লিখেছেন সুমন চৌধুরী (তারিখ: সোম, ১১/০৬/২০০৭ - ১:৩৯অপরাহ্ন)
ক্যাটেগরি:
এস কবিকূলতিলক -
কথারম্ভে টানি যতি ,
ভেঙ্গেচুরে ঠেসেছি মগজে কাব্য -প্রসাদে মতি ।
ঊটপাখির পীঠে ঘোড়সওয়ার, তাবৎ নিসর্গ ফুঁড়ে জলন্ত জিরাফ তুমি,
দুষ্টশ্বাস জনতা আঁধারে চোখাচোখি হয়ে যায় একান্ত জড়বাদী তীর্যকে ;
তুরীয় প্রান্তরে ওঠে বাস্তব ঘরবাড়ি
লেফট রাইট লেফট রাইট - তা সে যতই মাতাল বলো তাকে,
মৃত্যুর পথে পথে হাঁটে , গড়ে দিয়ে তাবৎ জন্মের ঠিকানা -
দেবোত্তর জরা সহ নতুন জন্মের প্রকৃতি।
( হতে পারি এঁচোড়েই পাকা -
বুড়োফলে পোকামাকড় কিংবা
শিলাপাত ভেবে মুকুলেই ধরেছি বয়স ;
আমাদেরকালে শুধু প্রতীচ্য মোষ
নাইটিঙ্গেল ঘেষেনা ধারে কাছে
আদিফলভক্ষণপাপ লেজ তুলে ভাগে -
কৈলাসী প্রসাদের বৈভবে ভান্ডারী মিথোলজি বুড়ো আঙ্গুল ঝাড়ে কেবলায়।
সুতরাং ফিচকেমি আমাদের নর্ম । )
আমরা ফুরিয়ে যাচ্ছি অতিদ্রুত
তোমার অপচিতি আমাদের সমসত্ব -
সংবর্ত চক্রে যযাতি ।
জয়দ্রথ ধ্বসে পড়ে অখন্ড সাজাত্য সন্তাপে
নতুন যুদ্ধ নেই - শকুনির জলকেলি পথে-আকাশে ।
১৭/০৯/২০০০
মন্তব্য
অজ্ঞাতবাস
অজ্ঞাতবাস
-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।
চোখের সামনে পুড়ছে যখন মনসুন্দর গ্রাম...
আমি যাই নাইরে, আমি যেতে পারি না, আমি যাই না...
-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।
অজ্ঞাতবাস
অজ্ঞাতবাস
অন্ধকারের উতস হতে উতসারিত আলো
অজ্ঞাতবাস
অজ্ঞাতবাস
অজ্ঞাতবাস
নিমগাছ না থাকলেও কিছু একটা নিশ্চয়ই আছে!!
.......................................
ঋণম্ কৃত্বাহ ঘৃতম্ পীবেৎ যাবৎ জীবেৎ সুখম্ জীবেৎ
অজ্ঞাতবাস
দুই রকম হইতে পারে ...জেনেসিস সামহোয়ারেই শেষ কইরা দিয়া তারপর এডিট কইরা কইরা সচলায়তনে নিয়া আসা অথবা সচলায়তনে লেইখা সামহোয়ারে বিজ্ঞাপন দেওয়া। গত পরশু সাদিকের লেখার পরে মনে হইতেছে সামহোয়ারে সচলায়তনের বিজ্ঞাপন দেওয়া ঠিক হবে না। সুতরাং সিরিজটা যেহেতু ঐখানে শুরু হইছিল ..ঐখানেই শেষ করুম। একটা বিষয় খিয়াল কইরা আমি এই পর্যন্ত যা যা ট্রান্সফার করছি সবই পরবর্তী সম্পাদনা সহ...
.......................................
ঋণম্ কৃত্বাহ ঘৃতম্ পীবেৎ যাবৎ জীবেৎ সুখম্ জীবেৎ
অজ্ঞাতবাস
আমারও একই কথা মনে হয় সুমন।
এক জায়গায় দেয়া লেখা অবিকল অন্য জায়গায় পোস্ট করা উচিত না
নাম, শিরোনাম বদলে যদি নতুন লেখার মত দাঁড়ায়, একটা নতুন সংস্করণ তবেই নতুন প্রকাশককে দেয়া যায়.....
-----------------------------------------------
মানুষ যদি উভলিঙ্গ প্রাণী হতো, তবে তার কবিতা লেখবার দরকার হতো না
হ
.......................................
ঋণম্ কৃত্বাহ ঘৃতম্ পীবেৎ যাবৎ জীবেৎ সুখম্ জীবেৎ
অজ্ঞাতবাস
নতুন মন্তব্য করুন