না রে ভাই আমার লগে তর্কটর্ক কইরা লাভ নাই। আমি কাউরে ডিফেন্ড করতে আসি নাই। কারো কারো যেমন আইয়ুব বাচ্চুর গান ভালো লাগে গণবিপ্লবের ইতিহাসগুলা হয়তো আমার অনেকটা ঐরকমই। ভাল্লাগছে তাই শেয়ার করলাম। কারো ভালো না লাগতেই পারে। এইটাতো মুল্টিকুল্টির যূগ। তাছাড়া দিনকাল পাল্টাইয়া গেছেগা। আর দুইদিন পরে ভার্সিটিগুলাতে আইটি আর বিজনেস ছাড়া আর কিছু পড়ানো হইবো না। কারণ আর কিছুর তো দরকার নাই। ক্রিটিক্যাল সায়েন্স বইলাও কিছু নাই। থাকলেও সেইটা বাতেনি। শ্রেণী বইলাই কিছু নাই তার আবার শ্রেণী সংগ্রাম। কিছু সামাজিক অসমতা আছে। তার বেশীর ভাগই প্রাকৃতিক। বাকিটা জনসংখ্যা আর অশিক্ষার ফল। একটা ভালো বাণিজ্য চুক্তি হৈলেই সব ঠিক হইয়া যাইবো। ভালো বাণিজ্যচুক্তি ক্রমে আসিতেছে .........
আর গণবিপ্লবই বা কারে কই? সব তো ক্যাওস! সবই নেপোয় মারে দৈ। প্রানীজগতের ইতিহাসে পরিবর্তন ঘটানোর কোন রেকর্ড নাই। এইখানে সবই জৈবিক পরিবর্তন। নিয়ন্ত্রণহীন। যারে কয় লেসেঁ ফেয়ার। উপনিবেশ স্থাপনও তাই। পুরা ব্যাপারটাই আগে আসলে আগে পাবেন ভিত্তিতে। সুতরাং স্বাধীনতা সংগ্রাম একটা ভ্রান্ত ধারণা। ম্যাশিং যা বসার পশ্চিমে অলরেডি বইসা গেছে। বাকি দুনিয়ার কাম খালি ঐ ম্যাশিঙে ফুয়েল জুটানো আর নিজেরা বাজার হিসাবে ব্যবহৃত হওয়া। উন্নয়ন মানে বাজারে পণ্যপ্রবাহ আর নিম্নমধ্যবিত্তের ব্যায়ের অভ্যাস বাড়া এবং সেইটারে প্রতিদিন আরো বেশী কৈরা বাড়ানো। আর তাতে নিম্নআয়ের মাইনসের জিবলা বাইর হইয়া গিরায় নামলে এক্টা হলিউড ভেটকি মাইরা বলা, দিস ইজ লাইফ ......
পরিবর্তনের চেষ্টাগুলি যারা করছে তারা আজকে নরকের আজাবে আছে। রাশিয়া, চীন, কিউবা, ভিয়েতনাম সবাই। এরা গেছিল খোদার উপর খোদগারী করতে। ঈশ্বর যাকে খুশী ধোন্দেন যাকে খুশী পোন্দেন। ধণী-দরিদ্র প্রকৃতির সৃষ্টি। এইখানে প্রকৃতি যা ঈশ্বরও তাই। খালি সুবিধামতো ক্যাসলিঙ কৈরা দিলেই হইলো। আর প্রকৃতি মানেই বিজ্ঞান। আর বিজ্ঞান মানেই প্রযুক্তি অর্থাৎ বিক্রেতার সুবিধামতো পণ্যউৎপাদন এবং বিপনন বিষয়ক ম্লেচ্ছভাষায় ল্যাখা মুটা মুটা অভিসন্দর্ভ। যেইসব অর্থনীতিবীদরা নোবাল পুরীষ্কার পায় নাই তাগো বই পড়া আল্লাহ কিংবা এম্রিকা কেউই সহ্য করবো না। যেহেতু শোষনমুক্ত সমাজ তৈরীর চেষ্টা পুরাব্যর্থ হৈয়া গেছে সুতরাং বর্তমান বিশ্বব্যবস্থার কোন রকম মৌলিক সমালোচনা করা যাইবো না। সমালোচনা ওয়েলকাম কিন্তু ঠিক ততটুক যতটুকে বর্তমান লাভবান লোকগুলির (শ্রেণী বইলা যেহেতু কিছু নাই) কোনরকম ডিস্টার্ব না হয়। জোরে কথা বলাও নিষিদ (ওদের সামনে পরীক্ষা...) .....
