ঠিক কাকে কবিতা বলে আর কাকে বলে ধুনফুন, এই ধাঁধা থেকে বের হতে গেলেই পরবর্তী ভুলভুলাইয়াতে ভুদাই হয়ে ঘুরি। বইতে যা লেখে সেগুলি মাথায় ঢোকে না। মাথায় যা ঢোকে তার অনেক কুকি আগে থেকেই ধূসরবস্তুতে গেঁথে ছিল। সুতরাং হালের কবিতাকলহ মগজে বলকে উঠে কান উপচে কাঁধে পড়তে আঁউ করে উঠি। শেষ পর্যন্ত কাব্যবীক্ষা ছাড়া সব কিছুই বুঝতে পাই একদেড় কেলাস...
ধরা যাক
পল্টি খেতেই
খাতা থেকে খেরোগুলি মুছে যাচ্ছে
পাঁঠাবলি'র মনোপলি
হেজিমনি ষাষ্টাঙ্গ বিস্মৃত হয়ে।
ক্ষয়ে যাচ্ছে তাজা লাকড়ি
ফুলদমে শিখণ্ডি কেরোসিনে
ভূতপূর্ব
মাগীবাজ
বর্ষীয়ান ষাঁড়
সন্মুখে ডাচ চারণভূমির মহিলা-গরু।
অত:পর
প্রপঞ্চগুচ্ছের প্যারাডাইম মান্দারগাছে উঠিলে
অন্দর কি বাত
প্যারালালবারের
ভার্চুয়াল পরিধি থেকে
আঁখ মারিতে থাকে অনিয়মিত বিরতিতে।
পৈতে প্যাচানো স্ট্রোক
তিনপুরুষ পিছিয়ে
খাস্তা নাচিয়ে ছিলো লাট্টু।
সুতরাং
বার দুটি'র
সামন্তরাল-ভেক রেখে দিতে
আড়াআড়ি
অধুনাহত তক্তা
কাড়াকাড়ি করে
ম্যাড়ম্যাড়ে বাস্তবে
কার্নিশ চড়ে
রসেবশে।
মন্তব্য
"ঠিক কাকে কবিতা বলে আর কাকে বলে ধুনফুন...."
আসলেই জানিনা!
____________________________
শান্তিও যদি সিংহের মত গর্জায়, তাকে ডরাই।
--নরেশ গুহ
----------------------------------------------
We all have reason
for moving
I move
to keep things whole.
-Mark Strand
হ
অজ্ঞাতবাস
অজ্ঞাতবাস
সেটুকুই যদি বুঝতে পারতাম সময় মতো!
সমান্তরাল-ভেক টুকু থেকে গেলে বিষয়টা আড়াআড়ি ভাবে আড়ি দেয়, নাকী ম্যাড়ম্যাড়ে বাস্তবে বাসা বাধে? ঠিক বুঝলাম না! লেখবির (লেখক+কবি) ব্যাখ্যা চাই, দিতে হবে।
গপ (গদ্য+পদ্য) সেরাম।
**********************
ছায়া বাজে পুতুল রুপে বানাইয়া মানুষ
যেমনি নাচাও তেমনি নাচি, পুতুলের কি দোষ!
!কাঁশ বনের বাঘ!
**********************
ছায়াবাজি পুতুলরূপে বানাইয়া মানুষ
যেমনি নাচাও তেমনি নাচি, পুতুলের কী দোষ!
!কাশ বনের বাঘ!
উল্টা কইরা ভাবেন বস্!
সমান্তরাল-ভেক থাইকা গেলে সুবিধা কী?
অজ্ঞাতবাস
অজ্ঞাতবাস
ডরাইছি
=================================
বাংলাদেশই আমার ভূ-স্বর্গ, জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরিয়সী
=================================
বাংলাদেশই আমার ভূ-স্বর্গ, জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরিয়সী
অ্যা!
অজ্ঞাতবাস
অজ্ঞাতবাস
- হ
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কর্মকাণ্ড । বিএসএফ ক্রনিক্যালস ব্লগ
কোপারে কবি কোপা!!!
মহান আহ্বান। ধন্যবাদ।
শেখ নজরুল
শেখ নজরুল
গতকাল সকালে একাসরে একটি স্ক্রিপ্টের পজিং ঠিক করছিলাম। অনেক গুলি ছড়া কবিতা কিছু ধুনফুনও। তবে কালকের আসরে আজকেই এই কবিতা থাকলে আমি হাত তুলে ক্ষমা চেতাম। নাহ্ কবিতা নাম দিয়েই দিলাম যাগ সর্বনামে (নাউন এর বাংলা এটা হলে ভালো হতো, কে যে বিশেষ্য রেখেছে) কি এসে যায়-
মরণ রে তুহু মম শ্যাম সমান.....
Sumon, aigula ki lekchos, tor ai kobita bujte oile to coaching cneter e vorti hoite hoibo mone hoitache ..... kobita bojhar coaching center .....
জ্বিঅঁ..
পুরাই কোপাকোপি! বুঝছি কিনা এইটাই বুঝি নাই...:-/
===অনন্ত ===
হ পাগলা, লে ক্ষীর খা।
অ.ট. কাগু তোমার শব্দের ভান্ডার না বাড়ালে এখন আর চলবে না। ঘুরে ফিরে একই শব্দ চলে আসে। উদাহরণস্বরূপ- মনোপলি, হেজিমনি, ষাষ্টাঙ্গ, প্রপঞ্চগুচ্ছ, প্যারাডাইম, প্যারালালবার- কেন জানি বার বার ঘুরে ফিরে আসে।
বাপ্রে বদ্দা...কী বুঝলাম তাইই বুঝলাম না...
-----------------------------------------------------------------------------------
আমি সব দেবতারে ছেড়ে আমার প্রাণের কাছে চলে আসি, বলি আমি এই হৃদয়েরে; সে কেন জলের মতন ঘুরে ঘুরে একা কথা কয়!
**************************************************
“মসজিদ ভাঙলে আল্লার কিছু যায় আসে না, মন্দির ভাঙলে ভগবানের কিছু যায়-আসে না; যায়-আসে শুধু ধর্মান্ধদের। ওরাই মসজিদ ভাঙে, মন্দির ভাঙে।
মসজিদ তোলা আর ভাঙার নাম রাজনীতি, মন্দির ভাঙা আর তোলার নাম রাজনীতি।
নতুন মন্তব্য করুন