পিচে কিছু নাই। কোন বোলারই এইখান থিকা কিছু বাইর করতে পারবে না যদি না সে এ্যাম্ব্রোস লেভেলের বোলার হয়। ওয়েস্ট ইণ্ডিজে এর কাছাকাছিও কোন বোলার নাই এই মুহুর্তে। ফিল্ডিং এমন কিছু না। গড়পড়তা মানের।
অন্যদিকে বাংলাদেশের ব্যাটিঙশক্তি ওয়েস্ট ইণ্ডিজের থিকা বেশী। স্পিরিট এই মুহুর্তে ইতিহাসের যেকোন সময়ের থিকা বেশী। বাংলাদেশ ব্যাটিং করবে দুপুর বেলায়। রান মাত্র ২৭৫। এইযূগের ওয়ান ডে ক্রিকেটে এই রকম মারাত্মক ব্যাটিং উইকেটে এইটা কোন রানই না। সুতরাং বাংলাদেশ হারতে পারে শুধুমাত্র ব্যাটসম্যানদের গাফিলতিতে।
এবং সেইটা ইতিহাসে এতোবার ঘইটা আসছে যে অন্যরকম ভাবার পক্ষে যুক্তি পাইতে ভয় করে। নতুন রেকর্ড করার ব্যাপারে আবার আমাদের ব্যপক অনীহা।
আর কিছুক্ষণ পরেই বাংলাদেশের ব্যাটিং শুরু। বাংলাদেশ কি পারবে আমাদের শেষ পর্যন্ত জাগাইয়া রাখতে?
পারছে!!!!!!!!!
মন্তব্য
না এর দিকে ঝুঁকে রয়েছি
কোন কারণ লাগে না, বাংলাদেশ হারতে পারে, অনেকবার অনেক স্পিরিট অনেক ভাল ভাল ব্যাপার স্যাপার এর পরেও অনেক নিষ্ঠার সহিত তারা এইটা প্রমাণ করছে। জিতাজিতির অভ্যাস তাদের এখনো হয় নাই, দলে পাকনা পোলাপাইনের অভাব নাই, পাকনামি বাদ দিয়া মনোযোগ দিয়া খেলাধূলা করলে একটা কিছু হইতে পারে। তাই বদ্দা এত কিছু জরিপ কইরেন না, কিছু আশাও কইরেন না, একদম এম্পটি দিলে খেলা দেখতে বসেন।
------------------------------
'..দ্রিমুই য্রখ্রন ত্রখ্রন স্রবট্রাত্রেই দ্রিমু!'
-----------------------------------------------
'..দ্রিমুই য্রখ্রন ত্রখ্রন স্রবট্রাত্রেই দ্রিমু!'
আমার দিল্খালি.....
অজ্ঞাতবাস
অজ্ঞাতবাস
জিততে মন্চায়
বলতে বুকে সাহস লাগে, তবে আরেকটা কার্ডিফ আশা করছি আজকে।
৭ ওভারে ২৯/০
অজ্ঞাতবাস
অজ্ঞাতবাস
এখন পর্যন্ত তো ভালোই চলতাছে। তারপরও আশা করতে ভয় পাই।
**********************************
কৌনিক দুরত্ব মাপে পৌরাণিক ঘোড়া!
**********************************
যাহা বলিব, সত্য বলিব
http://live.spvod.com/live/20097/spvod13894_2.htm
খেলা দেখতে পাবেন এইখানে
পিপিদা বা কিংকু পোস্ট না দেওয়াটাই তো একটা কুলক্ষণ!
আজকে মন কিছু বলতেছেনা। ওপেনিং ধীর হলে পুরো খেলার উপরে এর প্রভাব পড়বে যা থেকে বাংলাদেশ বেরিয়ে আসতে পারবে কিনা তা নিয়ে যথেষ্ট সন্দেহ আছে।
১০ ওভারে ৪৫/০
অজ্ঞাতবাস
অজ্ঞাতবাস
জুনায়েদ গেলো....
