পরিস্থিতি ৮

সুমন চৌধুরী এর ছবি
লিখেছেন সুমন চৌধুরী (তারিখ: শনি, ০২/০৬/২০০৭ - ২:৩২পূর্বাহ্ন)
ক্যাটেগরি:
এমনিতে দুইটার আগে ঘুম আসে না আজকে দশটার সময় শরিল কামড়ায়। তারমানে শুইলে ঘুম আইবো না। ম্যাজ ম্যাজ করবো। একদিকে ম্যাজ ম্যাজ একদিকে সচলায়তন একদিকে ইউরোপের ভবিষ্যত...এইটা এট্টা কথা !

মন্তব্য

মাশীদ এর ছবি
এইটা আসলেই কোন কথা না। এই ব্যাপারে সহমত। এইখানে প্রায় ভোর ৫টা বাজি বাজি করছে। এইবার মনে হয় ঘুমানো উচিত। ভাগলাম, বদ্দা। ভাল থাইকেন।

ভাল আছি, ভাল থেকো।

হযবরল এর ছবি
ইউরোপের ভবিষ্যত। খাইছেরে। অইখানে অনেক সোন্দরী আছে শুনছি।
সুমন চৌধুরী এর ছবি
দীর্ঘশ্বাস..
সবুজ বাঘ এর ছবি
আমি হুনছি হ্যারা নাকি দেয় না। খালি নেয়
হাসান মোরশেদ এর ছবি
কেডা হুনাইছে? -------------------------- আমি সত্য না হলে গুরু সত্য কোনকালে?

-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।

সচলায়তন এর ছবি
:-?

_________________________________
সচলায়তন.COM কর্তৃপক্ষ

সুমন চৌধুরী এর ছবি
;) ....................................... ঋণম্ কৃত্বাহ ঘৃতম্ পীবেৎ যাবৎ জীবেৎ সুখম্ জীবেৎ

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।