অর্থাপত্তি

সুমন চৌধুরী এর ছবি
লিখেছেন সুমন চৌধুরী (তারিখ: রবি, ১০/০৬/২০০৭ - ৮:৩৩অপরাহ্ন)
ক্যাটেগরি:
ভ্রামক চৈতন্য থেকে ফুচকি মারে টুপ-ভূজঙ্গ পদাবলী কাকসওয়ার কৈশরে সমেহন সঙ্কুল কাব্য নয় - স্ফুরন-রহিত রিরংসাএকিভূত পানাহার পরিপাকে; আগেই বলেছি আঙ্গিক হল শুয়োপোকা - সংহার থেকে শুরু করে তাবৎ স্পশে জিঘাংসার আকর সুতরাং ইল-ফিশ ডুবসাঁতার এই ফেরারী আবর্তন; হেটেই চলেছি সটান চাঁদি ফুঁড়ে নিয়মিত অকাল গোত্তা খোলে আনকোরা পথ, বৃশ্চিক অনুপ্রাস এই বিষমপদী প্রগমন, আর কঙ্কালের অ্যাকুস্টিক নৃত্য নিরাকার সৌরশ্মশাণে; এরকম বেসামাল আলোক-বিন্যাসে সংবর্ত-সংহিতায় প্রিজমিক বিচ্ছুরণ সাপেক্ষে জ্যামিতির কাঠকয়লা হাতে হতবম্ব প্রেতের সাক্ষাত মেলে যারা সকলেই ইল-সঙ্কুল সমুদ্রস্নান ফেরতা অক্লান্ত কোরাস সুরে বেসুরে - মাঝেমধ্যে টকিন ব্লুজ, ম-ফাঁক ঘেটে খামোকা বেকুব সাবেকী তবলিয়া -

মন্তব্য

সৌরভ এর ছবি
বেসামাল । ------ooo0------ বিবর্ণ আকাশ এবং আমি ..

আবার লিখবো হয়তো কোন দিন

হাসান মোরশেদ এর ছবি
খাইছে । 'ভ্রামক চৈতন্য', 'টুপ ভূজঙ্গ পদাবলী','সংবর্ত সংহিতা' এই সব শব্দ কি সহজাতভাবেই আপনার কবিতায় এসে যায়? নাকি নির্বাচিত শব্দ তালিকা ধরে ধরে? -------------------------- আমি সত্য না হলে গুরু সত্য কোনকালে?

-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।

সুমন চৌধুরী এর ছবি
আমি সময় নিয়া শব্দ নির্বাচন সাধারণত করি না। তাতে লেখার সেক্স ফুরাইয়া যায়।:) এইটা লিখছিলাম ২০০০ সালে। তারিখ হারাইয়া গেছে। ঐ সময় সুধীন্দ্রনাথ পড়া শুরু করছিলাম। তখন ভারী শব্দ দিয়া বাজে কথা বলার একটা এক্সপেরিমেন্ট করার কথা ভাবতেছিলাম।:) ....................................... ঋণম্ কৃত্বাহ ঘৃতম্ পীবেৎ যাবৎ জীবেৎ সুখম্ জীবেৎ
সবুজ বাঘ এর ছবি
বিজ্ঞান এবং পবিত্র ঘুড়া এক সাথে চলে না। তাই ডাইনোশুয়োর এবং মিঠে বাঘ ভুদাই হতে পারে না। উড়ন্ত গাংচিল একটা ভালো ছেলের নাম।
সবুজ বাঘ এর ছবি
পিথিমীর সুমস্ত ভুংভাং কি খালি আমাগোরে প্যাঠে?
সুমন চৌধুরী এর ছবি
ভুঙভাঙ তো ভালো। ....................................... ঋণম্ কৃত্বাহ ঘৃতম্ পীবেৎ যাবৎ জীবেৎ সুখম্ জীবেৎ
হাসান মোরশেদ এর ছবি
'স্মৃতিপিপীলিকা তাই পুঞ্জিত করে আমার রন্ধ্রে মৃত মাধূরীর কণা; সে ভূলে ভুলুক, কোটি মন্বন্তরে আমি ভুলিবোনা,আমি কভু ভুলিবোনা ।। ' লেখা আরো 'যৌনাবেগময়' হয়ে উঠুক( শব্দটা কে জানি লেখছিলো সামহোয়ারে) -------------------------- আমি সত্য না হইলে গুরু সত্য কোনকালে?

-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।

সুমন চৌধুরী এর ছবি
অ্যা! এই কথা কেউ লিখছিল নাকি???(শাশ্বতীর কথা কই নাই) ....................................... ঋণম্ কৃত্বাহ ঘৃতম্ পীবেৎ যাবৎ জীবেৎ সুখম্ জীবেৎ
হাসান মোরশেদ এর ছবি
লিখছিলো তো । এখন মনে পড়ছে । ভাস্কর/ভাস্বর চৌধুরী, এক মুটকীর ছবি দিয়ে সংবাদ প্রচার করলো- 'এই যৌনাবেগময়ী নারী পালিয়ে বিয়ে করলো' -------------------------- আমি সত্য না হইলে গুরু সত্য কোনকালে?

-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।

সুমন চৌধুরী এর ছবি
ROFL... ....................................... ঋণম্ কৃত্বাহ ঘৃতম্ পীবেৎ যাবৎ জীবেৎ সুখম্ জীবেৎ
সুমন চৌধুরী এর ছবি

হে হে



ঋণম্ কৃত্বাহ ঘৃতম্ পীবেৎ যাবৎ জীবেৎ সুখম্ জীবেৎ

অতিথি লেখক এর ছবি

আজ কাল নব্য কবিদের কবিতা টানে না।
সহজ করে লিখতে পারেনা তাও কবিতা লেখে!

অপলক

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।