অজ্ঞাতবাস
অজ্ঞাতবাস
শুরু হইসে
10.2
Bernard to Junaid Siddique, OUT, too well timed for his liking as he finds the fielder in the deep, full on the pads and he flicks it elegantly straight down Kemar Roach's throat at deep midwicket, there was cover there and he knew it and yet attempted a risky shot in that direction, not wise at all, West Indies have struck
Junaid Siddique c Roach b Bernard 23 (33b 2x4 0x6) SR: 69.69
................................................................................................
খাদে নামতে আজ ভয় করে, নেই যে কেউ আর হাতটাকে ধরা ...
বাঁশরাফুল আইছে....
অজ্ঞাতবাস
অজ্ঞাতবাস
বাংলাদেশের ব্যাটিং- এর মোটামুটি শুরুর থেকেই ইলেক্ট্রিসিটি নেই। একটু আগে আসলো।
খেলা দেখতে বসলাম। প্রথম বল ওয়াইড। দ্বিতীয় বলে রান আউট হতে হতে বেঁচে যাওয়া। তৃতীয় বলে আউট।
আজকেও খেলা দেখা হইলো না আমার
পুনশ্চ: ভাইসব, আজকে যদি বাংলাদেশ জিতে আপনারা চান্দা তুইলা আমার খেলা না দেখার ক্ষতিপূরণ হিসেবে একটা ভালো কোন উপহার দিয়া দিয়েন ( মোবাইল কিংবা ল্যাপটপ পছন্দের তালিকায় অগ্রাধিকার পাবে)
অলমিতি বিস্তারেণ
অলমিতি বিস্তারেণ
ঠিকাছে, মোবাইলে আমি শেয়ার করতে রাজী আছি।
১ উইকেটে ৬০
১২.২ ওভার
______________________________________
পথই আমার পথের আড়াল
______________________________________
পথই আমার পথের আড়াল
তামিম গেলো
______________________________________
পথই আমার পথের আড়াল
______________________________________
পথই আমার পথের আড়াল
রকিবুল আর আশরাফুল জুটি নিশ্চিত এখন টেস্ট মেজাজের চেয়ে ধীরনীতিতে খেলবো
______________________________________
পথই আমার পথের আড়াল
______________________________________
পথই আমার পথের আড়াল
হ
অজ্ঞাতবাস
অজ্ঞাতবাস
বেরনার্ডের অবিশ্বাস্য ক্যাচ....তামীম গেলো..
অজ্ঞাতবাস
অজ্ঞাতবাস
ভাই বিশ্বাস করেন, আমি খেলা দেখতেছি না
অলমিতি বিস্তারেণ
অলমিতি বিস্তারেণ
13.4
Roach to Tamim Iqbal, OUT, superb catch, Ian Bishop can't control himself in the commentary box, perhaps Tamim's best timed shot of the innings, it's full on middle and off, he picks it up beautifully and clips it wide of midwicket but there's Bernard who flings himself to his left to pluck that out of thin air one-handed to end the batsman's nervy stay at the crease
Tamim Iqbal c Bernard b Roach 29 (41b 3x4 0x6) SR: 70.73
................................................................................................
খাদে নামতে আজ ভয় করে, নেই যে কেউ আর হাতটাকে ধরা ...
আশাফুলের সেই দিন যদি থাকতো!
ব্যাটসম্যানদের বডি ল্যাংগুয়েজ খুবই নেগেটিভ আজকে।
১৬ ওভার শেষ, ২ উইকেটে ৭০
______________________________________
পথই আমার পথের আড়াল
______________________________________
পথই আমার পথের আড়াল
৭৮/২..১৭ ওভারে..
অজ্ঞাতবাস
অজ্ঞাতবাস
- আমি খেলা দেখুম না, খেলার খবরও নিমু না। জিততে দেখছি বা শুনছি খুব কমই!
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কর্মকাণ্ড । বিএসএফ ক্রনিক্যালস ব্লগ
বিষ্টি নামছে......
অজ্ঞাতবাস
অজ্ঞাতবাস
ডাকুয়ার্থ লুইস চাচায় কি কয় জানেন নাকি?
................................................................................................
খাদে নামতে আজ ভয় করে, নেই যে কেউ আর হাতটাকে ধরা ...
