার। ঐ সময় আবাহনী-মোহামেডান-সূর্যতরুণ-বিমান ম্যাচে যে চাপ, যে দর্শক ঐরকম অবস্থার মধ্য দিয়ে খেলে না আসলে টেম্পারামেন্ট বাড়বে না। এখন যে জাতীয় লীগ হয় ঐখানে দর্শক কেমন হয় তা প্রশ্নের বিষয়...
____________ অল্পকথা গল্পকথা
২৫ | লিখেছেন অতিথি লেখক (তারিখ: মঙ্গল, ২১/০৭/২০০৯ - ২:০৮পূর্বাহ্ন)
ওয়েস্ট ইন্ডিসের এই ২-৩নাম্বার দলের সাথে খালি স্টেডিয়ামে টেস্ট ম্যাচ জিততে যদি এই অবস্থা হয় তাইলে আসলেই আমাদের দেশের টেস্ট স্ট্যাটাস একটা প্রশ্নের বিষয়।
------------------------
উদ্ভ্রান্ত পথিক
কথাবার্তা শুনে আমি ভাবলাম বুঝি বাংলাদেশ হারতে চলেছে। স্কোর দেখি অন্য কথা বলে - "Bangladesh require another 67 runs with 6 wickets remaining"
কিছু উৎপল শুভ্রর দরকার আছে মনে হয়...
পথের দেবতা প্রসন্ন হাসিয়া বলেন, মূর্খ বালক, পথ তো আমার শেষ হয়নি তোমাদের গ্রামের বাঁশের বনে । পথ আমার চলে গেছে সামনে, সামনে, শুধুই সামনে...।
পথের দেবতা প্রসন্ন হাসিয়া বলেন, মূর্খ বালক, পথ তো আমার শেষ হয়নি তোমাদের গ্রামের বাঁশের বনে । পথ আমার চলে গেছে সামনে, সামনে, শুধুই সামনে...।
সাকিবের মাথায় মাল ঊঠে গেসে, তিন বলে তিনটা ফোর ... আউট না হইলেই হয় ...
................................................................................................ খাদে নামতে আজ ভয় করে, নেই যে কেউ আর হাতটাকে ধরা ...
হ । বাংলাদেশ ব্যাটসম্যানদের মড়ত লাগে তিনটা কেইসে ।
১. ফিফটির আশে পাশে
২. টি ব্রেক লাঞ্চ ব্রেকের পর
৩. কোনক্রমে দুইটা তিনটা বাউন্ডারি মারার পর ।
সাকিবের ক্ষেত্রে ১ আর ৩ কমন পড়তেছে দেখা যায় ।
এরে কয় কাপ্তান!!!!।।এরে কয় প্লেয়ার!!!...সাকিব রে লাল সালাম...
তবে যাই হোক...আশ্রাফুলরে না পিটাইলে মন ঠান্ডা হইব না!
---------------------------------------
হতাশাবাদীর হতাশাব্যঞ্জক হতশ্বাস!
-------------------------------------------------------------
জীবন অর্থহীন, শোন হে অর্বাচীন...
রহিম মারতেসে এইটা ভালো ... সাকিবের শেষ পর্যন্ত থাকা দরকার ... ও আউট হইলে সবডি লাইন দিবে ...
................................................................................................ খাদে নামতে আজ ভয় করে, নেই যে কেউ আর হাতটাকে ধরা ...
ওরেরেরে...মাত্র চার ঘন্টা ঘুমালাম, এর মধ্যে এত কান্ড!!!!!!!!!!!!!
সাবাস সাকিব!!!!!!!!!!!!!!! আফসুস...সেঞ্চুরী হইল না......
---------------------------------------------------------------------------
No one can save me
The damage is done
আমরা খুব দ্রুত সবকিছু ভুলে যাই। একসময় আশরাফুলকে মাথায় তুলে নেচেছি, আজকে গালি দিচ্ছি। আজ সাকিব সাকিব করতে অজ্ঞান হচ্ছি...সামনের বছর এরকম সময়ে হয়তো সাকিবের বাবা মা গালি খাবেন।
ইন্টারমিডিয়েটে পড়া প্যাট্রিয়ট কবিতাটি মনে পড়ে যাচ্ছে।
---------------------------------------------------------------------------
No one can save me
The damage is done
১২ ঘন্টা পর বাসায় ফিরা এমন ধামাকা নিউজ শুইনা যেমন আনন্দ হইল তেমন মন ও খারাপ হইল লাইভ অ্যাকশন মিস করায়। জয় বাংলা, আর বাংলা মদের বোতল বাঁশরাফুলের ... ... ...