এইগুলি আমি সব স্বীকার করি সব বুঝি বুইঝা মারাত্মক রকমের ইজি আছি। ব্লগে বইসা যা কই আর লিখি সবই সেই গুয়ামারাখাওয়া ইজিদশার রকমারি প্রলাপ ......
বিংশ শতাব্দীতে কিছু পাগলছাগলের ধারণা হইছিল, শিল্পায়ণরে উন্নয়নের প্যারামিটার ধইরা শিল্পে অনুন্নত অর্থে অনগ্রসর এলাকায় ম্যাশিঙপত্র বসাইলে বুঝি সেই এলাকাগুলার লোকের দারিদ্র যাইবোগা আর তাতে এতোদিন ধইরা যারা উন্নতি করছে (ঐসব পাগলছাগলের ভ্রান্তধারণা অনুসারে অনগ্রসর এলাকার মানুষরে শোষন কইরা) তারা কোণঠাসা হইয়া যাইবো, পুঁজিবাদী সম্প্রসারণের বিপরীতে সমাজতান্ত্রিক সম্প্রসারণ রেনেসাঁ আর ফরাসী বিপ্লবের পবীত্র অর্জন ধোনতন্ত্র ফুরিয়া যাইবোগা। ধারণাটা কতো ভুল এখনতো দেখাই যাইতেছে ......
তারপরেও সেই পাগলছাগলগুলা ঐসব পাগলামী কথায় যেইসব গরীব মাইনসেরে খ্যাপাইছিল তাগো মধ্যে যারা বর্তমান সমৃদ্ধ বিশ্বব্যবস্থাতেও "লুজার" , তাগো পক্ষে শোষণমুক্তির ঐ কূহক বিভ্রম ফট কৈরা ভুইলা যাওয়া প্রকৃতির নিয়মেই এক্টু কঠিণ। এইটা কিছু না। সময় দেন তাইলেই যাইবো গা। যেকোন বড় অসুখ সারতে টাইম লাগে .....
ঐ রোগ আমারো আছে। পকেট ফাঁকা বৈলাই আছে। ঐ রোগের আছরেই মাঝে মধ্যে ভুলভাল বকি ....
এই যেমন আইজকা সকাল থিকা বকতাছি।
আইজ থিকা ঠিক ৬০ বছর আগে তিয়েনআনমেন স্কোয়ারে এই ঘোষনাটা দিছিল
আমি জানি এইখানে ১৯৮৯ সালে গুলি কইরা ১০০০ ছাত্র মারা হইছিল....আমি জানি চীনে ১৯৪৯ সালে কমিউনিস্ট পার্টির বদলে কুওমিন্টাঙ গদীতে বইলে পুরা চীন্টাই তাইওয়ান হইয়া যাইতোগা আর তাইওয়ান্টা এম্রিকা .... আমি জানি মাও সে তুং শুধু ডাকাইতই না এক্টা মুর্খও ছিল...এবং মাও সে তুঙের রচনা বলতে আমরা অবশ্যই তার কিছু মিলিটারি রাইটিঙ আর মহাধান্দু লীন পিয়াও সম্পাদিত সতের পাতার রেডবুক নামের ছাগুপুস্তিকারেই বুঝবো....
এই সবকিছুর পরেও মনে হইতেছে... হইলো তো ষাইট বছর। এই ভ্রান্তধারণা আর বেশীদিন নাই।
এইটা তো বিজ্ঞাপনের যূগ তাই না? হোক না হোক সত্যিমিথ্যা পিপলস্ রিপাবলিক নামটা আছে অন্তত ... সেইটাই বা কম কি?
মন্তব্য
আপ্নে মানুষ ভালা না। ঘ্যাচ ঘ্যাচ ছুরি চালাইয়া দিলেন বুকের মধ্যে।
খাইছে !
অজ্ঞাতবাস
অজ্ঞাতবাস
রাগ্ছেন?