বৃষ্টিরে নিয়ে ঝামেলায় পড়া গেলো !
যাই হোক, ডার্ক-লুইস আংকেলের কবলে পড়লে বিপদের চান্স আছে। আচ্ছা, ম্যাচ ডিসাইড হইতে কতো ওভার খেলা হওয়া লাগে ? ২৫ নাকি ২০ ? যদি ২৫ হয়, তাহলে খেলা একদম বৃষ্টিতে ধুয়ে যাওয়াই ভালো
অলমিতি বিস্তারেণ
অলমিতি বিস্তারেণ
3.34pm local time: The rain has stopped completely. The umpires are on their way out to have a look. We should have a game soon, hopefully. The covers are coming off now. Just a momentary threat this.
অলমিতি বিস্তারেণ
অলমিতি বিস্তারেণ
25.5
Bernard to Raqibul Hasan, OUT, gone! Slower one bowled on a good length outside off, pushes through the line and does so uppishly, straight to Reifer who bends low to accept a straightforward catch
Raqibul Hasan c Reifer b Bernard 20 (31b 0x4 0x6) SR: 64.51
বাল
................................................................................................
খাদে নামতে আজ ভয় করে, নেই যে কেউ আর হাতটাকে ধরা ...
আশরাফুল ছক্কা মেরে ফিফটি করলো... ৬১ বলে ৫৪
১২৩ বলে ১২৬ লাগবো। উইকেটে আশরাফুল আর শাকিব...
______________________________________
পথই আমার পথের আড়াল
______________________________________
পথই আমার পথের আড়াল
আশরাফুল ৬৩ বলে ৫৫, ৪ * ৩, ৬ * ১
আজকে অন্তত ওরে গাইল দেয়া যাবে না আশা করি
................................................................................................
খাদে নামতে আজ ভয় করে, নেই যে কেউ আর হাতটাকে ধরা ...
রানরেট অনেকক্ষণ পরে ছয়ের নিচে নামছে ... ১৯ ওভারে ১১৩ লাগে ...
................................................................................................
খাদে নামতে আজ ভয় করে, নেই যে কেউ আর হাতটাকে ধরা ...
কিংকু, আশা দেখো? আমার তো খানিকটা আশা করতে মঞ্চায় অবশ্য এই দুটার উপর অনেককিছু নির্ভর করবে।
এই দুইটার একজন যদি শেষ পর্যন্ত থাকে তাহলে হবে ...
আমি চাই আশরাফুল আজকে শেষ পর্যন্ত থাইকা ম্যাচ জেতাক ... পোলাটা বহুত গালি খাইসে, আর খাওয়া ঠিক না ...
................................................................................................
খাদে নামতে আজ ভয় করে, নেই যে কেউ আর হাতটাকে ধরা ...
আশরাফুল যদি ৯০, আর সাকিব যদি ৬০ করে তাহলে তো রান প্রায় হয়ে যায়।
সাকিবের দশ রান আশরাফুলরে দিয়া দিলে হয় না?
................................................................................................
খাদে নামতে আজ ভয় করে, নেই যে কেউ আর হাতটাকে ধরা ...
এইটা শুনেন, ব্যাপক মজা পাচ্ছি
................................................................................................
খাদে নামতে আজ ভয় করে, নেই যে কেউ আর হাতটাকে ধরা ...
চলেনা তো
আমিতো শুনতেছি
আবার লিংক দিলাম, দেখেন তো ...
................................................................................................
খাদে নামতে আজ ভয় করে, নেই যে কেউ আর হাতটাকে ধরা ...
১৮১/৩
অজ্ঞাতবাস
অজ্ঞাতবাস
৯০ বলে ৯১ লাগবে, হাতে আছে ৭ উইকেট
উইকেটে আছে আশরাফুল শাকিব
আশা না করার তো কিছু নাই
এই খেলায় জিততে না পারলে মাইর দেওয়া উচিত
______________________________________
পথই আমার পথের আড়াল
______________________________________
পথই আমার পথের আড়াল
নজু ভাই, আর মাইর দিয়েননা ভাই ভালোবাসা দেন একটুখানি। ভালোবাসা দিলেই ওরা ভালো খেলবে। ছোট ছোট পোলাপান মানুষ
পিপিদা দেখি গান্ধীবাদী হয়ে যাইতেসেন
................................................................................................