=================================
বাংলাদেশই আমার ভূ-স্বর্গ, জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরিয়সী
মামুন ভাই...বাংলাদেশের ব্যাটিং এর সময় আপনি ঘুমাইয়া থাকবেন...আর অন্য দলের ব্যাটিং এর সময় জাইগা!...ঘুমের বড়ি লাগ্লে আমরা চান্দা তুইলা দিমু!
----------------------------------
হতাশাবাদীর হতাশাব্যঞ্জক হতশ্বাস!
-------------------------------------------------------------
জীবন অর্থহীন, শোন হে অর্বাচীন...
আমি খেলা দেখলে এমনকি আজকাল দেখি আপডেট নিলেও উইকেট পড়ে। সাকিবের ব্যাটিং দেখতেছিলাম, এক ওভারে পর পর দুইবার আপীল উঠার পর বুঝলাম, এইটা আমার জন্য ইশারা। আস্তে আইসা শুয়া পড়লাম। যাক ইশারা বুঝতে ভুল হয় নাই
ভাইসব
আর প্রশংসার দরকার নেই
পরে দেখা যাবে পরের কোন ম্যাচে এ্যায়সা বাঁশটা খাচ্ছে
-------------------------------
আমার মাঝে এক মানবীর ধবল বসবাস
আমার সাথেই সেই মানবীর তুমুল সহবাস
-----------------------------------
আমার মাঝে এক মানবীর ধবল বসবাস
আমার সাথেই সেই মানবীর তুমুল সহবাস
মন্তব্য
থাবড়ায় আশরাফুলের কানপট্টি গরম করে দেওয়া যায়।
খাচরাফুলকে খাচরা খাচরা গালি দিতে মঞ্চায়। নানা কারণে পার্তেসিনা।
আপনার পোস্ট দেইখাই মাথায় বুদ্ধিটা আসলো
এই যাবৎকালে যতো জেনেসিস বাইর হইছে, সব মুখস্ত করতে হইবো।
অলমিতি বিস্তারেণ
অলমিতি বিস্তারেণ
হালায় কাইন্দা দিবে
................................................................................................
খাদে নামতে আজ ভয় করে, নেই যে কেউ আর হাতটাকে ধরা ...
দুঃখে আমার ক্রন্দন আসতাছে
বাংলাদেশ জয় থেকে মাত্র ১১২ রান দূরে.. ১ জন দাড়ায়া গেলেই হবে।
চা-নাস্তা বুটমুড়ি খাইয়া যেই দুইজন খাড়াইয়া গ্যালো, তারা ফিরত না আসলে খুবই সম্ভব। রাকিব-শাকিব জুটি পুরা চল্টা উঠাচ্ছে বলের। এই জোশ ধরে রাখতে পারলে হয়।
আশরাফুলকে টি-ব্রেকে নাস্তা খেতে দেয়া উচিত না। আজকে রাত্রে ওরে রুটি-পানি দিয়ে মাটিতে ঘুমাতে দেয়া উচিত।
অন্য ব্যাটসম্যানদের ব্যাট, প্যাড, জুতা, মুজা, গার্ড এগুলো সাফ করার কাজ ও করানো যেতে পারে । বয় রাখার খরচ বাঁচবে, আশরাফুলের ও কব্জির আড়ষ্টতা একটু কমবে ।
অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...
অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...
আশরাফুলের জন্য শাস্তি - ৩ প্লেট কাচ্চি বিরিয়ানি (তেল কম হবে) এক টানা খেতে হবে, পানি খাওয়া যাবে না, এর পরে কড়া রোদের মধ্যে ৩ প্যাকেট গোল্ডলীপ সিগারেট দাড়ায়ে দাড়ায়ে এক টানা শেষ করতে হবে।
____________
অল্পকথা গল্পকথা
সাথে তিন পেগ কমদামী ভদ্কা।
নিকটস্থ শৌচাগার ৩ কিলোমিটার।
অজ্ঞাতবাস
অজ্ঞাতবাস
আসল আইডিয়াটা জানি কার, বদ্দা?
