পরিস্থিতি ৪

সুমন চৌধুরী এর ছবি
লিখেছেন সুমন চৌধুরী (তারিখ: শনি, ০২/০৬/২০০৭ - ১:৪৬পূর্বাহ্ন)
ক্যাটেগরি:
কালকে সকাল ৯টা থিকা ব্লক সেমিনার। শুরুতেই আমার প্রেজেন্টেশান। ইউরোপীয়ান ইকোনমিক ইউনিয়ন আদৌ চ্যালেঞ্জ মোকাবেলা করতে পারবে কিনা ইত্যাদি ঝালেমা...কিন্তু কিছুতেই শুরু করতে পারতেছি না। দায়ী সচলায়তন।

মন্তব্য

মাশীদ এর ছবি
সচলায়তন একখান সাচ্চা ভিলেন ইন এভরি সেন্স। এই পর্যন্ত আমাদের সবার জন্যই এটি ঝালেমা বয়ে আনছে। সচলায়তনের গুষ্টি কিলাই!

ভাল আছি, ভাল থেকো।

সুমন চৌধুরী এর ছবি
কিলাইতে থাক :)
হযবরল এর ছবি
আহা আমরা সকলে মিলা যদি ভূনা গরু দিয়া খুচুড়ি খায়া সচলায়তন চালু করতাম কত ভাই হইতো।
মাশীদ এর ছবি
আজকে সন্ধ্যায় রাধুনীর হালিম মিক্স দিয়ে কঠিন হালিম রানসিলাম। অপু আর ওর অফিসের বাংলাদেশী বন্ধুরা পুরা চেটেপুটে খেয়েছে। আপনার ভুনা গরু আর খিচুড়ি শুইন্যা মনে পড়ল।

ভাল আছি, ভাল থেকো।

সুমন চৌধুরী এর ছবি
আমি আবারো পরোটা চালাইছি..
সবুজ বাঘ এর ছবি
আমারে খালি খাইবার দিলেই সই। ঘ্যাছাঘ্যাছ মাইরা দিতাম।
সুমন চৌধুরী এর ছবি
মটেন, নামাও কিছু আইজকা... ....................................... ঋণম্ কৃত্বাহ ঘৃতম্ পীবেৎ যাবৎ জীবেৎ সুখম্ জীবেৎ

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।