খাদে নামতে আজ ভয় করে, নেই যে কেউ আর হাতটাকে ধরা ...
বহুত ভালোবাসা দিসি, বছরের পর বছর। কাম হয় নাই। গাইল দেওয়া শুরু কর্সি মোটে বছরখানেক হইসে। দ্যাখেন, কী উন্নতি।
আমি আশরাফুলের খেলা দেখে মুগ্ধ। যেমনটা দরকার, ঠিক তেমনি মেজাজে খেললো দুই দিনই। আজকে সম্ভব হলে সেঞ্চুরি করে জেতাক। অকারণে গালি খেয়েছে তা বলবো না, কিন্তু আজকে একটা ভালো ইনিংস আশরাফুলকে ফিরিয়ে আনতে সাহায্য করবে।
সাকিব তো সাকিব... ভক্ত হয়ে বসে আছি ওর। সামনের বছর কেমন করে সেটাই দেখতে চাই। মাথা নষ্ট হয়ে না গেলেই হলো।
ধুরো
................................................................................................
খাদে নামতে আজ ভয় করে, নেই যে কেউ আর হাতটাকে ধরা ...
হুমম। একটু কঠিন হয়ে গেল মনে হয়।
পোঁদবালক মুষ্ফিক নামসে। সাকিবরে রান আউট করানো ছাড়া আর কিসু সে করতে পারবে বলে মনে হয় না।
এইমাত্র ঠিক এই কামডাই হইতে লইছিলো... শাকিবটা বাঁচলো রান আউটের হাত থিকা... কপালজোড়ে
______________________________________
পথই আমার পথের আড়াল
______________________________________
পথই আমার পথের আড়াল
মোটে একটা ভালো কথা বলে সারলাম... মানে... কী যে বলবো এগুলারে... এখন নাঈম নেমে কী করে দেখি... (রহিম সাহেব দুইটা মন্তব্য সমান টিকবেন বলে বিশ্বাস নেই আর...)
কিন্তু আজকে তো এরই খেলা লাগবে
কিছু দেখানোর আজই সুযোগ।
আশুর ফিটনেস নাই আজ পুরোপুরি। তবে ভালো খেলসে। ৬৪ ... ঠিকাছে।
হ্যামস্ট্রিং ইঞ্জুরি নিয়ে যা খেললো, তা অবশ্যই খুবই প্রশংসনীয়। সেজন্যই মানসিক প্রতিবন্ধীর মতো আউট হওয়াটা এত বড় অপরাধ। রাষ্ট্রীয় কোষাগার থেকে পয়সা খরচ করে হলেও এর একটা ব্রেন-স্ক্যান করা দরকার।
খুব করে চাচ্ছিলাম আজকে আশরাফুল একটা সেঞ্চুরি করুক। প্রাপ্য ছিলো, এমন ভাবে খেলছিলো। হতাশাজনক ভাবে আউট হয়ে দলকে ডুবাতে গেলো আবার। আজকে দল হারলে অন্যায্য রকম গালি-গালাজ শুনতে হবে দুই ম্যাচের জন্যই। অথচ আশরাফুল না দাঁড়ালে দু'টার একটায়ও বাংলাদেশ কিছু করতে পারে না।
পোঁদবালক অযথা বল নষ্ট করে। নাইম বা রিয়াদরে নামানো দরকার ছিলো।
হ!!
হায়রে বাঁশ....
অজ্ঞাতবাস
অজ্ঞাতবাস
সাকিব ক্যাচ দিয়া বাঁচসে ... সেই চান্সে ফিফটি
................................................................................................
খাদে নামতে আজ ভয় করে, নেই যে কেউ আর হাতটাকে ধরা ...
৫৯ বলে ৬৯
অজ্ঞাতবাস
অজ্ঞাতবাস
পোঁদবালক ফোর মারসে
৪৭ বলে ৫২ ...
................................................................................................
