ব্যপক বিনোদোন পাইতেছি। একটু আগে প্রথম আলোর ব্রেকিঙ নিউজ দেখলাম। খুব ভাল্লাগলো। এতো ভাল্লাগলো যে বলতে হয় "ভাল্লাগছে"। বিটিআরসি'র চেয়ারম্যান সাহেব কইছেন,
ধর্মীয় অনুভূতিতে আঘাত হানতে পারে—এমন কিছু কার্টুন ও ছবি ফেসবুকে প্রকাশ করা হচ্ছিল। এসব কার্টুন যাতে প্রকাশ না হতে পারে, সে কারণে বিটিআরসি এর শাখা লিংকগুলো বন্ধ করার চেষ্টা করছিল। কিন্তু তা করতে না পারায় সরাসরি ফেসবুকই সাময়িক বন্ধ রাখতে নির্দেশ দেওয়া হয়েছে।
কোন কথা না। ব্যাখ্যা না। প্যাচাল না। কারণ তিনি এমন কিছুই বলছেন যার পরে টুকরি ভইরা টাস্কি খাওয়া ছাড়া আর কিছু খাওয়ার নাই। কলির সন্ধ্যা দেখতে দেখতে তো বাল পাইকা পয়তাল্লিশ মোচড় দিলো। এরপর রাইতে আসলে কোন সীন অপেক্ষা করতেছে আমাগো জন্য?
ইজি'ই আছি। আপনারাও থাকেন। থাকতে থাকতে আঁটি বান্ধেন। আমিও বান্ধি।
আমগাছে আমও ছিল। কাকও ছিল।
মন্তব্য
এইটারে কয় ডিজিটাল যুগে পদার্পণ...
ডিজিটাল যুগে সবকিছুই ডিজিটালি হইতে থাকে। আর আমগো আঁটি বান্ধন ছাড়া কিছুই করার থাকে না।
-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’
-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’
"চরম গ্লানি বোধ করছি"
_________________________________________
Any day now, any day now,
I shall be released.
রাষ্ট্রায়াত্ত শিল্পের পূর্ণ বিকাশ ঘটুক
সুমন,
কি আর বলবো ? এখন বুঝতে পারি কি করে জব্বারের মতো ব্যক্তিরা দেশের আই টি বিশেষজ্ঞের ভূমিকায় আসে।
সাইফ শহিদ
saif_shahid@yahoo.com
http://www.saifshahid.com
সাইফ শহীদ
একমত।
====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির
আমড়া গাছ থেকে তো আর আম হবে না; আমড়াই হবে।
এখন মনে হচ্ছে এমন ও তো হতে পারে যে জব্বারের বিরুদ্ধে প্রচারনা চলছিলো ফেসবুকে এবং সেই কারনেই ফাসবুক বন্ধ করছে। ধর্মীয় অনুভূতি, হাসিনা-খালেদা আসলে ধাপ্পাবাজি!!
- ময়লা বদ্দা, আমার মতো আপনের দিলেও "ময়লা!"
নাইলে ফেসবুক বন্ধ করার এই সিদ্ধান্তেই আমার কাছে কেমনে প্রমাণিত হয় আমাদের দেশের কর্তাব্যক্তিদের সামনে কোন দেশ আসলে "রোল মডেল"। (তাও কপাল ভালো, ভূটানকে রোল মডেল ধরে নাই।)
আমার তো এখন তীব্র সন্দেহ হচ্ছে, উন্নত বিশ্বকে অনুসরণ করে ডে-লাইট সেভিংস চালু করাটা কি আসলে উদ্দেশ্য ছিলো, নাকি রোম-মডেল দেশের অনুকরণে "এইটাও করে দেখি" ছিলো!
আমরা যতোই কান্দি কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করো। আমাদের কর্তা বাবুরা ততোই বাঘাবাড়ির ঘিয়ে নিয়ে সেদিকে রওনা দেন। মালিশ করার জন্য।
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কর্মকাণ্ড । বিএসএফ ক্রনিক্যালস ব্লগ
কিন্তু ধুগো, এরাও যদি ওমুখো হয় তাহলে আর বাকী থাকবে কী?
- সেটাই পিপিদা। যাদেরকে অন্তত বাংলাদেশের মানুষ খানিকটা হলেও "বাংলাদেশী" মনে করতো, তারাও নিজেদেরকে প্রো-পাকিস্তানী হিসেবে প্রমাণ করতে ব্যস্ত!
নষ্টদের অধিকারে চলে গেছে সব, সবকিছু।
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কর্মকাণ্ড । বিএসএফ ক্রনিক্যালস ব্লগ
হাইড মাই অ্যাস ডট কম দিয়া সহজে ফেইস বুকে ঢুকা যায়
ফেসবুকের বিরূদ্ধে জাতিসংঘে আবেদন করা হবে না? কারন ফেসবুকের বেশীরভাগ নোংরা কাজ তো বাংলাদেশ থেকে হয় না। পুরো সৌরজগতে ব্যান করতে হবে বাচতে হলে। নইলে কার্টুনের সংখ্যা বাড়তেই থাকবে। এই ব্যান করে আরো কয়েকশো কিংবা হাজার কার্টুনের আশংকা বেড়ে গেল।
-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-
সেই সুদুরের সীমানাটা যদি উল্টে দেখা যেত!
-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.--.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.
সকল লোকের মাঝে বসে, আমার নিজের মুদ্রাদোষে
আমি একা হতেছি আলাদা? আমার চোখেই শুধু ধাঁধা?
এই নিয়ে ৩য় বারের মত লেখছি (আমার আগের ২টা লেখা এখনও পোস্ট করা হয় নি, আমি তো খারাপ কিছু লেখিনি!!!)।
" ধর্মীয় অনুভূতিতে আঘাত হানতে পারে—এমন কিছু কার্টুন ও ছবি ফেসবুকে প্রকাশ করা হচ্ছিল। এসব কার্টুন যাতে প্রকাশ না হতে পারে, সে কারণে বিটিআরসি এর শাখা লিংকগুলো বন্ধ করার চেষ্টা করছিল। কিন্তু তা করতে না পারায় সরাসরি ফেসবুকই সাময়িক বন্ধ রাখতে নির্দেশ দেওয়া হয়েছে।"
আমার নখে ব্যথা, এজন্য আমাকে অজ্ঞান করে ফেলতে হবে? দেশে কি এমন কেউ-ই নেই যে নখ কাটতে পারে???
"মাথা ব্যাথা করতেছে"
"দাড়া, আমি তোর মাথা কাইট্যা ফালাইতেছি"
সমস্যা সমাধানের পদ্ধতি দেখেই বুঝা যায়, আমাদের বুদ্ধিমত্তা কোন পর্যায়ে আছে। দেশের রাজনৈতিক বুদ্ধিমত্তা যে কবে উন্নততর হবে, আমি সেটা কোন ভাবেই বুঝতে পারছি না। হয়ত বুদ্ধিমত্তা কোন কোন সময়ে একটা সামগ্রিক ধারণা, সেই হিসেবে, দেশে যারা বর্তমানে রাজনীতি করছেন তাদের বুদ্ধি যথেষ্ট পরিমানে বৃদ্ধি না হলে, একই ঘটনা অতীতের মত এই রকম ভাবে, চক্রের মত ঘটতে থাকবে!
এই চক্র ভাঙবে কবে?
ছেড়া পাতা
ishumia@gmail.com
নতুন মন্তব্য করুন