____________
অল্পকথা গল্পকথা
সব ঠিক হয়ে যাবে, ব্যাড প্যাচ চলছে...
আশরাফুলের ভাল খেলা আর পূর্ণগ্রাস সূর্যগ্রহণ সমার্থক শব্দ হয়ে যাচ্ছে মনে হয়!
---------------
উদ্ভ্রান্ত পথিক
আমি অনেক্ষণ ধরেই চিন্তা করছি দাঁড়াব ।
অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...
অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...
আমি আসলেই নিশ্চিত না- এই পুলাডা আমগো দেশের সেরা ব্যাটম্যান কেম্নে হয় ?? মিচেল জনসনের গড়ই দেখলাম ৩৪ প্রায়...
---------------------------------------------------------------------------
- আমি ভালোবাসি মেঘ। যে মেঘেরা উড়ে যায় এই ওখানে- ওই সেখানে।সত্যি, কী বিস্ময়কর ওই মেঘদল !!!
আর কত শিখবে আশার ফুল?
মিঃ ফিফটি হাব্লাবুল কে ফিরিয়ে আনতে মঞ্চায়।
হাব্লাবুলের শেষ পনেরোটা ইনিংস: ৩৭, ৪, ৫, ২, ১৭, ৫, ১২, ১৮, ১৫, ২৩, ১১, ১, ২৫, ১১, ২
এখনো মঞ্চায়?
হাবাকে গালি দিয়েও প্রচুর ব্লগ লেখা হইসে, বাশ্রাফুলকে নিয়েও হচ্ছে, আমি নিশ্চিত সাকিবরে নিয়েও হবে ... প্লেইন রিয়েলিটি হচ্ছে আমাদের কোন কোয়ালিটি প্লেয়ার নাই ... আশরাফুলকে বাদ দেয়া তো সমস্যা না, কিন্তু ওর বদলে আনা হবে কাকে? আমাদের তো কোন প্লেয়ারই নাই ...
................................................................................................
খাদে নামতে আজ ভয় করে, নেই যে কেউ আর হাতটাকে ধরা ...
এজন্যই আমি সবাইরে ভালোবাসি। ক্রিকেট হলো মাইন্ড গেম, আর বাঙ্গালী হলো আবেগপ্রবণ, সেন্টিমেন্টাল জাতি। খেলোয়াড়রা পেপারে একদিন সমালোচনা শুনলে মুষড়ে পড়ে। তাই ওদের জন্য শুধুই ভালোবাসা।
মুশকিল হইলো এইগুলিরে তো গালি ছাড়া আর কিছু দিতে ইচ্ছা করে না ... কি যে করা দরকার আসলে তাই বুঝি না
................................................................................................
খাদে নামতে আজ ভয় করে, নেই যে কেউ আর হাতটাকে ধরা ...
টেম্পারামেন্টের অভাব যে একটা গুরুতর ক্রটি এইটা আলোচিত হওয়া উচিত।
অজ্ঞাতবাস
অজ্ঞাতবাস
ঢাকার ক্লাবভিত্তিক ক্রিকেট লীগ আবার চালু করা দরকার। ঐ সময় আবাহনী-মোহামেডান-সূর্যতরুণ-বিমান ম্যাচে যে চাপ, যে দর্শক ঐরকম অবস্থার মধ্য দিয়ে খেলে না আসলে টেম্পারামেন্ট বাড়বে না। এখন যে জাতীয় লীগ হয় ঐখানে দর্শক কেমন হয় তা প্রশ্নের বিষয়...
____________
অল্পকথা গল্পকথা
ধুর... এই হালারে বাদ দেওয়া উচিত
আর কতো?