খাদে নামতে আজ ভয় করে, নেই যে কেউ আর হাতটাকে ধরা ...
গেলমানুর রহিম যে এখনও সাকিবকে রানআউট করেননি, সেজন্যই তাঁকে ধন্যবাদ। চেষ্টার ত্রুটি রাখেননি যদিও...
৪৫ বলে ৪৭ ...
................................................................................................
খাদে নামতে আজ ভয় করে, নেই যে কেউ আর হাতটাকে ধরা ...
খেমার রোচ আর বল করতে পারবে না ... ডাবল বিমার দিসে
সেই বীমারে আবার শাকিব সিক্স মারসে
................................................................................................
খাদে নামতে আজ ভয় করে, নেই যে কেউ আর হাতটাকে ধরা ...
পাওয়ার প্লের দারুণ ব্যাবহার... ফাটায়া ফালাইছে...
______________________________________
পথই আমার পথের আড়াল
______________________________________
পথই আমার পথের আড়াল
শীট ... শাকিব গেসে ... কোন কাজ হইলো এইটা?
................................................................................................
খাদে নামতে আজ ভয় করে, নেই যে কেউ আর হাতটাকে ধরা ...
শাকিবটা গেলো...
রিয়াদ নামছে
______________________________________
পথই আমার পথের আড়াল
______________________________________
পথই আমার পথের আড়াল
৩৬ বলে ৩২ ... ধৈর্য্য ধরে থাকো সুনা ...
................................................................................................
খাদে নামতে আজ ভয় করে, নেই যে কেউ আর হাতটাকে ধরা ...
টানটান উত্তেজনা। ৩৫ বলে ৩৫তো করা যায়।
এইরকম ওয়াইড দিতে থাকলে তো আর কিসু লাগে না।
লাস্ট ওভারে আট রান হইসে!
২৫ রান বাকি আর। না পারলে খউপ খ্রাপ
পাঁচ ওভারে চব্বিশ ...
................................................................................................
খাদে নামতে আজ ভয় করে, নেই যে কেউ আর হাতটাকে ধরা ...
ধ্যাত্ রিয়াদটাও গেলো... ২৯ বলে ২৪ লাগবো...
______________________________________
পথই আমার পথের আড়াল
______________________________________
পথই আমার পথের আড়াল
সমস্যা কি এইগুলির? সমস্যা কি?
................................................................................................
খাদে নামতে আজ ভয় করে, নেই যে কেউ আর হাতটাকে ধরা ...
গেলমানুরই ভরসা ... এইটাও দেখতে হইলো?
................................................................................................
খাদে নামতে আজ ভয় করে, নেই যে কেউ আর হাতটাকে ধরা ...
উইকেটকীপারের বলে আউট হইলে ক্যামনে কি!
জয়ের দুয়ারে এসে বাংলাদেশ আর উইন্ডিজ পরষ্পরকে "পেহ্লে আপ" বলে যাচ্ছে... কোনো দলেরই মনে হয় না যথেষ্ট তাগিদ আছে জেতার।
আগুন আগুন।
নায়ীম ছেলেটা অতিশয় ভদ্র! পরপর দুইটা চাইর মারলো!
ওটা মুশফিক রহিম।
মুশফিকও আজকের জন্য খুবি ভদ্র ছেলে!
আজকে আল্লা নিজ হাতে বাংলাদেশরে জিতানোর চেষ্টা করতেসে, কিন্তু তাও বাংলাদেশের ব্যাটসম্যানরা জিততে নারাজ ... চিন্তা করা যায়, ওয়েস্ট ইন্ডিজের কোন সিক্সথ বোলার নাই? উইকেটকীপাররে বল করতে হয়? তাও শালারা আউট হয় ...
................................................................................................
খাদে নামতে আজ ভয় করে, নেই যে কেউ আর হাতটাকে ধরা ...
আমি তো মোটামুটি নিশ্চিত- এই রেকর্ড আর কখনো ভাঙবে না । এক উইকেটকীপার নিজের ডেব্যু ম্যাচে আরেক কীপাররে আউট করসে...।
হারতে বহুত চেষ্টা করসে আমগো টাইগারেরা - কিন্তু এই রকম অনভিজ্ঞ দলের কাছে হারা সম্ভব না...
