লাল সালাম কমরেড!

সুমন চৌধুরী এর ছবি
লিখেছেন সুমন চৌধুরী (তারিখ: রবি, ১৭/০১/২০১০ - ৩:২৩অপরাহ্ন)
ক্যাটেগরি:

জ্যোতিবাবু আর নেই। প্রতিদিনই বহু লোক গত হচ্ছেন। খুব বেশী লোকে জ্যোতিবাবুর মতো ৯৬ বছর আয়ূ পান না। সেদিক থেকে জ্যোতিবাবুর বিদায়ে শোক যতটা তার থেকে স্মরণ আর শ্রদ্ধাবোধটাই বেশী আসে। তাঁর রাজনীতিকে সমর্থন করি বা না করি, কর্মবীরের সন্মান না পাবার জায়গা তিনি রাখেন নাই। কমরেডকে সেই শ্রদ্ধাঞ্জলিটুকই থাকলো। বিশাল মানুষগুলি একে একে হারিয়ে যাচ্ছেন। শোক বলতে এইটুকই।

লাল সালাম কমরেড!


মন্তব্য

অতিথি লেখক এর ছবি

লাল সালাম কমরেড!

জ্যোতি বসুর মৃত্যুর খবরটা শুনেই মনটা খারাপ হয়ে গেল। প্রতিদিনিই আমাদের চারপাশে মৃত্যুর মিছিল। তবুও কিছু মৃত্যু মেনে নিতে খুব কষ্ট হয়।
তিনি স্বর্গবাসী হোন।
তাঁর আত্নার শান্তি কামনা করি।

শেখ আমিনুল ইসলাম

অনিন্দিতা চৌধুরী এর ছবি

শ্রদ্ধা।

লাল সালাম কমরেড!

শশাঙ্ক বরণ রায় এর ছবি

কমরেড জ্যোতি বসুর প্রতি শ্রদ্ধা, লাল সালাম...

মাহবুব লীলেন এর ছবি

সালাম

নুরুজ্জামান মানিক এর ছবি

লাল সালাম কমরেড!
শ্রদ্ধা

নুরুজ্জামান মানিক
*******************************************
বলে এক আর করে আর এক যারা
তারাই প্রচণ্ড বাঁচা বেঁচে আছে দাপটে হরষে
এই প্রতারক কালে (মুজিব মেহদী)

নুরুজ্জামান মানিক
*******************************************
বলে এক আর করে আর এক যারা
তারাই প্রচণ্ড বাঁচা বেঁচে আছে দাপটে হরষে
এই প্রতারক কালে (মুজিব মেহদী)

গৌতম এর ছবি

কমরেড, লাল সালাম। আপনার চেতনার রেণুগুলো প্রকৃতির মাধ্যমে ছড়াক সবার মাঝে।
.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ

শিক্ষাবিষয়ক সাইট ::: ফেসবুক

.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ

ষষ্ঠ পাণ্ডব এর ছবি

নিশ্চিত ভাবেই নীতি ও কৌশলের ব্যাপারে জ্যোতি বসুর পার্টি ও তাঁর রাজনীতির সাথে আমার মত পার্থক্য আছে। তবু তাঁর কর্মময় জীবন ও রাজনীতির পিচ্ছিল পথ বেছে নেবার সাহসকে অবশ্যই শ্রদ্ধা জানাই।

বিদায় কমরেড! লাল সালাম!!



তোমার সঞ্চয়
দিনান্তে নিশান্তে শুধু পথপ্রান্তে ফেলে যেতে হয়।


তোমার সঞ্চয়
দিনান্তে নিশান্তে শুধু পথপ্রান্তে ফেলে যেতে হয়।

ইবরাহিম যুন [অতিথি] এর ছবি

শ্রদ্ধা.....

ইবরাহিম যুন

আবির আনোয়ার এর ছবি

কমরেড লাল সালাম.......