______________________________________
পথই আমার পথের আড়াল
______________________________________
পথই আমার পথের আড়াল
ব্যাট হাতে লইয়াও আশরাফুল ব্যাটম্যান হইতে পারলো না, বেলা শেষে হইলো জোকার।
ওয়েস্ট ইন্ডিসের এই ২-৩নাম্বার দলের সাথে খালি স্টেডিয়ামে টেস্ট ম্যাচ জিততে যদি এই অবস্থা হয় তাইলে আসলেই আমাদের দেশের টেস্ট স্ট্যাটাস একটা প্রশ্নের বিষয়।
------------------------
উদ্ভ্রান্ত পথিক
প্রশ্ন তো থাকবেই রে ভাই, সিরিজটা জিততে পারলে কিছুটা হলেও রক্ষা।
কথাবার্তা শুনে আমি ভাবলাম বুঝি বাংলাদেশ হারতে চলেছে। স্কোর দেখি অন্য কথা বলে - "Bangladesh require another 67 runs with 6 wickets remaining"
কিছু উৎপল শুভ্রর দরকার আছে মনে হয়...
পথের দেবতা প্রসন্ন হাসিয়া বলেন, মূর্খ বালক, পথ তো আমার শেষ হয়নি তোমাদের গ্রামের বাঁশের বনে । পথ আমার চলে গেছে সামনে, সামনে, শুধুই সামনে...।
পথের দেবতা প্রসন্ন হাসিয়া বলেন, মূর্খ বালক, পথ তো আমার শেষ হয়নি তোমাদের গ্রামের বাঁশের বনে । পথ আমার চলে গেছে সামনে, সামনে, শুধুই সামনে...।
দিগন্ত, আপনার কী মনে হয়? জিতব আমরা?
আমি আমার চরিত্র অক্ষুণ্ণ রেখে ডিপ্লোম্যাটিক উত্তর দিই - বাংলাদেশের জেতার সম্ভাবনা ৯০%।
পথের দেবতা প্রসন্ন হাসিয়া বলেন, মূর্খ বালক, পথ তো আমার শেষ হয়নি তোমাদের গ্রামের বাঁশের বনে । পথ আমার চলে গেছে সামনে, সামনে, শুধুই সামনে...।
পথের দেবতা প্রসন্ন হাসিয়া বলেন, মূর্খ বালক, পথ তো আমার শেষ হয়নি তোমাদের গ্রামের বাঁশের বনে । পথ আমার চলে গেছে সামনে, সামনে, শুধুই সামনে...।
কিছু পরিস্থিতিতে ৬৭ অনেক রান। আজকে আরো ২৩ ওভার বাকি। যা বলার পরে বলি....
অজ্ঞাতবাস
অজ্ঞাতবাস
কথা সেইটাই ভরসা করাটা মুশকিল । সাকিবের মনে হয় হাটু কাপতেছে ফিফটির উত্তেজনায় । আউট হয়া না যায় আবার ।
সে এই মুহুর্তে ৬৬৬ রানে আছে । শয়তানী স্কোর ।
নীড়পাতা.কম ব্লগকুঠি
সাকিবের ফিফটি হইলো ... সাবাশ ...
আর মোটে পঞ্চাশ ...
................................................................................................
খাদে নামতে আজ ভয় করে, নেই যে কেউ আর হাতটাকে ধরা ...
সাকিবের মাথায় মাল ঊঠে গেসে, তিন বলে তিনটা ফোর ... আউট না হইলেই হয় ...
................................................................................................
খাদে নামতে আজ ভয় করে, নেই যে কেউ আর হাতটাকে ধরা ...
হ । বাংলাদেশ ব্যাটসম্যানদের মড়ত লাগে তিনটা কেইসে ।
১. ফিফটির আশে পাশে
২. টি ব্রেক লাঞ্চ ব্রেকের পর
৩. কোনক্রমে দুইটা তিনটা বাউন্ডারি মারার পর ।
সাকিবের ক্ষেত্রে ১ আর ৩ কমন পড়তেছে দেখা যায় ।
নীড়পাতা.কম ব্লগকুঠি
আর ৪৫
অজ্ঞাতবাস
অজ্ঞাতবাস
দেখে শুনে সাকিব, দেখে শুনে বাবা।
ইজি থাকতে হবে
রকিবুল গেসে ... ধুর্বাল ...
এখন সাকিবের উপরে সব ডিপেন্ড করতেসে ...
................................................................................................
খাদে নামতে আজ ভয় করে, নেই যে কেউ আর হাতটাকে ধরা ...
কইতে না কইতেই বা...
এরে কয় কাপ্তান!!!!।।এরে কয় প্লেয়ার!!!...সাকিব রে লাল সালাম...