---------------------------------------------------------------------------
- আমি ভালোবাসি মেঘ। যে মেঘেরা উড়ে যায় এই ওখানে- ওই সেখানে।সত্যি, কী বিস্ময়কর ওই মেঘদল !!!
কাম হইলো? রহিম গেলো।
মুশফিকটাও গেলো... ২৪ বলে ১৪ লাগবো... আস্তে ধীরে খেললেই হয়... হুদাকামে শেষবেলায় এক ওভারে দুইটা উইকেট ফালাইলো...
______________________________________
পথই আমার পথের আড়াল
______________________________________
পথই আমার পথের আড়াল
গেলমান গেলো... যাক, প্রত্যাশার চেয়ে ভালো খেলসে...
গেল্মানুর আউট
------------------------------
'..দ্রিমুই য্রখ্রন ত্রখ্রন স্রবট্রাত্রেই দ্রিমু!'
-----------------------------------------------
'..দ্রিমুই য্রখ্রন ত্রখ্রন স্রবট্রাত্রেই দ্রিমু!'
এরা নার্ভাস হয়ে গেসে। ২৫ বলে ১৪ রান এর সময় রিস্কি শট নেয়ার দরকারটা কি!
হুম।
পোঁদবালক আজকে দারুণ ব্যাট করসে। ডিড হিজ জব। খুব বেশি কিছু তো চাই না আমরা।
উইকেটকীপারের বলে দুইজন ফুলটাইম ব্যাটসম্যান আউট হইলে ক্যামনে কি!
সার্কাস চলতেসে ... পুরা সার্কাস
................................................................................................
খাদে নামতে আজ ভয় করে, নেই যে কেউ আর হাতটাকে ধরা ...
রিয়াদরে আর রহিম বাদশারে থাবড়া মারতে ইচ্ছা করতেছে।
২০ বলে ১০ লাগবো
আজকে তো খেলার দরকার ছিলো না, খাড়ায়া থাকলেই ম্যাচ জিতা যাইতো... ইনিংস এক্সট্রাই আছে ২৫+
______________________________________
পথই আমার পথের আড়াল
______________________________________
পথই আমার পথের আড়াল
৯ রান কোন ব্যাপারই না।
সিঙ্গেল ডিজিটে নামছে রিকোয়ারমেণ্ট! পারা উচিৎ!
এখন তো উইকেটকীপার আবার বল করবে! বাংলাদেশের বিপদগুলি হয় অস্বাভাবিক দিক দিয়ে!
ক্যাচ পড়সে ... এডি হারবে ...
................................................................................................
খাদে নামতে আজ ভয় করে, নেই যে কেউ আর হাতটাকে ধরা ...
যাক, উইকেটকীপারকে বল দেয় নাই!
জিতা গেলাম তো মনে হয় !!
জিতে গেলাম তো মনে হয়।
সেরম টাইমিং
১০১ নম্বর কমেন্ট!
আমি আশা করি আ্যশ ম্যান অব দ্য ম্যাচ হবে।
সাকিব
এ্যাশের চান্স নাই... সাকিব... উইকেট আছে... ক্যাচ আছে...
______________________________________
পথই আমার পথের আড়াল
______________________________________
পথই আমার পথের আড়াল
উইন্ডিজের সেঞ্চুরিয়ান আছে। ১১৭ বলে ১০০, ট্র্যাভিস ডাওলিন। আমার মতে ওরই হওয়া উচিত।
বদ্দা কই?
শিরোনাম পাল্টান
হ
অজ্ঞাতবাস
অজ্ঞাতবাস
বাংলাদেশ প্রাণপণে হারার চেষ্টা করে যাচ্ছে ...
................................................................................................
খাদে নামতে আজ ভয় করে, নেই যে কেউ আর হাতটাকে ধরা ...
৪ মেরে জিতসি
যাক জিতলাম শেষ পর্যন্ত ... ব্যাপক চেষ্টা করেও বাংলাদেশ হারতে পারলো না
................................................................................................