_________________
ঝাউবনে লুকোনো যায় না
ক্যান? কারুপর?
অজ্ঞাতবাস
অজ্ঞাতবাস
বলার কিছু নাই আসলে
হ
অজ্ঞাতবাস
অজ্ঞাতবাস
মাওসেতুংকে নিয়ে গানটা হেমাঙ্গ বিশ্বাসের লেখা না?
সম্ভবত
সুরের ধারে কাছে না গেলেও মনে পড়ে গেলো এই গানের কোরাসে আমিও গলা মিলিয়েছি বহুদিন....
হ্যা হেমাঙ্গ বিশ্বাস। ইস্নিপসে পাই নাই।
অজ্ঞাতবাস
অজ্ঞাতবাস
প্রত্যেকটা লাইন আলাদা আলাদা স্লোগানের মত লাগলো। সচলে এসে কয়েক মাস এমন নাড়া খাইনি।
---
যুদ্ধ কি তাহলে শেষ?
জাতিসংঘের প্রথম সম্বেলনের পরে সম্ভবত দ্য গলরে কোন এক সাংবাদিক জিগাইছিল এই কথাই। গল সাহেব হাইসা বলছিলেন, শান্তি মানে হইতেছে দুইটা যুদ্ধের মাঝামাঝি সময় .....
অজ্ঞাতবাস
অজ্ঞাতবাস
মারহাবা, মনে হইলো একটা ঝাকা খাইছি।
- অনুপম ত্রিবেদি।
।।মন্তব্য দুষ্প্রয়োজন।।
==========================
পৃথিবীর তাবৎ গ্রাম আজ বসন্তের মতো ক্ষীণায়ু
==========================
পৃথিবীর তাবৎ গ্রাম আজ বসন্তের মতো ক্ষীণায়ু
আমার তো পড়াশোনা কম। জানি না এই পোস্টের স্পিরিটের সঙ্গে যায় কি না। তবু এই খবরটা দিতে ইচ্ছা করলো এইখানে। দু:খজনক ঘটনা হলো খবরটি যে-পত্রিকায় প্রকাশিত আমি সেখানে কর্মরত। কী আর করা। ভাত খেতে পয়সা লাগে।
ল্যাম্প পোস্ট কড়া গোয়েন্দা নজরদারিতে
==========================
পৃথিবীর তাবৎ গ্রাম আজ বসন্তের মতো ক্ষীণায়ু
==========================
পৃথিবীর তাবৎ গ্রাম আজ বসন্তের মতো ক্ষীণায়ু
খবরটা পড়লাম।
মনে হয় না এই পোস্টের সাথে যায়।
আমার পড়াশুনা নাই বল্লেই চলে ......
অজ্ঞাতবাস
অজ্ঞাতবাস
ঘটনার ভ্যান্তারা যাই হোক
রচনায় পাঁচতারা!
-----------------------------------------------
সচল থাকুন... ...সচল রাখুন
-----------------------------------------------
মানুষ যদি উভলিঙ্গ প্রাণী হতো, তবে তার কবিতা লেখবার দরকার হতো না
নাড়া খাইলাম...রক্ত গরম হয়ে যায়!
-------------------------------------------------------------
স্বপ্ন দিয়ে জীবন গড়া, কেড়ে নিলে যাব মারা!
-------------------------------------------------------------
জীবন অর্থহীন, শোন হে অর্বাচীন...
মাও এর ভিডিওতে সাবটাইটেল নাই, অশিক্ষিত লোকে বুঝবে কেম্নে
অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...
অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...
সুমন চাই এমনে চাক্কু চালাইলে জেনেসিস লিখব কেডা? বস লেহা দেওন তো বন করি হালাইসেন প্রায়। তয় এমন লেহা পাইলে পোষায় যায়
=================================
বাংলাদেশই আমার ভূ-স্বর্গ, জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরিয়সী
"পরিবর্তনের চেষ্টাগুলি যারা করছে তারা আজকে নরকের আজাবে আছে। রাশিয়া, চীন, কিউবা, ভিয়েতনাম সবাই। এরা গেছিল খোদার উপর খোদগারী করতে। "
সিন্দাবাদের দৈত্যর মত পাবলিকের ঘাড় ভাইঙ্গা খাওয়ার শত বছরের খাস বন্দোবস্ত করনের জন্য বিকট, সর্বগ্রাসী, বুরোক্র্যাসী বানাইয়া গ্যাছেন তেনারা। নিরবিচ্ছিন্ন ভাবে প্রোলেতারিয়েত আমলাগো এমন ইউনিক খোদগারী লাইন বাতানোর জন্যি নাকবুচা আর টাকু রসুলগো বাহবা না দিয়া যাই কই।
কইলাম তো রে ভাই আমি তাগো পক্ষে কথা কইতে আসি নাই ....