তবে যাই হোক...আশ্রাফুলরে না পিটাইলে মন ঠান্ডা হইব না!
---------------------------------------
হতাশাবাদীর হতাশাব্যঞ্জক হতশ্বাস!
-------------------------------------------------------------
জীবন অর্থহীন, শোন হে অর্বাচীন...
রাকিবুল গেলো....
আবার সেই সামি
অজ্ঞাতবাস
অজ্ঞাতবাস
ব্যাপারনা বদ্দা, তাও হবে মনে হচ্ছে।
যাউগ্গা, খেইল্লা আউট হৈছে ।
এইবার দেখি আম্গো মুশফিক্কা কি করে ।
নীড়পাতা.কম ব্লগকুঠি
রহিম হালা না চ্যাগাইলেই হয় ...
................................................................................................
খাদে নামতে আজ ভয় করে, নেই যে কেউ আর হাতটাকে ধরা ...
কিন্তু বঙ্গপুঙ্গবেরা সামির বল দেখে সামিয়ানার নিচে দৌড় লাগাচ্ছে ঘটনা কি ?
নীড়পাতা.কম ব্লগকুঠি
কারো কারো এমন দিন যায় হাসিব ভাই, ব্যাপারনা। একটু হিসেব করে খেললেই হয়ে যাবে, আজই।
আপনার ফরমুলা তো লেগে গেল, আরেকজনরে।
৪০ রান । মানে হৈলো উইকেটপ্রতি ৮ রান ।
নীড়পাতা.কম ব্লগকুঠি
এখন বাংলাদেশের হারার জন্য নিজেদের দক্ষতায়কষ্ট করতে হবে।
পথের দেবতা প্রসন্ন হাসিয়া বলেন, মূর্খ বালক, পথ তো আমার শেষ হয়নি তোমাদের গ্রামের বাঁশের বনে । পথ আমার চলে গেছে সামনে, সামনে, শুধুই সামনে...।
পথের দেবতা প্রসন্ন হাসিয়া বলেন, মূর্খ বালক, পথ তো আমার শেষ হয়নি তোমাদের গ্রামের বাঁশের বনে । পথ আমার চলে গেছে সামনে, সামনে, শুধুই সামনে...।
কিছুই কওন যায় না । শার্দুলদের মার্জার স্বভাবে মাঝে মধ্যেই পেয়ে বসে ।
নীড়পাতা.কম ব্লগকুঠি
হবে হবে
কোপা!
তবে আশরাফুলরে দেওয়া গালিগুলা বহাল থাকবে...
অজ্ঞাতবাস
অজ্ঞাতবাস
প্রস্তাবিত শাস্তিগুলানও
নীড়পাতা.কম ব্লগকুঠি
____________
অল্পকথা গল্পকথা
মুশফিকরে মাথা ঠান্ডা রাখতে হইব।
====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির
রহিম মারতেসে এইটা ভালো ... সাকিবের শেষ পর্যন্ত থাকা দরকার ... ও আউট হইলে সবডি লাইন দিবে ...
................................................................................................
খাদে নামতে আজ ভয় করে, নেই যে কেউ আর হাতটাকে ধরা ...
সামি আইলো আবার । টেনশনে পৈড়া গেলাম ।
নীড়পাতা.কম ব্লগকুঠি
আর ২৮....
অজ্ঞাতবাস
অজ্ঞাতবাস
আর ২৫ ...
................................................................................................
খাদে নামতে আজ ভয় করে, নেই যে কেউ আর হাতটাকে ধরা ...
আর ২৪
____________
অল্পকথা গল্পকথা
২৩
অজ্ঞাতবাস
অজ্ঞাতবাস
আমি আগে ভাগেই ঘোষনা দিয়া বইলাম:
আজকের জয় আমাগো
====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির
১৯ ...
................................................................................................
খাদে নামতে আজ ভয় করে, নেই যে কেউ আর হাতটাকে ধরা ...
সাকিব পুলাটা এইবারও সেঞ্চুরি হাকাইতে পারলো না । রান দরকার ১৯, সেঞ্চুরি করতে ২৫ ।
নীড়পাতা.কম ব্লগকুঠি
সাকিব তো দেখি ফাটায়ালাইতেছে!