খাদে নামতে আজ ভয় করে, নেই যে কেউ আর হাতটাকে ধরা ...
ঠিকই বলেছ।
অভিনন্দন বাংলাদেশ...
______________________________________
পথই আমার পথের আড়াল
______________________________________
পথই আমার পথের আড়াল
জিতসি!
জিতছি!!!!
------------------------------
'..দ্রিমুই য্রখ্রন ত্রখ্রন স্রবট্রাত্রেই দ্রিমু!'
-----------------------------------------------
'..দ্রিমুই য্রখ্রন ত্রখ্রন স্রবট্রাত্রেই দ্রিমু!'
ঠাঠা ... এইবার কাজ করি, তিন ঘন্টা অফিসে কিছু করি নাই
................................................................................................
খাদে নামতে আজ ভয় করে, নেই যে কেউ আর হাতটাকে ধরা ...
সকলই ভ্রান্ত সিন!
কষ্টমষ্ট করে জিতলো।
হায় হায়রে, জিতে গেলাম। অকল্পনীয়!!!!!! শুভকামনা!!!!
**********************************
কৌনিক দুরত্ব মাপে পৌরাণিক ঘোড়া!
**********************************
যাহা বলিব, সত্য বলিব
ভালো খেলসে আজকে সবাই।
গালিতে কাজ হয় ।
এটা বাংলাদেশের ২০০তম ODI ছিলো...
১০০ তম ওডিআই-ও জিতসিল ইন্ডিয়ার বিপক্ষে।
ডিসেম্বর - ২০০৪।
বস, জিত্তা গেছি
=================================
বাংলাদেশই আমার ভূ-স্বর্গ, জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরিয়সী
ওরে শামসু---কই তুই???
জিত্যা গেসিগা রে---
কোপা ধইরা কোপা রে---
তোমাকে অভিবাদন আমার স্বদেশ--!!!
অভিনন্দন বাঙলাদেশ!
___________________
সহজ কথা যায়না বলা সহজে
জিত্ছি !!!
পীঠ চাপড়ানি আমারও কিছু প্রাপ্য। বাংলাদেশের ইনিংসের একটা ওভারও দেখি নাই। হাফ টাইমে আজান দিয়া ঘুমাইতে গেছি। আমি খেলা দেখলেই বাংলাদেশের ধমাধম উইকেট পড়ে। আপনাদের নার্ভের প্রশংসা করতে হয়
ঈয়াহুউউউউউউউউউউউউউউউউউউ
ভাগ্য ভালো আমি কালকে রাতে খেলা দেখি নাই। প্রথম উইকেট পড়ার পর টিভি বন্ধ কইরা দিসি। এরপর নেটে খবর নিতেসিলাম। তিন উইকেট পড়ার নেটেও নেওয়া বন্ধ কইরা দিসিলাম !
যাউকগা ভাইসব, আমার এই সুমহান ত্যাগের জন্য আমাকে উপযুক্তভাবে পুরস্কৃত করতে ভুলবেন না।
অলমিতি বিস্তারেণ
অলমিতি বিস্তারেণ
আহা ! কত আনন্দ রে !!!
-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।
-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।
অতএব প্রমাণিত হলো - মাইর এর উপর ঔষধ নাই!!
এখন থেকে প্রতি ম্যাচের আগে বাঁশ নিয়ে প্রস্তুত থাকব এনশাল্লাহ।
ইচ্ছার আগুনে জ্বলছি...
ইচ্ছার আগুনে জ্বলছি...
বদ্দা, বাঙ্গালি জাতিরে আপ্নে চিনেন নাই, এরা এক বার না পাড়িলে দেখো শতবার নীতিতে বিশ্বাসী। সামনের বারই জয় মা কালী বলে হেরে বসবে।
---------------------------------------------------------
রাত্রে যদি সূর্যশোকে ঝরে অশ্রুধারা
সূর্য নাহি ফেরে শুধু ব্যর্থ হয় তারা
*******************************************
পদে পদে ভুলভ্রান্তি অথচ জীবন তারচেয়ে বড় ঢের ঢের বড়
নতুন মন্তব্য করুন