লোকায়ত

সুমন চৌধুরী এর ছবি
লিখেছেন সুমন চৌধুরী (তারিখ: মঙ্গল, ০১/১২/২০০৯ - ২:৩১পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

দিনকাল এতোই খারাপ যে সচলায়তন থিকাও পলাইয়া থাকা লাগে। দেওয়াল খুঁজা বাদ্দিছিলাম এইসব থিকা মুক্তি পাইতে। কিন্তু ভানুমতির পেজগী আমার ঠিকুজি থিকা মুক্তি কথাটা গজব ডলা দিয়া মুইছা দিছে। তাই ডুবুডুবু লিখলাম কিছু হাবুদের তালপুকুরের পাড়ের সেই অসংস্কৃত ডালকুকুর মনে রেখে ....

নকিঙের ঠুক্ ঠুক্
দুর্মুখ ইনিংসে
হারানো সিসমোগ্রাফ
সপাপবিদ্ধ
আড়াআড়ি তাড়িপ্রবণ
ভূমিরেখা
ঠেকা দিয়ে রাখে
নৈশ বীক্ষণের
কাটাছক-খোপান্তরে

সরে সরে গেলে
স্বরগ্রামকলহ,
প্রদাহপ্রসন্ন-
তন্নতন্ন তুড়িয়ানন্দ
সহাস্য বিলিয়ে দেয়
৪৯ ক্যারাট বাজুবন্দ;

নক্সীকাঁথার পলিমিক্স
থেমে থেমে
জমে থেকে
আলগোছে এঁকে রাখে
ঝাড়পোঁছটুকিটাকি,
বাদবাকি
হাঁকাহাঁকি
সনির্বন্ধ কৌটায় এঁটে থাকে
হরে মুরারে,
ক্ষারে এসিডে ক্ষারকে -

হবিষ্যি-তবারক মাখামাখি।

দিশি টেনে
ঋষির চেতনে মজে
গোমাংসভাবনা-

অতিদ্রুত
বতিচেল্লি উবে যায়,
বেঁচে থাকে
ভাঁপে তাপে
প্রসন্ন নল্লি-


মন্তব্য

হাসান মোরশেদ এর ছবি

মজমা লাগাইয়া একটি ঝাকি খাওন দরকার।
আমরা বুড়া হয়া যাচ্ছি মন খারাপ
-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।

-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।

অমিত আহমেদ এর ছবি

বদ্দা। আপনার কবিতা ভাল্লাগে।


ওয়েবসাইট | ব্লগস্পট | ফ্লিকার | ইমেইল

দ্রোহী এর ছবি

বঙ্গানুবাদের কী হবে?

সবুজ বাঘ এর ছবি

হেহেহেহেহে। তুমি এট্টা নারকোটিচ বিছেছগ্গ

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।