====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির
১৫...
____________
অল্পকথা গল্পকথা
হ্যাটস অফ টু সাকিব!
১৫ .... ইজি থাকতে হবে
নীড়পাতা.কম ব্লগকুঠি
একটা মেইডেন ওভার গেল
অসুবিধা নাই...ব্যাটে খেলছে
অজ্ঞাতবাস
অজ্ঞাতবাস
১৪ ...
................................................................................................
খাদে নামতে আজ ভয় করে, নেই যে কেউ আর হাতটাকে ধরা ...
সামিই খাইলো মুশফিক্কারে
নীড়পাতা.কম ব্লগকুঠি
রহিম গেলো...
অজ্ঞাতবাস
অজ্ঞাতবাস
কিকর্তে ইচ্ছা করে এখন !!!
মুশপিকুর গেল
____________
অল্পকথা গল্পকথা
রহিমটা গেল ... এইগুলি কোন ঝামেলা ছাড়া শেষ করতে পারে না
................................................................................................
খাদে নামতে আজ ভয় করে, নেই যে কেউ আর হাতটাকে ধরা ...
৬ টার মধ্যে ৫টাই হুদাই ক্যাটেগরিতে পড়ে...
অজ্ঞাতবাস
অজ্ঞাতবাস
১০...
____________
অল্পকথা গল্পকথা
১০
অজ্ঞাতবাস
অজ্ঞাতবাস
৬ মেরে জিতলো!!!!
____________
অল্পকথা গল্পকথা
গর্ভস্রাবুল নাকি কোন এক সাক্ষাৎকারে বলসে, সে আবারও ক্যাপ্টেন হবে। আমরা একে ক্যাপ্টেন পদ থেকে ডিমোশন দিয়ে হাবিলদার বানানোর আর্জি জানাই।
পত্থম দিন আইসি ল্যাবে... এর মধ্যেই খ্যাক খ্যাক করে হাইসা দিলাম...
ও অবশ্যই ক্যাপ্টেন হবে। তবে কমলাপুর বয়েজ ক্লাবের।
ফেসবুক স্টাইলে একটা "আই লাইক" মারতে পারলে হতো এই মন্তব্যে।
সচলায়তনের পরবর্তী আপগ্রেডে এই ফিচারটা রাখা যায়।
সাবাস বাংলাদেশ! সাবাস সাকিব!
ইয়াহুহুহুহুহুহুহুহুহু......................
====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির
৪র্থ ইনিংসে ম্যাচ-বাঁচানো খেলা + ৯০-র উপর স্ট্রাইক রেট। সাবাস, সাকিব।
(তালিয়া) (তালিয়া) (তালিয়া) (তালিয়া) (তালিয়া)
ঠিকাছে ।
নীড়পাতা.কম ব্লগকুঠি
জিতসি ..............
................................................................................................
খাদে নামতে আজ ভয় করে, নেই যে কেউ আর হাতটাকে ধরা ...
খাচরাফুল, দেকো, দেকে শেকো।
যাক। জিতলো অবশেষে।
তারপরও কই। বাংলাদেশের সত্যিকারের কোন কিরকেট পিলেয়ার নাই। আইজকা সাকিবের কপাল ভালো আছিলো তাই আউট হয় নাই।
কোপা ! কোপা !
অজ্ঞাতবাস
অজ্ঞাতবাস
পবিত্র গরু!
ক্রিকইনফোর ফ্রন্ট পেইজে বাংলাদেশের জয়ের কথা নাই। হালারা রেসিস্ট।
অজ্ঞাতবাস
অজ্ঞাতবাস
এখন আছে।
কৈ?
অজ্ঞাতবাস
অজ্ঞাতবাস
আমি তো এইখানে দেখতেসি Bangladesh clinch historic series win!
ঐটা আছে কিন্তু শিরোনামে নাই। খিয়াল কৈরা....
যাই হোক। ওয়েস্ট ইণ্ডিজরে হোয়াইট ওয়াশ করছে এইটাই সব থিকা বড় কথা।
জয় বাংলা !