অজ্ঞাতবাস
অজ্ঞাতবাস
রাষ্ট্রায়াত্ত শিল্পের পূর্ণ বিকাশ ঘটুক
ঠিক ....
অজ্ঞাতবাস
অজ্ঞাতবাস
লেখা খুব ভাল লেগেছে।
মানুষ অনেক সময় মতাদর্শের প্রেমে পড়ে যায় যেটা থেকে মুক্তি পাওয়া কঠিন। যুক্তি বলে এক কথা তো মন বলে আরেক। আপনার মনের দুঃখগুলো যেন লেখায় দেখলাম। সত্যিই পড়ে ভাল লেগেছে। এই আবেগটা টিকে থাকুক। কারো না কারো মধ্যে। যুক্তি আর অভিজ্ঞতা যাই বলে। পথ যতই থাকুক। র্যাডিকালিজম না থাকলে মানব গোষ্ঠীকে আরো অনেক তলায় থাকতে হত হয়ত।
হ
অজ্ঞাতবাস
অজ্ঞাতবাস
হুমমমমমমম। বিজ্ঞান আর অপনিহিতি একসাথে চলে না। সুরেশ্বর এবং বীরেশ্বর দুই ভাই হলেউ তাদের ঘর আলেদা, তাদের বউ আলেদা তাগো পুলাহান আলেদা এবং তাগো ভাতের চাইলো আলেদা।
গর্ভ ওদের আলেদা
নেত্রী কাদের ..... ?
অজ্ঞাতবাস
অজ্ঞাতবাস
উত্তম জাঝা
______________________________________
পথই আমার পথের আড়াল
______________________________________
পথই আমার পথের আড়াল
শুক্রিয়া .......
অজ্ঞাতবাস
অজ্ঞাতবাস
ইয়ে...
........সকল জ্যামের জন্য রিস্কাঅলারাই দায়ী ....
অজ্ঞাতবাস
অজ্ঞাতবাস
জানি কম, বুঝি কম, তাই চেষ্টাও করি কম কইতে।
লেখায় পাঁচতারা। আপনার ট্রেডমার্ক কিছু শব্দবন্ধ আছে, ওইগুলা দেখলে মনে হয় অনিকেতদার মতো তারা বস্তা খুইলা বইসা পড়ি...
অলমিতি বিস্তারেণ
অলমিতি বিস্তারেণ
আমি লেখাটা পুরাপুরি বুঝি নাই, তবে যতটুকু বুঝছি দারুণ লাগসে। আপনার লেখায় একটা জোশ আছে।
দেখেন দেখি আমি আপনার ফ্যান হইয়া যাইতেসি।
এই লেখাটার সাথে আমি যে পুরোপুরি একমত তা না, আবার খুব মেজর রকমের দ্বিমত তাও না। বাংলাদেশের বাইরে যে দেশটাকে আমার পক্ষে খুব কাছ থেকে দেখা সম্ভব হয়েছে সেটা গণচীন। তাই দেশটাকে নিয়ে, তার এইসব ব্যাপারগুলো নিয়ে আমার নিজের কিছু পর্যবেক্ষণ আছে। তার কিছু এখানে বলা যেতো, কিন্তু বলে কী হবে! এরচেয়ে সব বুঝে সুমনের মতো মারত্মক রকমের ইজি থাকি।
লেখাটাকে একটা ঠেলা দিলাম আগামী কয়েক দিন ভাসিয়ে রাখার জন্য। এমন লেখা মাঝে মাঝে ভাসিয়ে তোলা দরকার।
তোমার সঞ্চয়
দিনান্তে নিশান্তে শুধু পথপ্রান্তে ফেলে যেতে হয়।
নতুন মন্তব্য করুন