একটি বারবিকিউ হবার কথা
প্রতিপাদ স্থানে
বেশ কয়েক দশক অথবা কয়েক বছর
অথবা মেরেকেটে এই কিছুদিন
তবে কাজটা পেণ্ডিং আছে এটা ঘটনা
আপাতত
রটনার কথা ভুলে
একটি সঠিক বারবিকিউ'র দিকেই মন দেওয়া যাক:
সবার আগে চাই আমিষ
তার সাথে এক্টুসখানি নিরামিষ
আর ঘড়াখানেক দুষ্টুপানি
যাতে পরিকল্পিত প্রতিবেশে
জাগামতো পাণিগ্রহণ
সসংশয় পজেশানে ইজি থাকতে পারে
আর লাড়তে পারে পরিস্থিতি মোতাবেক তাকে কিংবা কাকে
অর্থাৎ খণ্ড-ত'র তলায় কায়দা করে ঝাঁকাতেই বিজনেসক্লাস উড়ুক্কু কার্পেট
ভারিক্কি রাসপর্বের অনুপ্রাসে হাঁসফাঁস করে উঠবার তওফিক
তছরুফনিরপেক্ষ মকসুদসাহেবের মঞ্জিলের কার্ণিশে
তিল তিল
তেঁতে থাকে
আযাযিল বিভঙ্গ ভালো পেয়ে
মন্তব্য
দুষ্টপানি চলতেছে, কিন্তু গ্রহণের জন্য এখন পাণি কই পাই?
______________________________________
পথই আমার পথের আড়াল
______________________________________
পথই আমার পথের আড়াল
দুষ্ট পানি আর দুষ্টু পানির মধ্যে ব্যাপক তফাত। উহা দুষ্টু পানিই হইবেক। উহার মাজেজায় পদ্য কাব্য হইয়া উঠিয়াছে। পাণি এখন মনে মনে কল্পনা করিয়া লইলেই পরিবেশ এক রকম ম্যানেজ করা যাইতে পারে।
কবিতাটা পইড়া "আমার খুব ভাল লাগটাছে!"
ড্রাই লাগতেছে ....
অজ্ঞাতবাস
অজ্ঞাতবাস
mgq Av‡Q Av‡Mi †Nv‡iB
somoy ache ager talei...
তুমি থাকো কৈ?
অজ্ঞাতবাস
অজ্ঞাতবাস
নতুন মন্তব্য করুন