বন্যরানা [অতিথি] এর ছবি

শ্রদ্ধা

তুলিরেখা এর ছবি

শ্রদ্ধা রেখে যাই। এরকম সফল কর্মে পরিপূর্ণ একটা জীবনের সমাপ্তি তো শোকের নয়, স্মরণের আর শ্রদ্ধার।
লেখাটার জন্য আর সঙ্গে দেওয়া লিঙ্কটার জন্য অজস্র ধন্যবাদ। গানটার মধ্যে একটা কী যেন আছে! আমার মতন হাফ-রোবটকে পর্যন্ত পেড়ে ফেলেছে।

আবারো ধন্যবাদ।
-----------------------------------------------
কোন্‌ দূর নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -

-----------------------------------------------
কোনো এক নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -

শুভাশীষ দাশ এর ছবি

আরো একজন বিশাল মানুষ হারিয়ে গেলেন।
শ্রদ্ধা

সবুজ বাঘ এর ছবি

একটা সবুজ রঙের লাল সালাম

শেখ নজরুল এর ছবি

/লাল সালাম।
শেখ নজরুল

শেখ নজরুল

নিবিড় এর ছবি

শ্রদ্ধা ...


মানুষ তার স্বপ্নের সমান বড় ।

নাশতারান এর ছবি

শ্রদ্ধা

_____________________

আমরা মানুষ, তোমরা মানুষ
তফাত শুধু শিরদাঁড়ায়।

হাসান মোরশেদ এর ছবি

বিদায় কমরেড!
-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।

-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।

নদী এর ছবি

শ্রদ্ধা রইল।
এই রকম কিংবদন্তী মানুষ ফিরে আসুক বারে বারে দেশে দেশে।

নদী

রাফি এর ছবি

একেবারে ছোট্টবেলা থেকে শুনতে শুনতে নামটা বড় আপন হয়ে গিয়েছিল।
আমার চেনা মানুষগুলো থেকে আরো একজন হারিয়ে গেলেন।
উনার জন্য শ্রদ্ধা।।

---------------------------------------
আমি সব দেবতারে ছেড়ে
আমার প্রাণের কাছে চলে আসি,
বলি আমি এই হৃদয়েরে;
সে কেন জলের মতন ঘুরে ঘুরে একা কথা কয়!

---------------------------------------
আমি সব দেবতারে ছেড়ে
আমার প্রাণের কাছে চলে আসি,
বলি আমি এই হৃদয়েরে;
সে কেন জলের মতন ঘুরে ঘুরে একা কথা কয়!

আবু রেজা এর ছবি

শ্রদ্ধা ও সালাম.....
:::::::::::::::::::::::::::::::::::::::::::::
যে জন বঙ্গেতে জন্মি হিংসে বঙ্গ বাণী
সে জন কাহার জন্ম নির্ণয় ন জানি।।

যে জন বঙ্গেতে জন্মি হিংসে বঙ্গ বাণী
সে জন কাহার জন্ম নির্ণয় ন জানি।।

সোহাগ [অতিথি] এর ছবি

''বিশাল মানুষগুলি একে একে হারিয়ে যাচ্ছেন।''- বিশাল মানুষটির প্রতি ক্ষুদ্রতম মানুষের শ্রদ্ধা।

অতিথি লেখক এর ছবি

শ্রদ্ধা...

নির্ভয় প্রতীক

দুর্দান্ত এর ছবি

শ্রদ্ধা। তাঁর সব কাজের বা সিদ্ধান্তের সাথে একমত নই।
---
১৯৯৬ সালে সিপিআই গাধামিটা না করলে এই লোক আজকেও ভারতের প্রধানমন্ত্রী থাকতেন।

ধ্রুব হাসান এর ছবি

Salam Comrade.... bishal boro ek bektittoke haralam...a deep condolences to the family of Mr. Basu.

Jedin Kolkata elam oidin theke dekhi breaking news Onar obostha besh critical, ar gotokal jokhon chennaite Ma'er operationer por firchi tokhon dekhi nai hoe gelen! Keno jeno khub kharap lagchilo, ma-o dekhi ek chokh nia newsta ta bar dekhchilo ar bolchilo erokom manush birolre baba! Ki kore ekta lokh shobar mon joy kore bidai nite pare Mr.Bashu tar udaharon rekhe gelen.

jara interested tara Bashu'r ai interviewta porte paren.

পুতুল এর ছবি

বিদায় বন্ধু।
**********************
ছায়া বাজে পুতুল রুপে বানাইয়া মানুষ
যেমনি নাচাও তেমনি নাচি, পুতুলের কি দোষ!
!কাঁশ বনের বাঘ!

**********************
ছায়াবাজি পুতুলরূপে বানাইয়া মানুষ
যেমনি নাচাও তেমনি নাচি, পুতুলের কী দোষ!
!কাশ বনের বাঘ!

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।