অজ্ঞাতবাস
অজ্ঞাতবাস
দিছে এতোক্ষণে
অজ্ঞাতবাস
অজ্ঞাতবাস
আজ এই খুশির দিনে প্রস্তাব করছি দু'টি ক্রিকেট হুঙ্কারের। বাংলাদেশের দর্শকরা খেলোয়াড়দের উদ্দেশ্যে কোন সংক্ষিপ্ত অথচ জোরালো উৎসাহবাণী দিতে পারেন না। তাই,
ব্যাটসম্যানদের জন্য বাইড়া!
আর বৌলারদের জন্য ফাইড়া!
চালু করলে কেমন হয়?
আমি এইগুলি দিয়ে সচলায়তনের নতুন ব্যানার চাই। একদিনের জন্য হলেও।
ডেভুদের কাছে আকুল আবেদন ব্যানার+ইমো
অজ্ঞাতবাস
অজ্ঞাতবাস
সবার কাছেই খোলা আবেদন করি, ৯৬৫ × ১৫০ পিক্সেল মাপের জেপিজি ফাইলে ব্যানার করে পাঠাতে পারেন। থিম, টেস্ট সিরিজে বাংলাদেশের জয়। সচলের মাস্টহেড টেক্সট
সচলায়তন
চিত্ত যেথা ভয়শূন্য, উচ্চ যেথা শির
থাকা বাধ্যতামূলক। জায়গার টানাটানি পড়লে সাব-ক্যাপশন উহ্য রাখা যেতে পারে। ধন্যবাদ।
মেইল করুন কনট্যাক্ট অ্যাট সচলায়তন ডট কম বরাবর। বাকিটা মডুরা দেখবে।
ওরেরেরে...মাত্র চার ঘন্টা ঘুমালাম, এর মধ্যে এত কান্ড!!!!!!!!!!!!!
সাবাস সাকিব!!!!!!!!!!!!!!! আফসুস...সেঞ্চুরী হইল না......
---------------------------------------------------------------------------
No one can save me
The damage is done
---------------------------------------------------------------------------
একা একা লাগে
আমরা খুব দ্রুত সবকিছু ভুলে যাই। একসময় আশরাফুলকে মাথায় তুলে নেচেছি, আজকে গালি দিচ্ছি। আজ সাকিব সাকিব করতে অজ্ঞান হচ্ছি...সামনের বছর এরকম সময়ে হয়তো সাকিবের বাবা মা গালি খাবেন।
ইন্টারমিডিয়েটে পড়া প্যাট্রিয়ট কবিতাটি মনে পড়ে যাচ্ছে।
---------------------------------------------------------------------------
No one can save me
The damage is done
---------------------------------------------------------------------------
একা একা লাগে
জিতছিইইইইই!!! জিতছিইইইইই!!! জিতছিইইইইই!!!
------------------------------
'..দ্রিমুই য্রখ্রন ত্রখ্রন স্রবট্রাত্রেই দ্রিমু!'
-----------------------------------------------
'..দ্রিমুই য্রখ্রন ত্রখ্রন স্রবট্রাত্রেই দ্রিমু!'
নেভার মাইন্ড, আশরাফুল আবার ফিরে আসবে। প্রত্যেক খেলোয়াড়েরই একটা বাজে সময় যায়. এ থেকে এ্যাশ নিশ্চই শিক্ষা নেবে।
()
...........................
Every Picture Tells a Story
ব্যানারের উদাহরণ হিসেবে একটা করে মডুদের কাছে পাঠালাম, সেটা এরকমঃ
আপনারাও কয়েকটা বানান।
ব্যানার সুন্দর হয়েছে, হিমু। পুরা সাদার মধ্যে ফন্টটা এবং রঙের কম্বিনেশনটার জন্যই মনে হয় অন্যরকম ভালো লাগছে।
- খুশীর চোটে ধুগোও ব্যানার বানানি শিইখ্যা গেছে, সইরা খাড়া মামুর বিটা।
ব্যানার একঃ
ব্যানার দুইঃ
ব্যানার তিনঃ
তিনটাই জমা দিছি। দেখি রঙধনু মডুরা এক্সেপ্ট করে কীনা!
না করলেও অসুবিধা নাই। ব্যানার যে বানাইতে পারছি, সেই খুশিতেই কয়েকপাক নাচানাচি করতেছি।
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কর্মকাণ্ড । বিএসএফ ক্রনিক্যালস ব্লগ
অনেক প্রসংশা হইছে, আর না । সবাই সব ভুলে যান ।
অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...
অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...
আসল কথাটা বলছো।
ইচ্ছার আগুনে জ্বলছি...
ইচ্ছার আগুনে জ্বলছি...
হ...এই ঐতিহাসিক জয়ে ব্যানারের দাবী জানাই...
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
ব্যাক্তিগত ব্লগ | আমার ছবিঘর
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
ব্যাক্তিগত ব্লগ | আমার ছবিঘর
১২ ঘন্টা পর বাসায় ফিরা এমন ধামাকা নিউজ শুইনা যেমন আনন্দ হইল তেমন মন ও খারাপ হইল লাইভ অ্যাকশন মিস করায়। জয় বাংলা, আর বাংলা মদের বোতল বাঁশরাফুলের ... ... ...
=================================
বাংলাদেশই আমার ভূ-স্বর্গ, জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরিয়সী
জয় বাংলা!!
পিপির নাক খুব লম্বা মনে হচ্ছে, সে আগেই এই জয়ের সুবাস পেয়ে গেছিল। হতাশাবাদীরা পিপিকে আখের রস খাওয়ান
মামুন ভাই কই ছিলেন খেলার সময়? আপনারে মিস্কর্ছি!
____________
অল্পকথা গল্পকথা
ভাই এক উইকেট পরার পরেই ঘুমাইতে গেছিলাম, আমি জাগনা থাকলেই খালি উইকেট পড়ে
মামুন ভাই!! আপনার সাথে তো আমার দারুণ মিল!
ইচ্ছার আগুনে জ্বলছি...
ইচ্ছার আগুনে জ্বলছি...
আমিও এই একই ডরে খেলা দেখি নাই।
-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।
-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।
মামুন ভাই...বাংলাদেশের ব্যাটিং এর সময় আপনি ঘুমাইয়া থাকবেন...আর অন্য দলের ব্যাটিং এর সময় জাইগা!...ঘুমের বড়ি লাগ্লে আমরা চান্দা তুইলা দিমু!
----------------------------------
হতাশাবাদীর হতাশাব্যঞ্জক হতশ্বাস!
-------------------------------------------------------------
জীবন অর্থহীন, শোন হে অর্বাচীন...
আমিও মামুন ভাইয়ের দলে
আমি খেলা দেখলে এমনকি আজকাল দেখি আপডেট নিলেও উইকেট পড়ে। সাকিবের ব্যাটিং দেখতেছিলাম, এক ওভারে পর পর দুইবার আপীল উঠার পর বুঝলাম, এইটা আমার জন্য ইশারা। আস্তে আইসা শুয়া পড়লাম। যাক ইশারা বুঝতে ভুল হয় নাই
অলমিতি বিস্তারেণ
অলমিতি বিস্তারেণ
-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।
-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।
সবার কমেন্ট পইড়া বুঝলাম- আমরা
জিতছি
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কর্মকাণ্ড । বিএসএফ ক্রনিক্যালস ব্লগ
চিয়ার্স...
______________________________________
পথই আমার পথের আড়াল
______________________________________
পথই আমার পথের আড়াল
বাংলাদেশ জিতল তো আমার জন্যই! কারণ আমি খেলা দেখলেই দল খালি হারে। এইজন্য তাই কাল একটা বলও দেখিনি
ঠিকাছে।
ভাইসব
আর প্রশংসার দরকার নেই
পরে দেখা যাবে পরের কোন ম্যাচে এ্যায়সা বাঁশটা খাচ্ছে
-------------------------------
আমার মাঝে এক মানবীর ধবল বসবাস
আমার সাথেই সেই মানবীর তুমুল সহবাস
-----------------------------------
আমার মাঝে এক মানবীর ধবল বসবাস
আমার সাথেই সেই মানবীর তুমুল সহবাস
চিয়ার্স
---------------------------------------------------------
রাত্রে যদি সূর্যশোকে ঝরে অশ্রুধারা
সূর্য নাহি ফেরে শুধু ব্যর্থ হয় তারা
*******************************************
পদে পদে ভুলভ্রান্তি অথচ জীবন তারচেয়ে বড় ঢের ঢের বড়
নতুন মন্তব্য করুন